Bangla MCQ
3381. দেশি উপসর্গ কোনটি?
পরিহার
অকাজ
উপহার
লাপাত্তা
3382. 'অতিশয়' দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ?
পরাজয়-পরা
প্রকোণ- প্র
পরাবাস্তব- পরা
প্রগতি-প্র
3383. নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
অপমৃত্যু
বাজেখরচ
রামদা
ফুলবাবু
3384. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?
আঁকড়া
অপমান
অবেলা
অতিশয়
3385. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
অকাজ
আলুনি
আবছায়া
নিখুঁত
3386. বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
উপকণ্ঠ
উপবন
উপভোগ
উপগ্রহ
3387. 'আড়চোখে' শব্দের 'আড়' উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
খারাপ
হিংসা
উৎসাহ
বক্র
3388. কোনটি 'অজ' উপসর্গের যথাযথ প্রয়োগ?
অজান্তে
অজড়
অজপাড়াগাঁ
অজাচিত
3389. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
অপমান
আগাছা
নিবৃত্তি
প্রতাপ
3390. 'আমমোক্তার' শব্দে ব্যবহৃত 'আম' কোন বিদেশি উপসর্গ?
ফারসি
আরবি
ইংরেজি
হিন্দি
3391. অবলম্বনের 'অব' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত?
নিম্নে
প্রতিকূল
সম্যকভাবে
প্রস্তুতি
3392. 'অনতিবৃহৎ বনে মৃগ অনুসন্ধান ও সংহার করা সাতিশয় দুঃসাধ্য কার্য।'- বাক্যটিতে মোট উপসর্গ রয়েছে-
চারটি
সাতটি
পাঁচটি
আটটি
3393. 'উপসর্গ' কী?
ভাষায় ব্যবহৃত সর্বনাম
ভাষায় ব্যবহৃত অব্যয়
ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ভাষায় ব্যবহৃত ক্রিয়া বাচক শব্দাংশ
3394. 'আমন্ত্রিত অতিথি সমভিব্যাহারে মন্ত্রি মহোদয় মঞ্চে আরোহণ করলেন।' এ বাক্যে উপসর্গ আছে-
চারটি
ছয়টি
সাতটি
আটটি
3395. 'পরাভব' শব্দে 'পরা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বিপরীত
আধিক্য
সুলভ
বিধৃত
3396. নিচের কোনটি ফারসি উপসর্গ?
বাজে
হাফ
আম
কম
3397. বিদেশী উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে?
প্রগতি
সুলভ
বিহার
নাবালক
3398. শব্দের পূর্বে বসে কোনটি?
বিভক্তি
উপসর্গ
প্রত্যয়
অনুসর্গ
3399. 'অনুধাবন' সমস্তপদটির 'অনু' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
বিরোধ
অভিপ্রান্ত
পশ্চাৎ
ঈষৎ
3400. 'নিলাজ' শব্দে 'নি' উপসর্গটি-
বাংলা
তৎসম
বিদেশী
ফারসি