MCQ
21. জড়তার ভ্রামক কত প্রকার-
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: জড়তার ভ্রামক (Moment of inertia) মূলত ২প্রকার-
i. Mass moment of inertia
ii. Area moment of inertia
22. ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
ফ্রান্স
জার্মানি
ইংল্যান্ড
আমেরিকা
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: তথ্য: ভার্সাই ফ্রান্সের একটি নগরী।
23. ক্লে সিমেন্ট ব্যবহার করা হয়-
সামুদ্রিক নির্মাণ কাজে
বাঁধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এভিলেশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন প্রকার সিমেন্টের ব্যবহার:
১. ক্যার সিমেন্ট: মোজাইক বা সৌন্দর্য বৃদ্ধির কাজে
২. হাই আরলি স্ট্রেংথ পোর্টল্যান্ড সিমেন্ট: দ্রুত কঠিন ভবন
অর্জনের জন্য
৩. অ্যালুমিনাস সিমেন্ট: ২৪ ঘন্টায় ৭৫% শক্তি অর্জনের
জন্য।
৪. ক্লে সিমেন্ট: সামুদ্রিক নির্মাণ কাজে
৫. এয়ার এনট্রেইনিং সিমেন্ট: বরফ আচ্ছাদিত স্থানে।
৬. পাজোলান সিমেন্ট: অগ্নী নির্বাপক কাজে।
উত্তর: ক.
24. কাঠে কার্বনের পরিমাণ কত-
৩৯%
৪৯%
৫৯%
৬৯%
25. ৬৩% লাইম মিশ্রিত থাকে কোন সিমেন্টে?
ক্লে সিমেন্ট
পোর্টল্যান্ড সিমেন্ট
অ্যালুমিনাস সিমেন্ট
কনভার্টেড সিমেন্ট
Civil Department
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্টটে ৬৩ থেকে ৬৫% লাইম মিশ্রিত থাকে। সঠিক উত্তর: খ. পোর্টল্যান্ড সিমেন্ট
26. সমতলমিতি কত প্রকার-
১০ প্রকার
৯ প্রকার
৮ প্রকার
৭ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমতলমিতি বা লেভেলিং মূলত ৯ প্রকার।
সঠিক উত্তর: খ. ৯ প্রকার
27. ল্যামিনিঙ্কেট ক্রান্তি বাঁক ব্যবহৃত হয়-
রেলপথ
বাধে
সেতুতে
সড়ক পথে
Civil Department
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: অনেক সময় ফ্লাই ওভারের সংযোগ সড়ক অনেকটা বৃত্তাকার
পথে ঘুরিয়ে এনে ফ্লাই ওভারের সংযোগ দেওয়া হয় একেি
ল্যামিনিস্কেট ক্রান্তি বাঁক বলে।
উত্তর: সড়ক পথে
28. নিচের কোনটিকে পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
টার
বিটুমিন
অ্যাস্ফাল্ট
ইমালশন
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিচ (Pitch): Bituminous গুন সম্পন্ন ও কালো বর্ণের সান্দ্র পদার্থ। টার ও জৈব পদার্থের পাতন প্রক্রিয়ায় পিচ পাওয়া যায়।
উত্তর: ক.
29. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
নওগাঁ
বগুড়া
নাটর
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: তথ্য: নাটোর শহর হতে ৩ কিলোমিটান উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস বিখ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দিঘাপতিয়া পরগণা উপহার দেন।