EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আন্তজাতিক বিষয়াবলী MCQ
1. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতর কোথায়?
রোম
জেনেভা
লন্ডন
প্যারিস
ব্যাখ্যা: তথ্য: বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত ইতালির রোমে। এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর ১৯৪৫। FAO এর প্রধানের পদবি মহাপরিচালক।
2. 'India Wins Freedom'- গ্রন্থটির লেখক কে?
জওহরলাল নেহেরু
মাওলানা মুহাম্মদ আরী
সৈয়দ আমীর আলী
মৌলানা আবুল কালাম আজাদ
ব্যাখ্যা: তথ্য: ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নিরপেক্ষ দলিল 'India Wins Freedom' গ্রন্থটির লেখক মৌলানা আবুল কালাম আজাদ
3. ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?
৭২ টি
৫৩ টি
৫০ টি
৬৪ টি
ব্যাখ্যা: তথ্য: যৌথ নদী কমিশনের তথ্যমতে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী-সংখ্যা ৫৪টি এবং বাংলাপিডিয়ার তথ্য মতে ৫৫টি। এখানে এখানে সঠিক উত্তর নেই।
4. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ২০১৮ সালের কত তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়?
১৮ মে
২৫ জুন
১২ জুন
১৮ জুন
ব্যাখ্যা: তথ্য: ২০১৮ সালের ১২ জুন মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং-উন। কিন্তু প্রত্যাশার বিপরীতে ব্যর্থ হয়েছিল উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের পরিকল্পনা।
5. ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
১৭৭৮
১৭৫০
১৭৮৯
১৭৭০
ব্যাখ্যা: তথ্য: ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে। এ বিপ্লবের স্থায়িত্ব ছিল ১৭৮৯ - ১৭৯৯ সাল পর্যন্ত। এ বিপ্লবের মূলনীতি ছিল স্বাধীনতা , সাম্য ও ভ্রাতৃত্ব।
6. Asian Development Bank (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্যাংকক
কুয়ালালামপুর
টোকিও
ম্যানিলা
ব্যাখ্যা: তথ্য: ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬। এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলার অবস্থিত।