MCQ
361. সাইনবার কী ধরনের যন্ত্র?
দৈর্ঘ্যে পরিমাপক
কোণ পরিমাপক
ছিদ্র পরিমাপক
উপরের সবগুলো
362. 12.5cm দৈর্ঘ্যের একটি সাইনবার দিয়ে প্রাপ্ত কোণের পরিমাপ 34.25° হলেও h1 এবং h2 উচ্চতার পার্থক্য বাহির কর।
70.9mm
80mm
70.35mm
70.8min
363. ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী ফিট কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫প্রকার
364. কোনো পরিমাপ যন্ত্র দিয়ে সর্বনিম্ন যত সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায়, তাকে কী বলে?
ভার্নিয়ার ধ্রুব
লিস্ট কাউন্ট
সিমিট
অ্যালাউন্স
365. 15° কোনো পরীক্ষার জন্য ব্যবহৃত একটি সাইনবারের রোলের দুটির কেন্দ্রের লম্ব দূরত্ব 1.294in হলে, সাইনবারটির দৈর্ঘ্য কত?
5inch
4inch
2inch
6inch
366. সাইনবারের মূলনীতি সমকোণী ত্রিভুজের-
ভূমি ও লম্ব-এর সাথে সম্পর্কিত
ভূমি ও অতিভুজের সাথে সম্পর্কিত
লম্ব ও অতিভুজের সাথে সম্পর্কিত
কোনোটিই নয়
367. ভার্নিয়ার ক্যালিপার-এর লিস্ট কাউন্ট কত?
0.001”
0.01"
0.001”
0.001mm
368. সাইনবারের সাহায্যে কী পরিমাপ করা হয়?
কোণ
দূরত্ব
ব্যাস
ঢাল
369. 10° কোণ পরীক্ষা করতে 100mm সাইনবার ব্যবহার করা হলে রোলারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
18.37mm
17.9mm
17.5mm
17.36mm
370. বস্তুর বাইরের ব্যাস পরীক্ষার জন্য কোন গেজ ব্যবহার করা হয়?
প্লাগ গেজ
রিং গেজ
ফর্ম গেজ
ডায়াল গেজ
371. একটি টেপারের বড় ব্যাস 5cm, ছোট ব্যাস 2cm এবং দৈর্ঘ্য 10cm হলে টেপারের কোণ কত হবে?
8.53°
9°
8°
10°
372. স্পিরিট লেভেল কোন কাজে ব্যবহৃত হয়?
ফাটল নির্ণয়ের জন্য
কোণ পরিমাপের জন্য
ঢাল পরিমাপের জন্য
থিকনেস পরিমাপের জন্য
373. নিচের কোনটি প্রিসিশন যন্ত্র?
সেন্টার গেজ
সাইনবার
স্টিল রুল
ট্রাই স্কয়ার
374. একটি স্কয়ার থ্রেডের পুরুত্ব 0.5cm হলে এর পিচ-
2.0cm
1.5cm
0.25cm
1.0cm
375. এক ফিট সমান কত মিটার?
0.4m
0.555m
0.3048m
0.450m
376. অসূক্ষ্ম যন্ত্রপাতির দ্বারা সর্বনিম্ন কত মাপ গ্রহণ করা যায়?
1mm এবং 2°
2mm এবং 5°
0.5 এবং 1°
0.25mm এবং1/2°
377. অসূক্ষ্ম যন্ত্রপাতি নয় কোনটি?
স্টিল রুল
পকেট ক্যালিপার্স
ট্রাইস্কয়ার
সাইনবার
378. সূক্ষ্ম যন্ত্রপাতির দ্বারা সর্বনিম্ন কত মাপ গ্রহণ করা যায়?
0.0001mm
0.01mm
0.001mm
0.05mm
379. সাইনবার দ্বারা কত ডিগ্রির উপরে পরিমাপ করা ঠিক নয়?
30 ডিগ্রি
60 ডিগ্রি
20 ডিগ্রি
10 ডিগ্রি
380. যখন কোনো মেশিনে অপারেশন করা হয় তখন ছিদ্রের ভিতরের ব্যাস মাপার জন্য কোন গেজ ব্যবহার করা হয়?
স্লিপ গেজ
টেলিস্কোপিক গেজ
ভায়াল গেজ
রিং গেজ