বিপরীতার্থক শব্দ MCQ
101. 'কোমল' শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর: ০২/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯০।
গুরু
উদ্ধত
কঠিন
দুরন্ত
102. 'কৃশ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২।
সাধু
স্থূল
মসৃন
হ্রস্ব
103. 'কৃতঘ্ন' এর বিপরীত শব্দ কোনটি? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১২।
অকৃতজ্ঞ
কৃতজ্ঞ
উপকারী
ক্ষতিকর
104. 'ঊষর' শব্দের বিপরীতার্থক শব্দ- (পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার: ১২)
অনুর্বর
উর্বর
ধূসর
শস্যশ্যামল
105. 'ক্ষীয়মান' এর বিপরীতার্থক শব্দ- ২৫তম বিসিএিস]
বৃহৎ
বর্ধিষ্ণু
বর্ধমান
বৃদ্ধিপ্রাপ্ত
106. 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ- পুবালী ব্যাংকের সহকারী অফিসার: ১৯।
নিম্নকর্ষ
অপকর্ষ
উৎসর্গ
নিকর্ষ
107. 'ঔদ্ধত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ১৯ / জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৬/
সরল
বিনয়
মহানুভব
জ্ঞানী
108. 'খিড়কি' এর বিপরীত শব্দ কী? ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২/ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন)। ১৩/
বাতায়ন
গুপ্ত পথ
চিলেকোঠা
ঘসিংহদ্বার
109. কোনটি 'গুপ্ত' এর বিপরীত শব্দ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৮/
প্রকাশ
উন্মীলিত
অব্যক্ত
ব্যক্ত
110. 'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ৪২তম বিসিএস) ঈদৃশ মাঙ্গলিক পারত্রিক আকস্মিক
আবশ্যক
আবশ্যকীয়
আবশ্যিক
পারত্রিক
111. 'খাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯/১২তম বেসরকারী শিক্ষক নিবন্ধন:
বন্ধু
সম্পদ
মহাজন
জমি
112. 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ১২]
ঊর্ধ্বটান
প্রশান্ত
উঁচুনিচু
উত্তাল
113. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ, ইচ্ছাধীন, অবশ্যপাঠ নয় এমন। অনাবশ্যক অর্থ আবশ্যক নয় এমন, অপ্রয়োজনীয়, অকারণ। সুতরাং ঐচ্ছিক ও অনাবশ্যক প্রতিশব্দ, ঐচ্ছিক-এর বিপরীত শব্দ আবশ্যিক। কুটিল-সরল, কম-বেশি, কদাচার-সদাচার হলো বিপরীত শব্দ।
114. 'গৃহী' শব্দের বিপরীত শব্দ- ৩৩তম বিসিএস)
সংসারী
সঞ্চয়ী
সংস্থিতি
সন্ন্যাসী
115. 'ক্ষতি' এর বিপরীতার্থক শব্দ কোনটি? জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার (আইটি)। ১৬/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক। ১২।
অনুকূল
ব্যবসা
সামান্য
ফায়দা
116. 'ঋজু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ভূমি মন্ত্রণালয়ের হিসাব নিয়ন্ত্রক: ২৩/ সোনালী ও জনতা ব্যাংকের অফিসার (আইটি): ২০১
সরল
বঙ্কিম
বেঁটে
ভঙ্গুর
117. 'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ৪২তম বিসিএস)
ঈদৃশ
পারত্রিক
মাঙ্গলিক
আকস্মিক
118. 'কুটিল' এর বিপরীত শব্দ কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩)
অকুটিল
বাঁকা
সরল
হালকা
119. 'গৌরব' এর বিপরীত শব্দ কী? বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ০৭।
অপমান
লজ্জা
অমর্যাদা
অহঙ্কার
120. 'ঔদার্য' শব্দের বিপরীতার্থক শব্দ- কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১/ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন অফিসার: ১১/
মান
পতন
বিনয়
কার্পণ্য