EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
2021. মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?
১৮২২-১৮৭৩
১৮২৪-১৮৭৫
১৮২৪-১৮৭৩
১৮২৫-১৮৮০
2022. "শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির।" এ অংশটুকুর মূল প্রতিপাদ্য?
প্রতিদান
অকৃতজ্ঞতা
প্রত্যুপকার
অসহিষ্ণুতা
2023. কোন বানানটি শুদ্ধ?
মধুসূদন
মধূসূদন
মধূসুদন
মধুসুদন
2024. 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।'- এই পঙ্ক্তি দুটির স্রষ্টার নাম?
রোকেয়া সাখাওয়াত
কুসুমকুমারী দাশ
কামিনী রায়
মহাশ্বেতা দেবী
2025. "জন্মই আমার আজন্ম পাপ।" উক্তিটি কার?
শামসুল হক
তসলিমা নাসরিন
কবির চৌধুরী
দাউদ হায়দার
2026. "ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।" এই স্মরণীয় চরণটি লিখেছেন-
সিকান্দার আবু জাফর
সুকান্ত ভট্টাচার্য
সুভাষ মুখোপাধ্যায়
সৈয়দ শামসুল হক
2027. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।" এই পঙক্তি দুটির রচয়িতা-
রামনারায়ণ তর্করত্ন
বিহারীলাল চক্রবর্তী
মদনমোহন তর্কালঙ্কার
কৃষ্ণচন্দ্র মজুমদার
2028. মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি?
১৮১৪ সাল
১৮২৪ সাল
১৮৩৪ সাল
১৮৪৪ সাল
2029. 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'- এই কবিতাটির রচয়িতা কে?
জহির রায়হান
মাহবুব উল আলম
শামসুর রাহমান
সৈয়দ শামসুল হক
2030. মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
মণিরামপুর
চৌগাছা
কেশবপুর
অভয়নগর
2031. যে বইতে যাযাবর বলেছেন, "আধুনিক সভ্যতা বেগ, নিয়েছে আবেগ।" তার নাম দিয়েছে ?
বৃষ্টিপাত
জামপাত
কৃষ্টিপাত
দৃষ্টিপাত
2032. কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।" উল্লিখিত কবিতাংশটি কোন কবিতার অংশ?
স্বাধীনতা তুমি
দুর্মর
শহীদ স্মরণে
বাংলা আমার
2033. 'যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরি-যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।'- এই অমর চরণ দুটি কে লিখেছেন?
শামসুর রাহমান
অন্নদাশঙ্কর রায়
জসীমউদ্‌দীন
নির্মলেন্দু গুণ
2034. "বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ।" কোন কবির কবিতায় আছে?
রজনীকান্ত সেন
বেগম সুফিয়া কামাল
যতীন্দ্রনাথ বাগচী
যতীন্দ্রমোহন বাগচী
2035. মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন-
১৭৪৩ খ্রিষ্টাব্দে
১৮৪৩ খ্রিষ্টাব্দে
১৯৪৩ খ্রিষ্টাব্দে
১৮৪৪ খ্রিষ্টাব্দে
2036. মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন-
বরুদিয়া
সাগরদাঁড়ী
দেওয়াটখালি
নারুচি
2037. মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?
অষ্টাদশ শতাব্দী
উনবিংশ শতাব্দী
বিংশ শতাব্দী
একবিংশ শতাব্দী
2038. "এখানে যারা প্রাণ দিয়েছে। রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে / সেখানে আমি কাঁদতে আসিনি।" এর রচয়িতা-
জহির রায়হান
শামসুর রাহমান
মাহবুবুল আলম চৌধুরী
গাফফার চৌধুরী
2039. পাখি সব করে রব রাতি পোহাইল" পঙ্ক্তির রচয়িতা-
রামনারায়ণ তর্করত্ন
বিহারীলাল চক্রবর্তী
কৃষ্ণচন্দ্র মজুমদার
মদনমোহন তর্কালঙ্কার
2040. মধুসূদনের মৃত্যু হয় কোথায়?
ভার্সাই নগরে
আলিপুর হাসপাতালে
কলকাতা মেডিকেল কলেজে
সাগরদাঁড়ী নিজ বাসভবনে