সাধারণ জ্ঞান MCQ
101. নালন্দা মহাবিহার কী?
বিখ্যাত বাজার
হাসপাতাল
কমিউনিটি সেন্টার
প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: নালন্দা একটি খ্যাতনামা মহাবিহার। এটি বিহারের রাজধানী পাটনা শহরের ৯৫ কিমি দক্ষিণপূর্বে এবং বিহার শরিফ শহরের কাছে অবস্থিত। খ্রিষ্টীয় ৭ম শতাব্দী থেকে আনুমানিক ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
102. BNBC অনুযায়ী সুউচ্চ ভবন বা Highrise building ন্যূনতম কত তলা হতে হবে?
৬ তলা
৯ তলা
১০ তলা
২০ তলা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: BNBC-2006 অনুযায়ী Highrise Building ন্যূনতম ৬ তলা। BNBC-2020" ১০ তলা।
103. নিচের কোনটি বাফার স্টেট?
পাকিস্তান
আফগানিস্তান
বেলজিয়াম
ফ্রান্স
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাফার স্টেট হচ্ছে এমন একটি দেশ, যেটি আয়তনে ছোট কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে।
104. 'Pantheon' (প্যান্থিয়ন) কোন দেশের একটি গোলাকার মন্দির?
বাইজেনটাইন
রোমান
গ্রীক
জার্মান
105. 'নাসা' কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
ভারত
চীন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: National Aeronautics and Spac Administration (NASA) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা, যা বিমান চালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে। নাসা গঠিত ২৯ জুলাই ১৯৫৮ সালে আজ থেকে প্রায় ৬৩ বছর আগে।
106. "Less is more" এটি কোন স্থপতির দর্শন?
Frank Lloyd Wright
Mies Van Der Rohe
Mahjharul Islam
Richard Vrooman
107. ঢাকার আর্ট কলেজের (Institute) স্থপতি কে?
রবিউল হুসাইন
মাজহারুল ইসলাম
রফিক আজম
সামসুল ওয়ারেস
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে কয়েকজন বিশিষ্ট শিল্পীর প্রচেষ্টায় ১৯৪৮ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে ১৯৮৩ সালে। ২০০৮ সালে চারুকলা অনুষদ হিসেবে এর পথ চলা শুরু হয়।
108. শালবন বিহার কী?
বৌদ্ধ মন্দির
বৌদ্ধ বিহার
হিন্দু মন্দির
হিন্দু মঠ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই- ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার। এটি ১২শ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত।
109. গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
দক্ষিণ
উত্তর
দক্ষিণ-পূর্ব
দক্ষিণ-পশ্চিম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শীতকালে বাংলাদেশে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। আর গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়।
110. 'Hagia Sophia' এর স্থাপত্য শৈলী হচ্ছে-
রোমান স্থাপত্য
ভারতীয় স্থাপত্য
বাইজেন্টাইন স্থাপত্য
বেঙ্গল স্থাপত্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: হায়া সোফিয়া' পৃথিবীর এক অনন্য স্থাপত্য কর্মটি দাঁড়িয়ে আছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। বসফরাস প্রণালি দ্বারা বিভাজিত ইস্তাম্বুল শহরটি যুক্ত করেছে এশিয়া ও ইউরোপ দুটি মহাদেশকে। এই ইস্তাম্বুল শহরেরই ইউরোপ অংশে অবস্থান করছে প্রাচীন বাইজেন্টাইন শাসনামলের এ অনন্য স্থাপনাটি।
111. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: প্রচুর বৃষ্টিপাত এলাকায় গৃহে ঢালু ছাদ দেওয়া উচিত। ঢাল সাধারণত ১০০ এর বেশি হওয়া উচিত।
112. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
ইউরোপ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: গ্রান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশির ভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক-এর ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কিমি)।
113. ইট কোন দেশের প্রধান নির্মাণ উপকরণ?
অস্ট্রেলিয়া
ইতালী
বাংলাদেশ
নাগাসিটি
114. রূপকল্প-২০৪১ বাস্তবায়নের সময়কাল-
২০১০-২০৪১
২০২০-২০৪১
২০২২-২০৪১
২০২১-২০৪১
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: রূপকল্প ২০৪১ বা বাংলাদেশ ভিশন ২০৪১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা।
115. ষাট গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
হিন্দু রীতি
মোঘল
সুলতানি
আধুনিক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ষাট গম্বুজের মসজিদের গম্বুজ সংখ্যা ৮১টি। সাত লাইনে ১১টি করে ৭৭টি এবং চার কোণায় ৪টি মোট ৮১টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়।
116. কোন দেশ থেকে সর্বপ্রথম করোনো ভাইরাসের 'ওমিক্রন ভ্যারিয়েন্ট' সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়?
ভারত
দক্ষিণ আফ্রিকা
ইটালি
ভুটান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: দক্ষিণ আফ্রিকার সার্স কোড-২ এর নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে ২৪ নভেম্বর প্রথম জানা যায়। এটি বি.১.১.৫২৯ বা ওমিক্রন হিসেবে উল্লেখ করা হচ্ছে। আলফা, বিটা, ডেল্টার মতো ওমিক্রন গ্রিক বর্ণমালার একটি অক্ষর। এই ভ্যারিয়েন্টটিতে প্রচুর পরিমাণে পরিযোজন হয়েছে। এখানে ৩০টির বেশি ভাইরাল স্পাইক প্রোটিন আছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহজেই আঘাত হানতে পারে।
117. 'Doric Order' কারা বেশি ব্যবহার করেছিল?
বাইজেনটাইন
রোমান
জার্মান
গ্রীক
118. বাংলাদেশে 'Mud Architecture' কোথায় বেশি দেখা যায়?
উত্তরবঙ্গে
পাহাড়ী এলাকায়
কোস্টাল এলাকায়
হাওড় এলাকায়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: মাটির ঘর অথবা Mud Architecture বাংলাদেশের উত্তর- পশ্চিমাঞ্চলে বেশি দেখা যায়। বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর অংশ নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চল গঠিত।
119. বিনত বিবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত?
বৌদ্ধ
মোঘল
সুলতানী
ভিক্টোরিয়ান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ঢাকা নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করেন।
120. লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
আদি মুসলিম
সুলতানী
মোঘল
ব্রিটিশ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: লালবাগ কেল্লা ১৬৭৮ সালে মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক নির্মাণকাজ শুরু হয়। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট হন। লালবাগ কেল্লা একটি অসমাপ্ত স্থাপনা।