EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

এস্টিমেটিং এন্ড কস্টিং MCQ
261. ৬’-০" লম্বা CI Sheet-এর 1 - bundle এর জন্য - [MOCA-19]
১২টি CI Sheet প্রয়োজন
১০টি CI Sheet প্রয়োজন
৭টি CI Sheet প্রয়োজন
৮টি CI Sheet প্রয়োজন
ব্যাখ্যা: ব্যাখ্যা 1boundle = 72ft =72/6= 12 nos
262. ১: ৫:৩ অনুপাতের ২.৮ ঘনমিটার কংক্রিটে বালুর পরিমাণ- [MOCA-19]
৫৫ ঘনফুট
৪৫ ঘনফুট
৩০ ঘনফুট
৩৫ ঘনফুট
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: Dry Volume= 2.8 x 1.5 = 4.2m^3 Sum of Ratio = 1+5+3=9 Sand=(4.2*314)/9= 49.4 cft = 50 cft
263. পুকুরে মাটি কাটার প্রিজময়েডাল সূত্র হলো-
k/3 (A1+A2+4Am)
k/6 (A1+A2+2Am)
k/5 (A1 + A2+4Am)
k/6 (A1+A2+4Am)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পুকুরের মাটি কাটার প্রিজময়ডাল সূত্র। যেখানে, K= পুকুরের গভীরতা A₁ = পুকুরের উপরিভাগের ক্ষেত্রফল A2= পুকুরের নিচের ভাগের ক্ষেত্রফল Am = (গড় দৈর্ঘ্য x গড় প্রন্থ)
264. ৬০০ মিমি ডায়া ও ৩০ মি. দীর্ঘ একটি কাস্ট-ইন-সিছু পাইল ১৪ ১.৫ ৪৩ অনুপাত ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন- [MOCA-19]
৬৬ ব্যাগ
৬০ ব্যাগ
৫০ ব্যাগ
৭৫ ব্যাগ
ব্যাখ্যা: Note: Tot, V= π/4*(0.6)62*30= 8.478 m63 Dry, V= 8.478*1.5= 12.717 m^3 So, Cement= (12.717*1.30)/5.5=75 bag
265. কোনো বাঁধের উপরিভাগ ৬ মি., উচ্চতা ২ মি. এবং ঢাল১৪২ হলে বাঁধের বিস্তার কত? [DM-19]
১৬ মিটার
১২ মিটার
১০ মিটার
১৪ মিটার
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: B = 6+2sh=6+2x2x2 = 14m
266. গোলাকার পাইপের Surface area বের করতে কোন সূত্র ব্যবহার করতে হয়?
১৫/৭৮ r^2
(২২/৭)r^2
২০/৭r^2
২৫/৭৮r^2
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি π=22/7 surface of the area pipe πr^2 = 22/7 x r^2
267. গভীর নলকূপ স্থাপনে নিচের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
অবর্তন খনন পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
পানিজেট পদ্ধতি
কও গ উভয় পদ্ধতি
268. Whitewashing-এ যে lime ব্যবহার করা হয় তা কোন ধরনের?
Lean lime
Quick lime
Hydraulic lime
Fat lime
269. ১৪২৪৪ অনুপাত ১০০ ঘনফুট কংক্রিটের সিমেন্টের প্রয়োজন- (R&H-01, LGED-19. DM-19, MODMR-04, BBA-19, BSCIC-49)
১০ ব্যাগ
১৫ ব্যাগ
১৮ ব্যাগ
২২ ব্যাগ
ব্যাখ্যা: ব্যাখ্যা: Dry v = 100 ×1.5= 150 ft^3 Sum, of ratio=1+2+4=7 Cement= (150x1x0.8)/7= 18 ব্যাগ
270. ইট বিছানো সড়কে সাধারণত ইট সাজানো পদ্ধতিকে বলা হয়-
Facing Bond
English Bond
Diagonal Bond
Herringbone Bond
ব্যাখ্যা: ব্যাখ্যা: হেরিং মাছের কাঁটার মতো যে বন্ড সাজানো হয়, তাবে হেরিংবোন বন্ড বলে। এতে ইটগুলো আনুভূমিকভাবে না সাজিয়ে ৪৫° কোণে সাজানো হয়।
271. W/C-এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন? [MOCA-19]
২০.০ লিটার
৩০.০ লিটার
২২.৫ লিটার
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা। অনুপাত= পানি (W)/সিমেন্ট বা, ০.৪৫=W/50= ২২.৫ লিটার
272. ১ হেক্টর সমান কত একর?
২.৫
২.৪৭
২.৪
২.৪৫
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 1হেক্টর = 10,000 m² = 2.47 একর।
273. ৫০ মিমি × ৮ মিমি এক কুইন্টাল এমএস ফ্লাটবারের।দৈর্ঘ্য কত? [BBA-19; BSCIC-19)
৩০.৮৫ মি.
৩২.৮৫ মি.
৩১.৮৫ মি.
৩৩.৮৫ মি.
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লাটবারের দৈর্ঘ্য= ওজন/(বারের ক্ষেত্রেফল *স্টিলের ঘনত্ব )=(1x100)/ (0.05 0.008) x 7850 = 31.85 মিটার
274. কোন ধরনের পুকুর মাছ চাষের জন্য সবচেয়ে উপযোগী?
Square
Circular
Hexagonal
Rectangular
275. এক মিমি পুরো ১০০ বর্গমিটার এমএস প্লেইন শিটের ওজন কত? [BSCIC-19, BBA-19]
৬৮৫ কেজি
৭০০ কেজি
৭৮৫ কেজি
৮৮৫ কেজি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: প্লেইন শিটের মোট আয়তন= 1×100/1000=0.1 ঘনমিটার প্রতি ঘনমিটারে শিটের ওজন = 7850 kg শিটের ওজন = 0.1x7850=785 kg.
276. ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
১১২ পাউন্ড
১২৫ পাউন্ড
১১৫ পাউন্ড
১২০ পাউন্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: 1 bag cement = 50 kg = (50x2.204)IB = 110.2 IB = 112 IB (Ans.)
277. ১৪৬ অনুপাতে ১৫' × ৯' × ১০" দেওয়ালটি তৈরি করতে সিমেন্ট লাগবে-[MOCA-19]
০.৫ ব্যাগ
৪.৫০ ব্যাগ
৬.০ ব্যাগ
৪.০ ব্যাগ
ব্যাখ্যা: 10 ব্যাখ্যা: Sample wt = (15x9x10)/2=112.5 sq. ft Dry wt =112.5x0.35 = 39.375 sq. ft Sum of ratio=1+6=7 Sand = (39.375 x1 x0.8)/ 7=4.50 ব্যাগ
278. ১:৬ অনুপাতে ১৫'-০" লম্বা, ৯'-০" চওড়া ও ১০" পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে- [MOCA-19]
৩,০০০.০০ টাকা
১০,৫০০.০০ টাকা
৯,৪১২.০০ টাকা
৯,০০০.০০ টাকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: Volume = (15 x9 x 10)/ 12=112.5 ft^3=3.18m^3. 1 ঘনমিটারে খরচ পড়বে 3000 টাকা ..3.18 ঘনমিটারে খরচ পড়বে (3000×3.18)= 9,564.27 টাকা
279. ১০০ বর্গফুট HBB-এর জন্য ইটের প্রয়োজন- [MOCA-19]
৬০০টি
৪৫০টি
৫০০টি
৫৫০টি
ব্যাখ্যা: ব্যাখ্যা:100×5=500
280. সারাবছর যে পুকুরে পানি থাকে তাকে বলা হয়-
Perennial
Seasonal
Overflooded
Flooded
ব্যাখ্যা: ব্যাখ্যা: সারা বছর যে পুকুরে পানি থাকে, তাকে পিরিনিয়াল পুকুর বলে। এ সকল পুকুর থেকে সারা বছর পানির সেচও দেওয়া যায়।