থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
241. নিচের কোনটি এন্ট্রপির সমীকরণ?
P/T
dQ /T
dQ /T
T/ dQ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: এন্ট্রপি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। প্রতি ডিগ্রি তাপমাত্রায় এনথালপির পরিবর্তনে যে সর্বোচ্চ পরিমাণ কাজ পাওয়া যায়, তাকে এন্ট্রপি বলে। এটি ক্রিয়াশীল পদার্থের একটি তাপীয় গুণ, যা তাপ প্রয়োগে বৃদ্ধি পায় এবং তাপ অপসারণে হ্রাস
পায়। এন্ট্রপি, ds = dQ/T
242. মলিয়ার ডায়াগ্রামের সাহায্যে কী প্রকাশ করা হয়?
এনট্রপি ও এনথালপির সম্পর্ক
সুপ্ততাপের সম্পর্ক
স্টিমের সম্পর্ক
স্টিমে জলীয় বাষ্পের সম্পর্ক
243. কার্নোট-চক্র নিম্নলিখিত কোন প্রক্রিয়া নিয়ে গঠিত?
দুইটি সমচাপ এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমআয়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমতাপ এবং দুইটি রুদ্ধতাপ প্রক্রিয়া
একটি সমচাপ, একটি সমায়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
244. একটি কার্নোট ইঞ্জিন 650K ও 310K কাজ করে। এটার দক্ষতা কত?
50%
52.31%
30%
45%
245. এনথালপির সমীকরণ কোনটি?
H= E+PV/J
E+H = PV/J
PV/H =EJ
H =E- PV/J
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: কোনো প্রবাহীর প্রবাহজনিত কাজ (Flow work) বা শক্তি, তার চাপ এবং আয়তনের গুণফল অর্থাৎ PV দিয়ে প্রকাশ করা হয়। আবার ওই প্রবাহীর অন্তর্নিহিত শক্তি E, যা এর তাপমাত্রার সমানুপাতিক। তাই, এই দুটি শক্তির সমষ্টি কোনো প্রবাহীর ক্ষেত্রে একটি ধর্ম (Property) বলে বিবেচিত হয়, প্রবাহীর এই ধর্মকে মোট তাপ বা এনথালপি বলা হয়। এনথালপি তাপের এককে প্রকাশ করা হয় এবং । দিয়ে সূচিত করা হয়। একক ভরের এনথালপিকে আঃ এনথালপি বলা হয়। এনথালপির উপরিউক্ত সংজ্ঞা অনুসারে একটি নির্দিষ্ট পরিমাণ প্রবাহীর ক্ষেত্রে P পরম চাপে যদি আয়তন হয় এবং এর অন্তর্নিহিত শক্তির মান E হয়, তবে ওই প্রবাহীর এনথালপির মান হবে-
H = PV/J+E
246. কার্নোট সাইকেলে রুদ্ধ তাপ প্রসারণ (Adiabatic Expansion) কতটি?
১টি
২টি
৩টি
৪টি
247. একটি গ্যাসীয় সিস্টেমে 1103 শক্তি প্রয়োগ করা হলো এবং এটির আভ্যন্তরীণ শক্তি 40J পরিমাণ বৃদ্ধি পেল। বাহ্যিক কাজের পরিমাণ-
150J
70J
110J
40J
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: এখানে,
সরবরাহকৃত তাপের পরিমাণ, ∆Q= 110J
আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ∆U= 40J
বাহ্যিক কাজের পরিমাণ, ∆W=?
আমরা জানি, ∆Q = ∆U+∆W
∆W = ∆Q-∆U
=(110-40)J
70J
সুতরাং, বাহ্যিক কাজের পরিমাণ 70J (Ans.)
248. কার্নোট (Carnot) চক্রে সর্বোচ্চ দক্ষতা (Efficiency) হয় কীসে?
পেট্রোল ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
গ্যাস টারাবাইনে
নিভার্সিবল ইঞ্জিনে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: রিজার্সেবল প্রসেসঃ যে প্রক্রিয়ায় কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায়। ফিরিয়ে আনা যায় তাকে রিভার্সেবল প্রসেস বলে। রিভার্সিবল ইঞ্জিন সর্বোচ্চ Maximum) এবং সর্বনিম্ন (Minimum) তাপমাত্রায় কাজ করে বিধায় কার্নোট চক্রে এর দক্ষতা সর্বোচ্চ হয়ে থাকে।
249. কোন সাইকেলকে র্যাঙ্কিন সাইকেলের পরিমিত (Modified) সাইকেল বলা হয়?
অটো সাইকেলকে
কার্নোট সাইকেলকে
ডিজেল সাইকেলকে
ভেপার সাইকেলকে
250. ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের শর্ত কোনটি?
Q.SQ/T=0
Q.SQ/T<0
Q.SQ/T>0
কোনোটিই নয়
251. গ্যাসে যখন তাপ শোষিত হয় তখন এনট্রপির পরিবর্তন কী হবে?
পজিটিভ
নেগেটিভ
পজিটিভ বা নেগেটিভ
কোনোটিই নয়
252. কার্নোট সাইকেলের দক্ষতা বাড়ে কীভাবে?
সর্বোচ্চ তাপমাত্রা বাড়ালে
সর্বোচ্চ তাপমাত্রা কমালে
সর্বনিম্ন তাপমাত্রা বাড়ালে
সর্বনিম্ন তাপমাত্রা কমালে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইঞ্জিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি করে ও সর্বনিম্ন তাপমাত্রা কমিয়ে কার্নোট সাইকেলের দক্ষতা বৃদ্ধি করা যায়। কিন্তু কার্নোট সাইকেলে দক্ষতার প্রভাব বা বৃদ্ধি উচ্চ তাপমাত্রা বৃদ্ধির তুলনায় নিম্ন তাপমাত্রা হ্রাস এ বেশি হয়ে থাকে।
253. যদি Q.SQ/T>0 তাহলে ঐ সাইক্লিক প্রসেসটি হবে-
রিভার্সিবল
ইরিভার্সিবল
অসম্ভব
কোনোটিই নয়
254. আন্তঃশক্তির যোগফল এবং চাপ ও আয়তনের গুণফল হলো-
সম্পাদিত কাজ
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
255. পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে কী বলে?
এনট্রপি
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: এন্ট্রপি (Entropy) : এন্ট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম, যা রুদ্ধতাপ প্রক্রিয়ায় স্থির থাকে।
এনথালপি (Enthalpy): পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে এনথালপি বলে।
256. ০°C তাপমাত্রায় পানির এনট্রপি কত ধরা হয়?
1
-1
10
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: যখন কোনো বন্ধ সিস্টেম চক্রীয় প্রক্রিয়ায় স্থানান্তরিত হয় তখন প্রত্যাবর্তী চক্রে মোট এন্ট্রপি শূন্য হয় এবং অপ্রত্যাবর্তী চক্রে মোট এন্ট্রপি ঋণাত্মক হয়।
গাণিতিকভাবে d Q /T = ০ প্রত্যাবর্তী চক্রীয় প্রক্রিয়ায়
d Q /T < 0 অপ্রত্যাবর্তী চক্রিয় প্রক্রিয়ায় ওপরে দুটির সমন্বয়।
d Q /T ≤ 0 সাধারণভাবে
257. একটি কার্নট ইঞ্জিনের সিংকের তাপমাত্রা 27°C। এটির দক্ষতা 25% হলে উৎসের তাপমাত্রা কত?
227°C
327°C
127°C
27°C
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: এখানে,
ইঞ্জিনের কর্মদক্ষতা, n = 25%=25/100 = ¼
সিংকের তাপমাত্রা, T₂ = 27°C
= (273+27)K
= 300K
উৎসের তাপমাত্রা, T₁ =?
আমরা জানি, n = T₁ -T₂ / T₁
বা,1/4 = T₁ - 300 / T₁
বা, 47 T₁ - 1200 = T₁
বা, 3 T₁ = 1200
বা, T₁ = 400K
বা, T₁ = (400-273) °C
T₁ = 127°C
সুতরাং, কার্নট ইঞ্জিনের উৎসের তাপমাত্রা =127°C (Ans.)
258. এনট্রপি কোন ডায়াগ্রাম থেকে পাওয়া যায়?
P-V ডায়াগ্রাম
T-S ডায়াগ্রাম-
P-h ডায়াগ্রাম
T-h ডায়াগ্রাম
259. কার্নোট সাইকেলের দক্ষতা নির্ভর করে কীসের উপর?
তাপমাত্রার সীমা
প্রেসার রেশিও
অ্যয়তন সংকোচন রেশিও
কাট অফ রেশিও
260. গ্যাসের আণবিক গতির সাথে যে শক্তি নিহিত -
গতিশক্তি
অভ্যন্তরীণ শক্তি
এন্ট্রপি
এনথালপি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: গ্যাসের আণবিক গতির (Molecular motion) সাথে যে শক্তি নিহিত থাকে, তা হলো গতিশক্তি (Kinetic energy)। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পায় ফলে গ্যাসের আণবিক গতি বাড়ে।