MCQ
941. স্টিলে কার্বনের শতকরা হার কত?
০.১৫-১.৫%
০.৫-১.২%
০.১০-১.৫%
০.১০-১.২%
942. স্টেইনলেস স্টিল ও মরিচা প্রতিরোধে মূলত ব্যবহৃত অ্যালয়টি হলো-
সিলিকন
ম্যাঙ্গানিজ
কার্বন
ক্রোমিয়াম
943. নিম্নের চারটি পদার্থের মধ্যে সর্বাপেক্ষা নমনীয় (Ductile) কোনটি?
গ্লাস (Glass)
স্টিল (Steel)
গোল্ড (Gold)
কাস্ট আয়রন (Cast iron)
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
মেটালার্জি mcq
ব্যাখ্যা: নিচে Ductile material-সমূহকে সর্বাপেক্ষা হতে সর্বনিম্ন আকারে সাজানো হলো-
1. Gold 2. Silver 3. Platinium 4. Iron 5. Nickel 6. Copper 7. Aluminium 8.Tungsten 9. Zinc 10 Tin 11. Lead
944. নিচের কোনটি নিউট্রাল রিফ্ল্যাক্টরি?
সিলিকা
ফায়ার ক্লে
গ্রাফাইট
চুন
945. গান মেটাল কোন মৌলের সংকর?
হিলিয়াম
জিঙ্ক
সোডিয়াম
কপার
946. কোনটি অ্যাসিড রিফ্ল্যাক্টরি ম্যাটেরিয়ালে উপাদান বেশি থাকে?
ডলোমাইট
জিরকোনিয়া
সিলিকন
ম্যাগনেসাইট
947. নিচের কোনটি অ্যাসিড রিফ্ল্যাক্টরি?
ফায়ার-ক্লে
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
নাইট্রোজেন
948. Gun metal--
৭০% কপার ও ৩০% জিঙ্কের সংকর
৯০% কপার ও ১০% টিনের সংকর
৮৫% হতে ৯২% কপার এবং বাকি টিনের সাথে অল্প পরিমাণে (lead) সিসা ও নিকেল
৮৮% কপার, ১০% টিন এবং ২% জিঙ্ক
949. লো-কার্বন স্টিলে আনুমানিক কার্বনের পরিমাণ-
০.৮৫%
০.১৫%
১০%
৫%
950. হাই-স্পিড স্টিলের প্রধানতম উপাদান কী?
টাংস্টেন
ক্রোমিয়াম
মলিবডেনাম
অ্যানাডিয়াম
951. ম্যাঙ্গানিজ স্টিলে শতকরা কত ভাগ ম্যাঙ্গানিজ থাকে?
2%
4%
9%
12%
952. নিম্নের কোনটি সবচেয়ে নমনীয়?
মাইন্ড স্টিল
নিকেল
কপার
অ্যালুমিনিয়াম
953. ধাতু গলানোর সময় চুল্লির ভিতরে লাইনিং-এর চুল্লি নির্মাণে ব্যবহার করা হয়-
ঢালাইলোহা
রিফ্র্যাকটরি
ইস্পাত
প্যাটার্ন
954. নিচের কোনটি উচ্চমানের লৌহের আকরিক?
লিমোনাইট
ম্যাগনেটাইট
হেমাটাইট
সিডারাইট
955. পিতল (Brass)-এ থাকে-
৭০% কপার ও ৩০% জিঙ্ক
১০% কপার ও ১০% টিন
৭০.৭৫% কপার ও বাকিটুকু টিন
কোনোটিই নয়
956. কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ কত থাকে?
০.১-১.৬%
২-৩%
৫-৮%
০.৮-২.৩%
957. স্টিলে হাইড্রোজেনের উপস্থিতি-
একে ওয়েন্ড করার সামর্থ্য বৃদ্ধি করে
এর ভঙ্গুরতা বৃদ্ধি করে
শক্তিশালী করে
এমব্রিটলমেন্ট বৃদ্ধি করে
958. গান মেটালের প্রধানতম উপাদান কী?
তামা
দস্তা
সিসা
নিকেল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
মেটালার্জি mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: গান মেটালের প্রধানতম উপাদানসমূহ-
তামা, Cu-88%
দস্তা, Zn-2%
টিন, Sn-10% থাকে।
959. নিচের কোনটি চুন-এর সংকেত?
MgO
CaCO3
Fe2O3
CaO
960. বল বিয়ারিং-এ ব্যবহৃত বল তৈরি করা হয়-
কাস্ট আয়রন দিয়ে
মাইন্ড স্টিল দিয়ে
স্টেইনলেস স্টিল দিয়ে
কার্বন-ক্রোম স্টিল দিয়ে