MCQ
1641. কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে যোগফল ৪৯ হয়। সংখ্যাটি কত?
16
20
26
21
1642. 'একতারা' শব্দটি যে ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
সংস্কৃতি
1643. বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
১ গুণ
৩ গুণ
২ গুণ
৪ গুণ
1644. বাংলার প্রথম সার্থক মহাকাব্য-
বৃত্রসংহার
মহাশ্মশান
ত্রয়ীকাব্য
মেঘনাবদ কাব্য
1645. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
সাহেব
সঙ্গী
কবিরাজ
শিক্ষক
1646. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
সোনার তরী
দোলন চাঁপা
মানসী
শেষের কবিতা
1647. নিচের কোনটি তৎসম শব্দ?
পছন্দ
ধূলি
হিসাব
শৌখিন
1648. If electron flows in right direction, proton seems to flow-
Leftward
Upward
Rightward
Downward
1649. নিচের কোনটি তৎসম শব্দ?
গেরাম
চামার
মাটি
নারিকেল
1650. চাবি, জানালা, বালতি- এগুলো কোন ভাষা থেকে এসেছে?
পর্তুগিজ
রুশ
আরবি
চিনা
1651. 'Gitanjali' was translated by?
W. B. Yeats
J. Keats
Robert Frost
R. Kipling
1652. 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে কী বুঝায়?
টিকটিকি
উইপোকা
তেলাপোকা
মাকড়সা
1653. 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ-
মনস্+ঈষা
মন+ঈষা
মনঃ+ঈষা
মনো+ঈষা
1654. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
বিভক্তি
প্রত্যয়
ধাতু
কোনটিই নয়
1655. 'বালতি' শব্দটি
পর্তুগিজ
ফারসি
ইংরেজি
হিন্দী
1656. ১+৩+৫+৭ ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
n((n+1)
n(n-1)
n²
n²+1
1657. অপটিক্যাল ফাইবার এর সবচেয়ে ভেতরের অংশ কোনটি?
বাফার
ক্ল্যাডিং
জ্যাকেট
কোর
1658. 'মহানবী' কোন সমাস-
দ্বিগু
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
1659. 'ছন্দের জাদুকর' কোন কবি?
সুকুমার রায়
আল মাহমুদ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীমউদ্দীন
1660. বাংলা গদ্যের জনক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মানিক বন্দোপাধ্যায়