আন্তজাতিক বিষয়াবলী MCQ
1. Asian Development Bank (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্যাংকক
কুয়ালালামপুর
টোকিও
ম্যানিলা
ব্যাখ্যা: তথ্য: ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬। এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলার অবস্থিত।
2. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ২০১৮ সালের কত তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়?
১৮ মে
২৫ জুন
১২ জুন
১৮ জুন
ব্যাখ্যা: তথ্য: ২০১৮ সালের ১২ জুন মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং-উন। কিন্তু প্রত্যাশার বিপরীতে ব্যর্থ হয়েছিল উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের পরিকল্পনা।
3. 'India Wins Freedom'- গ্রন্থটির লেখক কে?
জওহরলাল নেহেরু
মাওলানা মুহাম্মদ আরী
সৈয়দ আমীর আলী
মৌলানা আবুল কালাম আজাদ
ব্যাখ্যা: তথ্য: ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নিরপেক্ষ দলিল 'India Wins Freedom' গ্রন্থটির লেখক মৌলানা আবুল কালাম আজাদ
4. ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?
৭২ টি
৫৩ টি
৫০ টি
৬৪ টি
ব্যাখ্যা: তথ্য: যৌথ নদী কমিশনের তথ্যমতে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী-সংখ্যা ৫৪টি এবং বাংলাপিডিয়ার তথ্য মতে ৫৫টি। এখানে এখানে সঠিক উত্তর নেই।
5. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতর কোথায়?
রোম
জেনেভা
লন্ডন
প্যারিস
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত ইতালির রোমে। এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর ১৯৪৫। FAO এর প্রধানের পদবি মহাপরিচালক।
6. ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
১৭৭৮
১৭৫০
১৭৮৯
১৭৭০
ব্যাখ্যা: তথ্য: ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে। এ বিপ্লবের স্থায়িত্ব ছিল ১৭৮৯ - ১৭৯৯ সাল পর্যন্ত। এ বিপ্লবের মূলনীতি ছিল স্বাধীনতা , সাম্য ও ভ্রাতৃত্ব।