বাগধারা MCQ
221. 'আক্কেল সেলামি' এর প্রকৃত অর্থ কোনটি?
অত্যন্ত বুদ্ধিমান
অতি চালাক
হাঁদারাম
নির্বুদ্ধিতার দণ্ড
222. 'অকাল কুষ্মাণ্ড' বাগধারাটির অর্থ কোনটি?
অকর্মা
কর্মবিমুখ
বোকা
মূর্খ
223. অরণ্যে রোদন' কথাটির অর্থ কী?
ছিদকাঁদুনে
না জেনে কিছু করা
বারংবার চেষ্টা করা
বৃথা চেষ্টা
224. 'আগডুম বাগডুম' বাগধারাটির অর্থ?
প্রচুর কথা
অর্থহীন কথা
সুন্দর কথা
রাগের কথা
225. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কী?
শুরু করা
বিশ্রাম করা
তাড়াতাড়ি শেষ করা
শেষ বিদায়
226. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শোভা
শরতের শিউলি ফুল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী। দুধের মাছি বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।
227. 'অন্ধকার দেখা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
দুর্লভ বস্তু
হতবুদ্ধি
দৃষ্টি শক্তিহীন
স্বার্থে আঘাত লাগা
228. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শিবরাত্রির সলতে বাগধারার অর্থ একমাত্র জীবিত বংশধর; বাবা মার একমাত্র সন্তান; একমাত্র বংশধর।
229. 'আকাশ ভেঙ্গে পড়া' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
মন্দভাগ্য
হঠাৎ বিপদ হওয়া
আশ্চর্য হওয়া
কঠিন পরীক্ষা
230. অর্ধচন্দ্র' এর অর্থ-
গলাধাক্কা দেয়া
অমাবস্যা
দ্বিতীয়ত
কাস্তে
231. 'অনুরোধে ঢেঁকি গেলা' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
232. 'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ কী?
সহজলভ্য
দুর্লভ বস্তু
লুকিয়ে থাকা
অমাবস্যার রাতে চাঁদ
233. 'অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ কী?
লোভী
আলসেমি
অপদার্থ
প্রচণ্ড গরম
234. 'আদিখ্যেতা' বাগধারাটির অর্থ কী?
অবিরাম কান্না
না জেনে কিছু করা
ন্যাকামি মারা
যাওয়া অপদার্থ
235. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'অক্কা পাওয়া'-
দুর্লভ বস্তু
স্বার্থপর
বেহায়া
মরা
236. বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক?
সামাজিক-অর্থনৈতিক
সামাজিক-রাজনৈতিক
সামাজিক-মানসিক
সামাজিক-সাংস্কৃতিক
237. 'আকাশ কুসুম' শব্দের অর্থ কী?
অলীক ভাবনা
সুন্দর কল্পনা
অদ্ভুত
জিনিস স্বপ্ন
238. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
বাগবিধি
সমার্থক শব্দ
ভিন্নার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
239. 'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ কী?
বিশৃঙ্খলা
শত্রুতা
প্রচুর ব্যবধান
অবাস্তব
240. 'অকালে বাদলা' বাগধারার অর্থ কী?
অপ্রত্যাশিত বাধা
যা সচরাচর ঘটে না
পৌষ-মাঘ মাসের বৃষ্টি
নিত্যনৈমিত্তিক বিষয়