Bangla MCQ
1841. আমি, তুমি ও সে-
সবাই
আমরা
আমাদের
সকলে
1842. 'ফিকানীল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ফিফা নীল যা
নীলের অভাব
ঈষৎ নীল
নীলের সদৃশ
1843. 'নিরুৎসাহ' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
নাই উৎসাহ
উৎসাহের অভাব
উৎসাহ নাই যার
নঞ উৎসাহ
1844. 'ঠাকুর' পরিবারের আসল পদবি ছিল-
কুশারি
শাস্ত্রী
মুখোপাধ্যায়
ঘোষ
1845. 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদের নাম কী?
Song Book
Song Collection
Song Offerings
Song
1846. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?
অব্যয়ীভাব
দ্বিগু
বহুব্রীহি
দ্বন্দ্ব
1847. নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
অন্নদাশঙ্কর রায়
1848. রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
রাজশাহী
কুমিল্লা
কুষ্টিয়া
ঢাকা
1849. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
গৃহস্থ
ছা-পোষা
উপকূল
প্রগতি
1850. রবীন্দ্রনাথ 'নাইট' উপাধি ত্যাগ করেন কোন সালে?
১৯১৩
১৯১৯
১৯১৫
১৯১০
1851. 'অনুতাপ' পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
অণুতে যে তাপ
তাপের অণু
তাপের ক্ষুদ্র
অনুরূপ তাপ
1852. 'উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
আবেগ অর্থে
বীপ্সা অর্থে
সামীপ্য অর্থে
অতিক্রম অর্থে
1853. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-
আগস্ট, ১৯১৩
সেপ্টেম্বর, ১৯১৩
নভেম্বর, ১৯১৩
অক্টোবর, ১৯১৩
1854. 'গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-
এজরা পাউন্ড
ডব্লিউ, বি ইয়েটস
টি. এস এলিয়ট
কীটস
1855. 'বিশ্বভারতী' কে প্রতিষ্ঠা করেন?
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
1856. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম
অন্নদাশঙ্কর রায়
1857. কোন বাঙালি কবি 'নাইট' উপাধি পেয়েছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
সুকুমার রায়
সত্যেন্দ্রনাথ দত্ত
1858. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
খুলনার দক্ষিণ ডিহি
ছোটনাগপুর মালভূমি
কুষ্টিয়ার শিলাইদহ
যশোরের কেশবপুর
1859. নিচের কোনটি নিত্য সমাস-
রাজপুত্র
গৃহান্তর
সস্ত্রীক
গায়ে হলুদ
1860. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
সোনার তরী
নৈবেদ্য
গীতাঞ্জলি
চিত্রা