EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
2501. 'চৈতন্য-ভাগবত' রচনা করেন কে?
বিদ্যাপতি
বৃন্দাবন দাস
জ্ঞানদাস
গোবিন্দ দাস
2502. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
দৌলত উজির বাহরাম খাঁ
সাবিরিদ খাঁ
সৈয়দ সুলতান
সৈয়দ নূরুদ্দীন
2503. 'কড়চা' কী?
জয়নুল আবেদীন এর শিল্পকর্ম
রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর জীবনীগ্রন্থ
শ্রীচৈতন্য দেব এর জীবনীগ্রন্থ
2504. কোনটি মর্সিয়া সাহিত্য?
মধুমালতী
লায়লী মজনু
চন্দ্রাবতী
জঙ্গনামা
2505. 'নবীবংশ' পুস্তকটি কে রচনা করেছেন?
গোলাম মোস্তফা
মীর মশাররফ
হোসেন হাজী মোহাম্মিল
সৈয়দ সুলতান
2506. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
শ্রীচৈতন্যদেব
রামকৃষ্ণ পরমহংসদেব
কাহ্নপা
বিদ্যাপতি
2507. 'কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা-
নাসির মাহমুদ
সৈয়দ সুলতান
আলাওল
শেররাজ
2508. 'মর্সিয়া' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
উর্দু
আরবি
ফারসি
তুর্কি
2509. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত:
ফকির গরীবুল্লাহ
বিপ্রদাস পিপিলাই
নরহরি চক্রবর্তী
বৃন্দাবন দাস
2510. লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
ধাঁধাঁ
প্রবাদ
ছড়া
গাঁথা কাহিনী
2511. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান-
নোয়াখালী
আরাকান
চট্টগ্রাম
ফরিদপুর
2512. কোনটি শোকগীতি বা বিলাপ সংগীত?
সারিগান
মর্সিয়া
ভাটিয়ালী
হামদ
2513. লোকসাহিত্য কাকে বলে?
গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ্রামীণ নর-নারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
2514. 'কড়চা' শব্দের সমার্থক শব্দ-
রোজনামচা
খসড়া
ঝগড়া
নিয়তি
2515. 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
শৈবধর্ম
নাথধর্ম
বৌদ্ধ সহজযান
কোনটি নয়
2516. 'জঙ্গনামা' কাব্যের বিষয় কী?
যুদ্ধ-বিগ্রহ
রোমান্স
শোক-তাপ
প্রেম-ভালবাসা
2517. 'মর্সিয়া' শব্দের অর্থ কী?
শোক বা আহাজারি
দুঃখ
বেদনামিশ্রিত কাব্য
শোককাব্য
2518. 'লোকসাহিত্য' বলতে কি বুঝায়?
নাটক প্রাচীন
কবিতা, চিত্রকলা,
ছড়া, গান, ধাঁধাঁ, প্রবাদ-প্রবচন
গান উপন্যাস
2519. 'মর্সিয়া' কী?
আনন্দগীতি
চমাকগীতি
শোকগীতি
পল্লীগীতি
2520. 'চৈতন্যমঙ্গল' এর রচয়িতা-
রবিদাস
গুপিদাস
প্রেমদাস
লোচনদাস