Bangla MCQ
5561. বাক্যের মৌলিক উপাদান কোনটি? [দুদকের কোট পরিদর্শক: ২২ / বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী: ২২/ সওজের কার্য সহকারী: ২২]
ভাষা
শব্দ
বর্ণ
ধ্বনি
5562. বাক্যের তিনটি গুণ কী কী? [২৯তম বিসিএস)
আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
5563. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? (১০তম বিসিএস)
শবপোড়া
শবমড়া
শবদাহ
মড়াদেহ
5564. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৩
অর্থের
পদের
বাক্যের
শব্দের
5565. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
১৮০১
১৮০৩
১৮০২
১৮০৪
ব্যাখ্যা: তথ্য: কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ৪ মে ১৮০০ সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু করা হয়েছে
২৪ মে ১৮০১ সালে।
5566. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? [বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩/ সওজের কার্য সহকারী: ২২/ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২/ গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য অফিসার: ১৩/
২
৫
৪
৩
5567. ভাষার মূল উপকরণ কী? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ / বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২/ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ / বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ / ১১তম প্রভাষক নিবন্ধন: ১৪]
ধ্বনি
বর্ণ
শব্দ
বাক্য
5568. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
ব্যাখ্যা: তথ্য: মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।
5569. 'আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো' বাক্যটিতে কোন দোষ আছে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১]
বাগধারার দোষ
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
5570. 'গুরুচণ্ডালী দোষ' বলতে বুঝায়- ডাক বিভাগের উচ্চমান সহকারী: ২২ / তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ৯৭)
সাধু ও চলিত ভাষার মিশ্রণ
সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
বিদেশি ও দেশি ভাষার মিশ্রণ
বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ
5571. বাক্যের ক্ষুদ্রতম একক কি / বাক্যের একক কোনটি? [১৮-তম বিসিএস)
উক্তি
শব্দ
উপসর্গ
বিভক্তি
5572. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে? (পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯)
আসত্তি
আসক্তি
যোগ্যতা
আকাঙ্ক্ষা
5573. ক্রীতদাসের হাসি কার রচনা?
হাসান আজিজুল হক
আলাউদ্দিন আল আজাদ
সৈয়দ ওয়ালিউল্লাহ
শওকত ওসমান
ব্যাখ্যা: তথ্য: ক্রীতদাসের হাসি বাংলাদেশী কথাসাহিত্যিক শওকত ওসমান
রচিত উপন্যাস। এ উপন্যাসের মূল চরিত্র ততারী। গণতন্ত্রিক জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ
চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার
স্তব্ধ থাকেনি।
5574. কোনটি বাক্যের বাহন? (সহকার পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১২]
শব্দ
আশ্রিত খণ্ডবাক্য
ধ্বনি
পদ
5575. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? (৯ম প্রভাষক নিবন্ধন: ১৩]
তার বাহিরে যাবার সময় হয়েছে
সে স্কুলে যাবে
তার বিবাহ হয় নাই
তাহারা রওয়ানা হলো
5576. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক লি. অফিসার: ০৮]
২টি
৫টি
৪টি
৩টি
5577. কোনটি শামসুর রহমানর কাব্য?
রৌদ্র করোটিতে
ছায়াহরিণ
রাখালী
সাঝের মায়া
ব্যাখ্যা: তথ্য: শামসুর রহমানের কাব্যের নাম রৌদ্র করোটিতে এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। রাখালী পল্লকবি জসীমুদ্দীনের প্রথম কাব্যস্থ। সাঝের মায়া বেগম সুফিয়া কামাল রচনা করেন।
5578. যা চেটে খাওয়ার যোগ্য-
চোষ্য
চ্য
লেহ্য
পেয়
ব্যাখ্যা: তথ্য: চেটে খাওয়া যায় যা লেহ্য
চুষে খাওয়া যায় যা চোষ্য
চিবিয়ে খাওয়া যায় যা চ্য
5579. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-এই প্রার্থনা কার?
ভাড়ু দত্ত
ঈশ্বরী পাটনী
চাঁদ সওদাগর
নন্ধুবের
ব্যাখ্যা: তথ্য: দেবী অন্নপূর্ণা, তখন ঈশ্বরী পাটনীকে বর প্রার্থনা করতে বলেন।
তিনি, দেবী অন্নপূর্ণার কাছে বর প্রার্থনা করেছেন, তাঁর সন্তান যেন দুধ
ভাত খেয়ে থাকতে পারে।
5580. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়/ কোনটি সার্থক বাক্যের গুণ নয়? ৩৮তম/৩৫তম বিসিএস)
যোগ্যতা
আসত্তি
আসক্তি
আকাঙ্ক্ষা