উপসর্গ MCQ
41. 'সুনাম' শব্দের 'সু' কোন উপসর্গ?
বাংলা
ফারসি
আরবি
সংস্কৃত
42. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
উপভোগ
উপসাগর
উপগ্রহ
উপনেতা
43. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
আষাঢ়
আয়না
আঘাটা
আনন
44. 'নিদাঘ' শব্দের 'নি' উপসর্গটি কোন অর্থ দ্যোতনা বুঝিয়েছে?
আতিশয্য
নিশ্চয়
অভাব
নিষেধ
45. বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?
৬ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
46. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
আভাস
অজানা
গরমিল
বেমালুম
47. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ইতিহাস
প্রশংসা
উপমন্ত্রী
গরমিল
48. উপসর্গ সাধারণত কোথায় বসে?
বাক্যের শেষে
শব্দের পূর্বে
শব্দের শেষে
শব্দের মধ্যে
49. 'সুকঠিন' শব্দে 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তম
সহজ
আতিশয্য
বিশেষ রূপে
50. 'অধিকার' শব্দে 'অধি' উপসর্গটি কি অর্থ নির্দেশ করে?
সদৃশ
বিশেষ
পর্যন্ত
আধিপত্য
51. 'অঘারাম বাস করে অজপাড়া গায়ে'- 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
তৎসম
খাঁটি বাংলা
তদ্ভব
বিদেশি
52. 'উপাচার্য' শব্দটি কোন উপসর্গ?
বিদেশি
খাঁটি বাংলা
ফারসি
সংস্কৃত বা তৎসম
53. 'নিখুঁত' শব্দের 'নি' উপসর্গটি কোন প্রকারের?
অর্ধ-তৎসম
বিদেশী
তৎসম
খাঁটি বাংলা
54. কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয়?
গরমিল
গরবাজি
গরগর
গরহাজির
55. উপসর্গযুক্ত শব্দ কোনটি? সহকারী জজ।
পঙ্কজ
মাচান
জ্বালাতন
কদবেল
56. 'সরব' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
ক্ষুদ্র
সঙ্গে
বিশাল
অভাব
57. নিচের কোন শব্দটিতে 'প্রতি' উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত?
প্রতিবিম্ব
প্রতিশব্দ
প্রতিচ্ছবি
প্রতিদান
58. 'প্রতিধ্বনি' শব্দে 'প্রতি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
পৌনঃপুন
বিপরীত
বিশেষ
সদৃশ
59. কোনাট খাঁটি বাংলা উপসর্গ?
অব
ইতি
অতি
পরি
60. 'অজপুকুর' শব্দে 'অজ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
সম্পূর্ণ
নিন্দিত
প্রতিবিম্ব
খাঁটি