MCQ
181. চাপ পরিমাপক যন্ত্র প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
182. ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়?
পারদ
অ্যালকোহল
কেরোসিন
তেল
183. এক-মাত্রীয় প্রবাহ (One-dimensional flow) হচ্ছে-
অবিচল প্রবাহ
সুষম প্রবাহ
যে প্রবাহ আড়াআড়ি দিকের পরিবর্তনকে উপেক্ষা করে
সরল রৈখিক পথে সীমাবদ্ধ প্রবাহ
184. SI এককে তরলের আপেক্ষিক ওজন কত?
9.81 kN/m^3
9.81 x10^3 N/m^3
9.81 x 10^-6 N/mm^3
সবগুলো
185. প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রতি একক আয়তনের ভরকে কী বলে?
আপেক্ষিক ওজন
আপেক্ষিক ভর
ঘনত্ব
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: আপেক্ষিক বৃনত্ব বা ওজন (Specific densité) আদর্শ তাপমাত্রা ও চাপে একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে ।
186. রোটামিটার (Rotameter) ব্যবহৃত হয় কীসে?
তরলের ঘনত্ব মাপার কাজে
তরলের বেগ মাপার কাজে
তরলের প্রবাহের হার (Flow rate) মাপার কাজে
কোনোটিই নয়
187. বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ব্যারোমিটার
ম্যানোমিটার
ক্রোনোমিটার
কোনোটিই নয়
188. বায়ুর চাপ অপেক্ষা কম চাপকে কী বলে?
পরম চাপ
ভ্যাকুয়াম চাপ
গেজ চাপ
পারদ চাপ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: গেজ চাপ (Gauge pressure) : চাপ পরিমাপ করার বস্তুকে প্রেসার গেজ বলে এবং প্রেসার গেজ হতে প্রাপ্ত রিডিং (Reading)-কে গেজ যোসার বলে। গেজ প্রেসার বায়ুমণ্ডলীয় প্রেসার অপেক্ষা বেশি অথবা কম হতে পারে। বেশি হলে ঐ গেজ প্রেসারকে পজিটিভ গেজ প্রেসার এবং কম হলে ঐ গেজ প্রেসারকে নেগেটিভ গেজ প্রেসার বা জ্যাকুরাম প্রেসার (Маrman pressure) বলে।
ভ্যাকুয়াম চাপ (Vacuum pressure) :যে যন্ত্রের সাহায্যে বাহুতাশ অপেক্ষা কম প্রবাহী চাপ পরিমাণ করা হয়, তাকে ভ্যাকুয়াম গেজ বলে। যদি তরলের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হয়, তবে ঐ ধরনের চাপকে শূন্য চাপ বা ভ্যাকুয়াম চাপ বলে।
189. পারদের আপেক্ষিক গুরুত্ব কত?
13.6
1.2
6.5
0.8
190. সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব (S) কত?
1212
1.035
0.917
1.025
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) কোনো তরল পদার্থ পানির তুলনায় যতগুণ ভারী, তাকে ঐ ভরলের আপেক্ষিক গুরুত্ব বলে। একে (S) দ্বারা সূচিত করা হয়।
191. প্রবাহী কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৭ প্রকার
২ প্রকার
192. কোনটির একক নেই?
ঘনত্ব
চাপ
আপেক্ষিক গুরুত্ব
আয়তন
193. নিম্নের কোনটি মেকানিক্যাল গেজ?
বার্ডন টিউব
ম্যানোমিটার
মাইক্রোম্যানোমিটার
সবগুলো
194. যখন কোনো বিন্দুর চাপের তীব্রতা স্থানীয় বায়ুমণ্ডলীয় চাপের বেশি হয় তখন তাকে কী বলে?
গেজ প্রেসার
অ্যাবসলুট প্রেসার
পজিটিভ গেজ প্রেসার
ভ্যাকুয়াম প্রেসার
195. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত?
76 mm of Hg
100 mm of HO
76 cm of Hg
100 cm of H.O
196. পরম চাপ সমান কোনটি?
গেজ চাপ + বায়ুমণ্ডলীয় চাপ
গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ
বায়ুমণ্ডলীয় চাপ - গেজ চাপ
গেজ চাপ - ভ্যাকুয়াম চাপ
197. মেকানিক্যাল গেজ কোনটি?
Dead weight pressure guage
Bardon tube pressure gouge
Diaphram pressure guage
All
198. বাতাসের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
হাইগ্রোমিটার
ব্যারোমিটার
ক্রোনোমিটার
কোনোটিই নয়
199. ম্যানোমিটারে ব্যবহৃত তরল কেমন?
লো-ডেনসিটি
হাই-ডেনসিটি
লো-সারফেস টেনশন
হাই সারফেস টেনশন
200. ম্যানোমিটার থেকে কোন ধরনের চাপ পাওয়া যায়?
বায়ুমণ্ডলীয় চাপ
গেজ চাপ
পরম চাপ
সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: যেখানে হালকা চাপ ও সংবেদনশীল চাপ পরিমান করার প্রয়োজন হয় সেখানে ম্যানোমিটার ব্যবহৃত হয়।