EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2481. নিম্নের কোন রেফ্রিজারেন্টটি খুবই বিষাক্ত এবং দাহ্য?
অ্যামোনিয়া
সালফার ডাই-অক্সাইড
কার্বন ডাই-অক্সাইড
ফ্রেয়ন-১২
2482. চাপ কমলে-
স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
স্ফুটনাঙ্ক হ্রাস পায়
স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে
স্ফুটনাঙ্ক বৃদ্ধি হ্রাস পেতে পারে
2483. অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট কেমন?
বিষাক্ত
কখনও বিষাক্ত
অবিষাক্ত
কোনোটিই নয়
2484. রেফ্রিজারেটরের রেফ্রিজারেন্টসমূহের নিম্নলিখিত কোন গুণটি থাকা প্রয়োজন?
উচ্চ তাপ
উচ্চ সুপ্ততাপ
নিম্ন সুপ্ততাপ
কোনোটিই নয়
ব্যাখ্যা: সুপ্ত তাপ (Latent heal) তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো বস্তুর এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হতে যে তাপ গ্রহণ বা বর্জন করে, তাকে ওই 'পদার্থের এই অবস্থা পরিবর্তনের সুপ্ত তাপ বা লীন তাপ বলে।
2485. উত্তম রেফ্রিজারেন্টের স্ফুটনাঙ্ক হতে হবে-
কম
মধ্যম
বেশি
কোনোটিই নয়
2487. অ্যারোপ্লেন-এ নিম্নের কোন রেফ্রিজারেন্টটি ব্যবহৃত হয়?
কার্বন ডাই-অক্সাইড
ফ্রেয়ন-১২
ফ্রেয়ন-১১
বাতাস
2488. যে ফ্লুয়িড ইলেকট্রোলাক্স রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়, সেটি কী?
ওয়াটার এবং হাইড্রোজেন
অ্যামোনিয়া এবং হাইড্রোজেন
অ্যামোনিয়া, ওয়াটার এবং হাইড্রোজেন
কোনোটিই নয়
2489. সুপ্ততাপ সবচেয়ে বেশি নিম্নের কোনটির?
ফ্রেয়ন-১২
অ্যামোনিয়া
পানি
কোনোটিই নয়
2490. কোন রেফ্রিজারেন্টের সর্বনিম্ন বয়েলিং পয়েন্ট কোনটি?
R-11
R-12
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
অ্যামোনিয়া
2491. গৃহস্থালি রেফ্রিজারেটর-এর ক্ষমতা সাধারণত কত?
১০ টন
০.১ টন
৮ টন
৫ টন
2492. ফ্রেয়ন (Freon) এখন একটি অনুপযুক্ত রেফ্রিজারেন্ট হিসাবে বিবেচিত হচ্ছে, কারণ-
এর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে
এটি পৃথিবীর চারিদিকের ওজোন স্তরকে ধ্বংস করে
এখন এটির জন্য অন্য উপযুক্ত প্রতিস্থাপক পাওয়া যায়
এটির ব্যবহার বিপজ্জনক
ব্যাখ্যা: আর-২২ (R-22) নামে পরিচিত Freum-কে ২০ জানুয়ারি ২০২০ সাল হতে পৃথিবীর কোথাও তৈরি ১২ হতে দেওয়া হবে না, যা পরিবেশ সংস্থা কর্তৃক Refrigeram air জানানো হয়েছে। এই conditioning system-এর অন্যতম Refrigerant হিসাবে বিবেচিত ছিল, কিন্তু এটি পরিবেশের জন্য হুমকিদায়ক, যা পৃথিবীর চারদিকের ওজোন স্তরকে ধ্বংস করে
2493. ইন্ডাস্ট্রিয়াল এবং ব্যবসায়িক ক্ষেত্রে নিচের কোন ধরনের রেফ্রিজারেন্ট ব্যবহৃত হয়?
অ্যামোনিয়া
সালফার ডাই-অক্সাইড
কার্বন ডাই-অক্সাইড
R-12
2494. রেফ্রিজারেশন সিস্টেম কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেফ্রিজারেশন সিস্টেম প্রধানত দুই প্রকার, যথা- (i) ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম ও (ii) ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। এছাড়া নিম্নের পদ্ধতিগুলো দেখা যায়- ১। থার্মো-ইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম, ২। আইস বেফ্রিজারেশন সিস্টেম, ৩। এক্সপান্ডেবল রেফ্রিজারেশন সিস্টেম ও ৪। স্টিম জেট রেফ্রিজারেশন সিস্টেম।
2495. এয়ার রেফ্রিজারেশন সাইকেল ব্যবহৃত হয় কোথায়?
এয়ারকন্ডিশনিং-এ
গ্যাস লিকুইফিকেশনে
রেফ্রিজারেটর শিল্পে
আবাসিক রেফ্রিজারেটরে
2496. একটি রেফ্রিজারেন্টের সর্বোচ্চ ক্রিটিক্যাল প্রেসার থাকে, সেটি কী?
R-11
R-22
R-12
অ্যামোনিয়া
2498. ইভাপোরেটর কী?
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রার তরল
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রার বাষ্প
নিম্নচাপ ও তাপমাত্রার বাম্প
উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্প
2499. একটি রেফ্রিজারেন্ট-এর কাঙ্ক্ষিত গুণাগুণ কোনটি?
লো-বয়েলিং পয়েন্ট
হাই-ক্রিটিক্যাল তাপমাত্রা
হাই-লেটেন্ট হিট এবং ভেপারাইজেশন
উপরের সবকয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেফ্রিজারেন্টের চারিত্রিক বৈশিষ্ট্যও রেফ্রিজারেন্টের যে-সব গুণাবলি থাকা উচিত তা নিম্নে আলোচনা করা হলো- (i) বয়েলিং তাপমাত্রা কম থাকতে হবে। (ii) যেন সহজে জ্বলে না যায় এ রকম হতে হবে। iii) নন-টক্সিন (Non-toxin) হতে হবে। (iv) এটিকে তৈলের সাথে মিশে যাওয়ার ক্ষমতা থাকতে হবে। (v) এটি যাতে আমাদের পরিবেশ এবং ওজোন স্তরের জন্য ক্ষতিকারক না হয় এ রকম হতে হবে।
2500. পানির স্ফুটনাঙ্ক কত?
১৮০ ডিগ্রি সেলসিয়াস
১০০ ডিগ্রি ফারেনহাইট
৮০ ডিগ্রি সেলসিয়াস
১০০ ডিগ্রি সেলসিয়াস
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানি একটি তরল পদার্থ। প্রকৃতিতে পানি তিন অবস্থা বা দশায় (State) বিরাজ করে যেমন- কঠিন (বরফ), তরাদ (পানি) এবং য্যাসীয় বা বায়বীয় (জলীয় বাষ্প) বরফকে তাপ দিলে বরফ গলে তরল পানিতে পরিণত হয়, তরল পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, বাষ্পকে শীতল করলে আবার তরল পানিতে পরিণত হয়, তরল পানিকে শীতল করলে তা বরফে পরিণত হয়। বরফের গলনাঙ্ক ০° সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক ১০০° সেলসিয়াস।