MCQ
4001. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অর্ণব
প্রসূন
অংশুমালী
পল্লব
4002. 'শত্রু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
রিপু
ফণী
ত্রিযামা
পারীন্দ্র
4003. 'মৃগরাজ' শব্দের অর্থ কী?
বানর
সিংহ
হাতি
হরিণ
4004. 'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
সাপ
হাতি
হরিণ
শশধর
4005. 'সূর্য' শব্দের সমার্থক নয় কোনটি?
প্রভাকর
দিবাকর
সুধাকর
মিহির
4006. অহর্নিশ শব্দের অর্থ কী?
অনবরত
কুর্নিশ
অহষ্কার
দিন রাত্রি
Civil Engineering
Civil Department
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: অহর্নিশ শব্দের বাংলা অর্থ দিনরাত; সতত, প্রতিনিয়ত।
4007. সোপান শব্দের অর্থ কী?
মৃদু
সিড়ি
অতল
আকাশ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য:
মই, সিড়ি, অধিরোহণী, সোপান, ক্রমোন্নতি। উত্তর: (খ)
4008. 'সমুদ্র' শব্দের বিপরীত শব্দ হলো-
স্রোতস্বিনী
ঊর্মি
অর্ণব
তরঙ্গ
4009. 'সবিতা' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
সূর্য
পদ্ম
নদী
পৃথিবী
4010. 'সাপ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
অহি
করভ
ফণী
নাগিণী
4011. 'যামিনী' এর প্রতিশব্দ কোনটি?
প্রসূন
দামিনী
শর্বরী
নিকর
4012. 'সমুদ্র' শব্দটির প্রতিশব্দ কোনটি?
জলদ
জলধি
শর্বরী
স্রোতস্বতী
4013. 'ভার্যা'র বিপরীত শব্দ কোনটি?
সূর্য
দার
দয়িত
জায়া
4014. অয়োময়' শব্দের অর্থ কী?
লৌহময়
পেঁচানো
দুর্বোধ্য
বাজে
Job Preparation
Civil Engineering
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: অয়োময় লৌহময়; লৌহকঠিন। উত্তর: (ক)
4015. 'রাত্রি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
শর্বরী
যামিনী
রজনী বারিদ
বারিদ
4016. 'রাত্রি'র সমার্থক শব্দ কোনটি?
শর্বরী
শফরী
শরনী
শশী
4017. কোনটি 'সূর্য' এর সমার্থক শব্দ?
রবি
শশী
পবন
বসুধা
4018. 'জায়া' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ভাগনী
কন্যা
নন্দিনী
অর্ধাঙ্গিনী
4019. 'ভানু' শব্দের অর্থ কী?
ধোকা
নক্ষত্র
সূর্য
চন্দ্র
4020. 'সমুদ্র' এর সমার্থক শব্দ নয় কোনটি?
অর্ণব
শোণিত
পারাবার
গাভ