কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
541. সিমেন্ট মসলা দ্বারা গাঁথুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা উচিত নয়?
0.5m
1m
1.5m
2m
ব্যাখ্যা: কোনো কাঠামো নির্মাণ করার সময় 1.5m-এর বেশি সিমেন্ট মসলার গাঁথুনির কাজ করা যাবে না। এতে ম্যাসনারির অসমবসন ঘটে এবং অধিক উচ্চতার জন্য কাজেরও বিঘ্ন ঘটে।
542. কাঠের পাইলের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ ধরা হয়?
10
15
20
25
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠের পাইলের ক্ষেত্রে এর দৈর্ঘ্য উপরের প্রান্তের চওড়া ২০ গুণের কম হবে। ভিজা ও সংকোচনশীল মাটির উপরে হালকা কাঠামো নির্মাণ করতে হলে টিম্বার পাইল ব্যবহৃত হয়।
543. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল বার-এর পীড়ন
70 kg/cm²
80 kg/cm²
90 kg/cm²
100 kg/cm²
544. সাধারণত সর্বোচ্চ কত আকারের অ্যাগ্রিগেট ব্যবহৃত হয়?
15mm
20mm
25mm
30mm
ব্যাখ্যা: কাজের ধরনের উপর নির্ভর করে কোর্স অ্যাগ্রিগেটের আকার নির্ধারিত হয়। যেমন- ড্যাম/বাধের ক্ষেত্রে সর্বোচ্চ 200mm (৪")। সাধারণ কাজে 63mm এবং RCC কাজে সর্বোচ্চ 25mm (1") আকারের কোর্স অ্যাগ্রিগেট ব্যবহৃত হয়।
545. কংক্রিটে অ্যাগ্রিগেট থাকে মোট আয়তনের কত শতাংশ-
50%
65%
75%
70%
ব্যাখ্যা: সিমেন্ট-কিংক্রিটে যে সকল পূরক পদার্থ ব্যবহৃত হয়, তা-ই অ্যাগ্রিগেট। সিমেন্ট-কংক্রিট-এর মধ্যে কংক্রিটের মোট আয়তনের প্রায় 75% অ্যাগ্রিগেট থাকে। আকৃতির উপর নির্ভর করে অ্যাগ্রিগেট ২ প্রকার, যথা- (i) কোর্স অ্যাগ্রিগেট; (ii) ফাইন অ্যাগ্রিগেট।
546. ৭ দিনে সাধারণ সিমেন্টের চাপে পীড়ন হওয়া উচিত-
200 kg/cm²
210 kg/cm²
220 kg/cm²
225 kg/cm²
547. ভালো কংক্রিটের জন্য বালির কত অংশ সিলেট বালি ব্যবহার করা হয়?
2/3
1/3
1/2
1/4
ব্যাখ্যা: ভালো কংক্রিটের জন্য বালির বালি বা সর্বাধিক মোটা বালি ব্যবহৃত হয়। বাকি 3 অংশ সিলেট অংশ (FM > 1.5) ব্যবহার করলে কংক্রিট শক্তিশালী হয়।
548. ইটের খোয়া পানিতে ভিজালে 24 ঘণ্টা পর এর ওজন সর্বোচ্চ কত ভাগ বৃদ্ধি পেলে তা পরিহার করা উচিত?
5%
7%
8%
10%
549. কোনটি গভীর ভিত্তির আওতাভুক্ত নয়?
পাইল
কফার ড্যাম
আন্ডার রিম
কেইসন
ব্যাখ্যা: ব্যাখ্যা গভীর ভিত্তি ৩ প্রকার-
(i) পাইল ভিত্তি,
(ii) কফার ড্যাম,
(iii) কেইসন।
550. পাইলের সর্বনিম্ন অংশ-
আয়রন সু
আয়রন কিং
গ্রুপিং অব পাইল
পাইল ক্যাপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত প্রি-কাস্ট পাইলে পেনিট্রেশনের সুবিধার জন্য সর্বনিম্ন প্রান্তে আয়রন সু ব্যবহার করা হয়।
551. ভিত্তির প্রধান কাজ-
লোডের তীব্রতা হ্রাস করা
সমতল পৃষ্ঠ প্রদান করা
লোড স্থানান্তরের মাধ্যম হিসেবে কাজ করা
মাটির সরণ প্রতিরোধ করা
ব্যাখ্যা: অপশনে উল্লেখিত সবগুলোই ভিত্তির কাজ হলেও ভিত্তির মূল এবং মুখ্য কাজগুলো কাঠামোর থেকে আগত লোডকে সুষমভাবে তা সাব-সয়েলে স্থানান্তর করা।
552. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল ওয়্যার-এর সর্বোচ্চ টান পীড়ন-
140 kg/cm²
150 kg/cm²
160 kg/cm²
180 kg/cm²
ব্যাখ্যা: প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত তারের ব্যাস (1.5-8) mm-এর মধ্যে হয়। এদেরকে টেনডন বলে। 7টি বা তার অধিক সংখ্যক তার একত্র করে হাইটেনসাইল স্টিল বারে পরিণত করা হয়। তারের সর্বোচ্চ টান পীড়ন 160kg/cm² এবং বারের সর্বোচ্চ টান পীড়ন 90 kg/cm².
553. কাঠের পাইলের সর্বোচ্চ লোড বহনক্ষমতা-
10 Ton
15 Ton
20 Ton
25 Ton
554. ব্লাক কটন সয়েলের ক্ষেত্রে কাঠামোর ভিত্তি প্রদান করা হয়-
পায়ার ভিত্তি
ইনভার্টেড আর্চ ফুটিং
ব্যাফট ভিত্তি
টিম্বার গ্রিলেজ ভিত্তি
ব্যাখ্যা: ব্যাখ্যা: যেখানে নরম মাটি, ব্লাক কটন সয়েল-এর অভ্যন্তরে স্বল্প গভীরতায় শক্ত স্তর পাওয়া যায় না, সেখানে পায়ার ভিত্তি দেওয়া হয়।
555. কংক্রিটে ব্যবহৃত পানিতে লবণের সর্বোচ্চ মাত্রা-
2.5%
1.5%
3.5%
4.5%
ব্যাখ্যা: লবণ ও রাসায়নিক অপদ্রব্যযুক্ত পানি RCC-এর লোহাকে মরিচা ধরিয়ে দেয় এবং সিমেন্টের সাথে রাসায়নিক বিক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। এই কংক্রিটে 3.5% লবণযুক্ত পানি ব্যবহার করা যেতে পারে।
556. প্লিস্থ প্রটেকশনের অভেদ্য স্তরের প্রস্থ সাধারণত হওয়া উচিত,
50-80cm
60-90cm
70-100cm
80-120cm
557. ভরাট মাটিতে যেখানে ভারবহন ক্ষমতা কম সেখানে প্রদান করা হয়-
র্যাফট ভিত্তি
ক্যান্টিলিভার ফুটিং
ইনভার্টেড আর্চ ফুটিং
স্প্রেড ফুটিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভরাট মাটি, নরম মাটি, জলাশয় এলাকায় যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম, সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোড- এর কাঠামোগুলোতে র্যাফট ভিত্তি নির্মাণ করা হয়।
558. সাধারণত প্রি-কাস্ট পাইলের ব্যাস-
30-60cm
35-65cm
35-75cm
40-70cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রিকাস্ট পাইলের ব্যাস 35cm-65cm পর্যন্ত এবং দৈর্ঘ্য 4.5 হতে 30m পর্যন্ত হয়।
559. সিলেট বালির এফএম-
1.5
1.6
2.6
1.8
ব্যাখ্যা: সিলেট বালির এফএম সাধারণত (2.5 হতে 2.6) পর্যন্ত হয়ে থাকে।
560. নরম মাটি বা পানি অতিক্রম করে যে পাইল কঠিন স্তরে কাঠামোর লোডকে পৌছিয়ে দেয়, তাকে বলে-
শিট পাইল
ব্যাটার পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল