EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. নিম্নের কোন পদ্ধতি Sequence of operations অনুসরণ করা নির্দেশ করে?
Despatching
Scheduling
Routing
Loading
84. একটি কারখানার ফ্যাক্টরি ওভারহেড (উপরি খরচ) 10,000 টাকা এবং প্রত্যক্ষ শ্রম খরচ 40,000 টাকা হলে, উপরি খরচে শতকরা হার নির্ণয় কর।
30%
25%
35%
40%
87. 'কী ভিত্তিক বিন্যাস খুবই নমনীয়?
মিশ্রভিত্তিক
প্রক্রিয়াভিত্তিক
দ্রব্যভিত্তিক
কোনোটিই নয়
89. কোনটি সবিরাম শিল্পকারখানা—
তৈল
স্বয়ংক্রিয় ইট তৈরির কারখানা
সুগার মিল শোধনাগার কারখানা
সবগুলো
90. শিডিউলিং তথ্যের প্রধানতম কাজ কী?
ফরমায়েশ
কার্য অনুসূচি প্রণয়নে সহায়তা
বিক্রয়ের পূর্বাভাস
সবগুলো
91. পূর্বের জন্য যে খরচ হয়, তাকে কী কস্ট বলে?
সেট-আপ কস্ট
হোল্ডিং কস্ট
অর্ডারিং কস্ট
কোনোটিই নয়
93. অর্ডারের পরিমাণ বাড়লে কোন ধরনের কস্ট বৃদ্ধি পায়?
সেট-আপ কস্ট
হোল্ডিং কস্ট
মিনিমাইজিং কস্ট
কোনোটিই নয়
94. কোনটি পরিবর্তনশীল খরচ?
প্রত্যক্ষ কাঁচামাল
শ্রম খরচ
অফিস খরচ
সবগুলো
95. কোনো পদের জন্য কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা ও অবশ্যকীয় গুণাবলির বর্ণনাই হলো-
কার্য মূল্যায়ন
কার্য নির্দিষ্টকরণ
শ্রম মূল্যায়ন
শ্রম নির্দিষ্টকরণ
97. নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যন্ত্রপাতির মালামাল সমন্বয়ে একটি সাধারণ সময়সূচি নির্ধারণ করাকে কী বলে?
মনিটরিং
রুটিন
সিডিউলিং
বার চার্ট
98. স্ট্যান্ডার্ড সময় সংজ্ঞায়িত করা হয় –
Normal time + allowance
Normal time + idle time + allowance
Normal time + idle time
Only the normal time for an operation
100. গ্যান্ট চার্ট হতে পাওয়া যায়-
বিক্রয়ের পূর্বাভাস
ফটিং ও সিডিউলিং
উৎপাদনের শিডিউল
রুটিং