মেশিন শপ প্রাক্টিস MCQ
181. লেদ-এর সাহায্যে থ্রেড কাটার সময়-- স্ক্র ব্যবহার করা হয়।
লিড
ড্রিল
ফেস
টেপার
182. এন্ড ফ্ল্যাংক টুল বেসের লম্ব রেখার সাথে যে কোণ উৎপন্ন হয়, তাকে-- অ্যাঙ্গেল বলে।
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
সাইড ব্যাক
এন্ড কাটিং এজ
183. লেদ মেশিনের ফেসপ্লেট কীসের সাথে সংযুক্ত থাকে?
হেডস্টোক
লেদ ডগ
ম্যান্ডেল
স্পিডেল
184. ল্যাপিং-এর সময় কত মিমি পর্যন্ত ধাতু অপসারণ করতে পারে?
0.028mm
0.18mm
0.038mm
0.83mm
185. লেদ-এ ঘূর্ণায়মান জবের সারফেস থেকে কাটিং টুল দ্বারা অপ্রয়োজনীয় ধাতু অপসারণ করার প্রক্রিয়াকে --বলে।
বোরিং
ড্রিলিং
টার্নিং
নার্সিং
186. কোনো জবের উপর খাঁজ কাটাকে কী বলে?
নার্লিং
জিগ
রিমিং
কাউন্টার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ব্যাখ্যা: নার্লিং (Kuurling) : লেদ মেশিনের টুল বিটের সাহায্যে কোনো জবের উপর খাঁজ কাটাকে নার্লিং বলে। এটি সাধারণত অমসৃণ আকৃতির হয়।
রিমিং (Reaming) :ড্রিল করা ছিদ্রের মাপকেসুন্দর ও মসৃণ করতে রিমিং করা হয়। রিমার দিয়ে রিমিং করা হয়।
187. টুলের ফেস এবং টুল বেসের সমান্তরাল তলের মধ্যে যে কোণ সৃষ্টি করে, তাকে-- অ্যাঙ্গেল বলে।
ব্যাক র্যাক
সাইড র্যাক
এড রিলিফ
এন্ড কাটিং এজ
188. টুল ফেস টুল শ্যাংকের পার্শ্বতলের লম্ব রেখার সাথে যে কোণ সৃষ্টি হয়, তাকে --অ্যাঙ্গেল বলে।
এন্ড কাটিং এজ
এন্ড রিলিফ
সাইড রিলিফ
ব্যাক র্যাক
189. লেদের কোন চাকটি ছোট ব্যাস ধরার কাজে ব্যবহার করা হয়-
কোলেট চাক
ম্যাগনেটিক চাক
ফোর 'জ' চাক
ইউনিভার্সাল চাক
190. মেটাল কাটিং প্রসেস কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: (i) অর্থেগোনাল কাটিং প্রসেস (Deegoal coming process
(ii) অবলিক কাটিং প্রসেস (Oblique citing process)
191. 32mm ব্যাসের একটি জবকে লেদ-এ টার্নিং করতে কত rpm প্রয়োজন হবে, যদি কাটিং স্পিড 25m/min হয়?
148rpm
800rpm
48rpm
248rpm
192. কাটিং টুলের পার্শ্ব-ফ্ল্যাংকে এবং বেসের লম্ব রেখার মধ্যে যে কোণ সৃষ্টি হয়, তাকে --অ্যাঙ্গেল বলে।
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
সাইড রিলিফ
কোনটিই নয়
193. টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে-- অ্যাঙ্গেল বলে।
সাইও র্যাক
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
এন্ড কাটিং এজ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: কাটিং টুলসের বিভিন্ন অ্যাঙ্গেলের সংজ্ঞা নিম্নে নেয়া হলো-
(i) সাইড র্যাক অ্যাঙ্গেল (Side rack angle) : টুলের ফেস এবং টুল বেসের সমান্তরাল তলের মধ্যে যে কোণ সৃষ্টি হয়, তাকে সাইড র্যাক অ্যাঙ্গেল বলে।
(ii) ব্যাক র্যাক অ্যাঙ্গেল (Rock rack angle): টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে ব্যাক র্যাক অ্যাঙ্গেল বলে।
(iii ) এন্ড রিলিফ অ্যাঙ্গেল (End relief angle) :এন্ড ক্ল্যাংক টুল বেসের লম্ব রেখার সাথে যে কোগউৎপন্ন হয়, তাকে এন্ড রিলিফ অ্যাঙ্গেল বলে।
(iv) এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল (End cutting edge angle): টুল ফেস টুল শ্যাংকের পার্শ্বতলের লম্ব রেখার সাথে যে কোণ সৃষ্টি করে, তাকে এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল বলে।
194. লেদ মেশিনের ইন্ডিপেনডেন্ট চাকে কয়টি 'জ' থাকে?
৩টি
৪টি
৫টি
৯টি
195. কাটিং টুলের মধ্যে ব্যবহারের কারণে যে গর্তের সৃষ্টি হয় তাকে-- বলে।
চিপিং
চ্যাটারিং
ক্র্যাটারিং
কাটার স্পিড
196. সাইড কাটিং এজ এবং কাটিং টুলের রৈখিক অক্ষের মধ্যে যে কোণ উৎপন্ন করে, তাকে -- অ্যাঙ্গেল বলে।
এন্ড কাটিং এন্ড
সাইজ কাটিং এজ
এক বিলিফ
সাইড বিলিফ
197. লেদ মেশিনের ইউনিভার্সাল চাকে কয়টি 'জ' থাকে?
৩টি
৪টি
৫টি
৬টি
198. টুল সিগনেচারের এলিমেন্টের সংখ্যা হচ্ছে-
৪
৬
৫
৭
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: টুল সিগনেচারের এলিমেন্টসমূহ :
১। ব্যাক ব্যাক অ্যাঙ্গেল (Back rair angle)
২। সাইড র্যাক অ্যাঙ্গেল (Side rake ungles)
৩। এন্ড রিলিফ অ্যাঙ্গেল (Dad relief angle)
৪। সাইড রিলিফ অ্যাঙ্গেল (Side relief angle)
৫। এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল (Eud cutting edge angle)
৬। সাইড কাটিং এজ অ্যাঙ্গেল (Sile cuting edge angle)
৭। নুজ রেডিয়াম (Nose radius)
199. টুল সিগনেচার 1102 268 15 1/32 হলে 15 দ্বারা কী বুঝায়?
ব্যাক র্যাক অ্যাঙ্গেল সাইড
এন্ড রিলিফ অ্যাঙ্গেল
সাইড কাটিং এজ অ্যাঙ্গেল
নুজ রেডিয়াস
200. কত পদ্ধতিতে ইনডেক্সিং করা হয়?
৪ পদ্ধতিতে
৬ পদ্ধতিতে
৫ পদ্ধতিতে
৭ পদ্ধতিতে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: পাঁচ (৫) ভাবে ইনডেক্সিং করা যায়, সেগুলো হলো-
(ক) ডাইরেক্ট ইনডেক্সিং (Direct indexing),
(খ) প্লেইন ইনডেক্সিং (Phan indexing)
(গ) কম্পাউন্ড ইনডেক্সিং (Compound Indexing)
(ঘ) ডিফারেনশিয়াল ইনডেক্সিং (Differential indexing)
(৫) অ্যাঙ্গুলার ইনডেক্সিং (Angular indexing)