MCQ
1041. কোনটি সলিড ফুয়েল?
কেরোসিন
পেট্রোল
ওয়াটার গ্যাস
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: জ্বালানি প্রধানত তিন প্রকার, যথা-
১। কঠিন জ্বালানি-কাঠ (Wood), কয়লা (Coal) ইত্যাদি।
২। তরল জ্বালানি-ডিজেল (Diesel), ফার্নেস অয়েল (Furnace oil) ইত্যাদি।
৩। বায়বীয় জ্বালানি-প্রাকৃতিক গ্যাস (Natural gas) কৃত্রিম গ্যাস (Artificial gas)!
1042. বিদ্যুৎ উৎপাদনে ম্যাগনেটো-হাইড্রোডাইনামিক- এ পরিবাহী হিসেবে ব্যবহৃত হয় কী?
কঠিন পদার্থ
তরল পরিবাহী পদার্থ
গ্যাসীয় পদার্থ
তরল অপরিবাহী পদার্থ
1043. গ্যাসীয় জ্বালানিতে দাহ্য পদার্থ কোনটি?
CH 4
CO ₂
N ₂
H ₂O
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: গ্যাসীয় জ্বালানির। প্রধান উপাদানসমূহ (By volume) হলো-
(i) মিথেন (CH₃)-23%
(ii) প্রোপেন (C₃Ha)-3%
(iii) হাইড্রোজেন (H₂)-48%
(iv) কার্বন মনোক্সাইড (CO)-15%
(v) কার্বন ডাই-অক্সাইড (CO₂)-5%
(vi) নাইট্রোজেন (N₂)-4%
(vii) অক্সিজেন (0₂)-2%
কিন্তু গ্যাসীয় জ্বালানিতে শুধুমাত্র দাহ্য পদার্থ বা উপাদান হলো মিথেন (CH4)।
নিচে কয়েকটি দাহ্য গ্যাসের নাম (জানার প্রয়োজনীয়তা অনুসারে) দেওয়া হলো-
(i) অ্যাসিটিলিন (Acetylene)
(ii) বিউটেন (Butane)
(iii) ইথাইলিন (Ethylene)
(iv) মিথেন (Methane)
(v) প্রোপেন (Propane)
(vi) প্রোপাইলিন (Propylene)
1044. নিচের কোন কুলিং সিস্টেম ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয় না?
এয়ার
রেডিয়েটর
টাওয়ার
বাষ্পীয়
1045. নিম্নোক্ত কোন জ্বালানির (Fuel) দহন মান (Calorific value) সর্বোচ্চ?
পিট (Peat) কয়লা
লিগনাইট (Lignite) কয়লা
বিটুমিনাস কয়লা
কাঠ
1046. Environment friendliness বিবেচনায় সর্বোত্তম জ্বালানি কোনটি?
কাঠ
মিথেন
কেরোসিন
হাইড্রোজেন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: হাইড্রোজেন জ্বালানি প্রচলিত জীবাশ্য জ্বালানির পরিবেশবান্ধব বিকল্প হিসাবে ব্যাপকভাবে চিহ্নিত করা হয়েছে। আণবিক হাইড্রোজেনকে জারিত করলে একমাত্র প্রত্যক্ষ উপজাত পানি (H₂O) পাওয়া যায়, যার অর্থ হাইড্রোজেন জ্বালানি পরিবেশ দূষণ রোধ ও মানব সৃষ্ট গ্রিনহাউস গ্যাসকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।
1047. কন্ডেন্সার ব্যবহার করায় বয়লারের জ্বালানি খরচ কত কম হয়?
25% প্রায়
30% প্রায়
35% প্রায়
40% প্রায়
1048. কুলিং সিস্টেমে কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
বাতাস
পানি
অয়েল
সবক'টি
1049. বিদ্যুৎ উৎপাদন জ্বালানি সেলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কী?
প্রাকৃতিক গ্যাস
ন্যাপথা
কোল গ্যাস
সবগুলোই
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বর্তমানে ফুয়েল সেল হতে বিদ্যুৎ উৎপাদন একটি অত্যাধুনিক পর্যায়ের গবেষণা। এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় ফুয়েলকে অক্সাইডেশন করে। সুতরাং, এক্ষেত্রে রাসায়নিক শক্তিকে সরাসবি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস, ন্যাপথা, কেরোসিন, কোলগ্যাস ইত্যাদি এবং বাতাস হতে অক্সিজেন ব্যবহার করে ইলেকট্রোকেমিক্যাল রিয়্যাকশনের (Electrochemical reaction) মাধ্যমে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয়।
1050. স্পার্ক ইগানিশন ইঞ্জিনে সঠিক ফায়ারিং অর্ডারের জন্য প্রয়োজন কোনটি?
ডিস্ট্রিবিউটর (Distributor)
কার্বুরেটর (Carburettor)
ইগনিশন কয়েল (Ignition coil)
উপরের কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: Distributor: Distributor-এর প্রধান কাজ হলো উচ্চ ভোল্টেজকে চালিত করা এবং ইঞ্জিনে সঠিক সময়ে সঠিক ফায়ারিং অর্ডার প্রদান করা।
Carburetor কার্বুরেটর স্পার্ক ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে বায়ু ও জ্বালানির মিশ্রণ প্রস্তুত করে। কার্বুরেটর গাড়ির গতিও নিয়ন্ত্রণ করে। এটি পেট্রোলকে সূক্ষ্ম ফোঁটাতে পরিণত করে। বাতাসের সাথে মিশিয়ে দহনে সহায়তা করে।
Ignition coil: ইগনিশন কয়েল ব্যাটারি হতে প্রান্ত নিম্নমানের ভোল্টেজকে স্পার্ক প্লাগের। বৈদ্যুতিক স্পার্ক তৈরি করতে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করে।
1051. জ্বালানি (Fuel)-এর প্রধান উপাদান কোনটি?
সালফার ও অক্সিজেন
হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
অক্সিজেন ও কার্বন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: জ্বালানির প্রধান উপাদান হলো কার্বন ও হাইড্রোজেন। তবে এতে সামান্য পরিমাণ Nitrogen, Sulfur, Oxygen বিদ্যমান থাকে।
1052. কয়লার বিনাশকারী পাতনের বাই-প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় কোনটি?
কোল গ্যাস
তৈরি গ্যাস
প্রডিউসার গ্যাস
ওয়াটার গ্যাস
1053. সুপারচার্জার ব্যবহার করায় ইঞ্জিনের-
দক্ষতা বৃদ্ধি পায়
চার্জ বৃদ্ধি পায়
নয়েজ কমে যায়
ধোঁয়া বেড়ে যায়
1054. নিচের কোনটি ইঞ্জিন চালুকরণ পদ্ধতি নয়?
সিস্টেমগুলো চেক
গভর্নর চেক
জেনারেটর সংযোগ
সবক'টি
1055. LNG-এর পূর্ণরূপ কী?
Liquefied Natural Gas
Liquid Natural Gas
Liquid National Gas
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: LNG Liquefied Natural Gas. এলএনজি (LNG) আলাদা কোনো জ্বালানি নয়, আদতে এটি প্রাকৃতিক গ্যাসেরই তরল রূপ। প্রাকৃতিক গ্যাস সাধারণ চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। শীতলকরণ (refrigenation) প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের তাপমাত্রা কমিয়ে - ১৬০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে গ্যাস তরলে পরিণত হয়। এই তরল প্রাকৃতিক গ্যাসকেই এলএনজি (LNG) বলা হয়।
1056. ইঞ্জিনের তাপীয় দক্ষতা হলো-
আদর্শকৃত কাজ/সরবরাহকৃত তাপ প্র
ইন্ডিকেটেডকৃত কাজ/সরবরাহকৃত তাপ
কৃত কৃত কাজ/সরবরাহকৃত তাপ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ইঞ্জিদের তাপীয় দক্ষতা (Engine thermal efficiency) : ইঞ্জিনের ফ্লাইছইলে উৎপন্ন প্রকৃত অশ্বক্ষমতা উৎপাদন বা প্রকৃত কৃত কাজ এবং দহনকৃত জ্বালানির ভিতরে নিহিত শক্তি বা সরবরাহকৃত তাপের অনুপাতই হলো ইঞ্জিনের তাপীয় দক্ষতা।
.: ইঞ্জিনের তাপীয় দক্ষতা = প্রকৃত কৃত কাজ/সরবরাহকৃত তাপ
1057. কোন জ্বালানিতে ছাই - এর পরিমাণ সর্বনিম্ন?
বিটুমিনাস কয়লা
প্রাকৃতিক গ্যাস
ডিজেল
পিট কয়লা
1058. কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
ইউরেনিয়াম
বায়ু
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: Non-Renewable enegy:
(i) Natural gas (প্রাকৃতিক গ্যাস)
(ii) Coal (কয়লা)
(iii) Fossil fuel
(iv) Nuclear fuel (ইউরেনিয়াম)
Renewable energy:
(1) Biomass energy
(ii) Geothermal energy
(iii) Hydropower energy
(iv) Wind (বায়ু) energy
(v) Solar energy
1059. কয়লা জ্বালানি হিসাবে ভালো নয়, কারণ-
এটি প্রচুর কার্বন ডাই-অক্সাইড তৈরি করে
এটি প্রচুর পরিমাণে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে
এটির মধ্যে সালফার থাকে
এতে ছাইয়ের পরিমাণ খুব বেশি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: জীবাশ্ম জ্বালানির মধ্যে করলার ব্যবহার সবচেয়ে বেশি। কয়লা একটি জৈব পদার্থ।
জীবাশা জ্বালানি ব্যবহারে পরিবেশ দূষণ খুব বেশি ঘটে। একটি পরিসংখ্যান থেকে দেখা গেছে কয়লা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে তড়িৎ কেন্দ্রে তড়িৎ আহরণে কর্মীদের মৃত্যুর হার পারমাণবিক রিয়াক্টরে কর্মীর মৃত্যুর হারের সমান।
গাড়ি, এরোপ্লেন, জাহাজ ও ট্রেন চালাতে যে জ্বালানি ব্যবছর হয় তা প্রধানত জীবাশ্ম জ্বালানি (খনিজ তেল ও প্রকৃতির গ্যাস)। মোটর গাড়ি ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ১৩ পরিবেশ দূষিত করে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড-এর পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এছাড়া ঐ অঞ্চগের জীববৈচিত্রের ওপরও তা প্রভাব ফেলে।
1060. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
সূর্য
গ্যাস
খনিজ তেল
কয়লা