MCQ
1781. . বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
মহারাজা কৃষ্ণ চরিত্র
রাজা প্রতাপাদিত্য চরিত্র
রাজাবলি
কথোপকথন
1782. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
হরপ্রসাদ শাস্ত্রী
রাজা প্রতাপাদিত্য চরিত্র
রামরাম বসু
দেবেন্দ্রনাথ ঠাকুর
1783. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
মি. উইলিয়াম
উইলিয়াম কেরী
রামরাম বসু
জেসি মার্শম্যান
1784. বাংলা একাডেমি মূল ভবনের নাম কী ছিল?
বর্ধমান হাউজ
বাংলা ভবন
আহসান মঞ্জিল
চামেলি হাউজ
1785. 'বাংলা একাডেমি' পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
১৯৬০ সালে
১৯৬১ সালে
১৯৬২ সালে
১৯৬৪ সালে
1786. 'বত্রিশ সিংহাসন' কার রচনা?
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রামরাম বসু
বিদ্যাসাগর
রাজীবলোচন মুখোপাধ্যায়
1787. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমি
এশিয়াটিক সোসাইটি
নজরুল ইনস্টিটিউট
1788. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন?
১৯ ডিসেম্বর, ১৯৭০
৩ ডিসেম্বর, ১৯৫৫
২১ ফেব্রুয়ারি, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭২
1789. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
রামরাম বসু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
মদনমোহন তর্কালঙ্কার
1790. বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে?
শিল্পকলা একাডেমি
শিশু একাডেমি
এশিয়াটিক সোসাইটি
বাংলা একাডেমি
1791. বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
মুহসীন কলেজ
ফোর্ট উইলিয়াম কলেজ
শ্রীরামপুর মিশন
সংস্কৃত কলেজ
1792. ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
হরপ্রসাদ শাস্ত্রী
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রামমোহন রায়
প্রমথ চৌধুরী
1793. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয়-
উইলিয়াম কেরী
রামমোহন রায়
বিদ্যাসাগর
রামরাম বসু
1794. 'ফোর্ট উইলিয়াম যুগে' সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামকিশোর তর্কচূড়ামণি
রামনারায়ণ তর্করত্ন
1795. কোনটি সঠিক?
গোলকনাথ শর্মা-হিতোপদেশ
রামরাম বসু-প্রবোধচন্দ্রিকা
উইলিয়াম কেরী-পুরুষ পরীক্ষা
রাজীবলোচন মুখোপাধ্যায়-তোতা ইতিহাস
1796. কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে থাকে?
শিক্ষা
সাংবাদিকতা
সাহিত্য
শিল্পকলা
1797. কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন?
বত্রিশ সিংহাসন
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
পুরুষ পরীক্ষা
রাজা প্রতাপাদিত্য চরিত্র
1798. কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?
রামরাম বসু ও গঙ্গাকিশোর ভট্টাচার্য
উইলিয়াম কেরী ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
উইলিয়াম কেরী ও রামমোহন রায়
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু
1799. ফোর্ট উইলিয়াম কলেজে কোন সালে বাংলা বিভাগ খোলা হয়?
১৮০০
১৮০১
১৮০২
১৮০৪
1800. ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রামরাম বসু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উইলিয়াম কেরী