EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1141. Nitriding process is used to increase surface hardness for which of the following materials?
Alloy steels
Low carbon steels
Medium carbon steels
High carbon steels
1147. ফিডওয়াটারের মধ্যে দূষিত বস্তু থাকলে বয়লারের নিচের কী অসুবিধা হয়?
স্তর জমা
ক্ষয়
ভঙ্গুরতা
সবক'টি
1149. হিট এক্সচেঞ্জারের অপর নাম কী?
স্টিম জেনারেটর
কন্ডেন্সার
রিয়্যাক্টর
মডারেটর
1153. Which of the following factors is not considered in a ram type injection molding?
Inner pressure of material
Outer pressure of material
Volume of material
Temperature of material
1154. কোনটি ফায়ার টিউব বয়লার?
ল্যামন্ট বয়লার
বেনসন বয়লার
কোচরান বয়লার
সবগুলো
ব্যাখ্যা: ওয়াটার টিউব বয়লার। যেমন- ল্যামন্ট বয়লার, স্টারলিং বয়লার, বেনসন বয়লার, লোফলার বয়লার, ব্যাব-কক অ্যান্ড উইলককক্স বয়লার। ফায়ার টিউব বয়লার : যেমন- কোচরান বয়লার, স্কচ মেরিন বয়লার, ল্যাংকাশায়ার বয়লার, কার্নিশ বয়লার, লোকোমোটিভ বয়লার।
1155. নিচের কোনটি কুশন অ্যাডিটিভস-এর উপাদান?
কাঠের গুঁড়া
সিলিকা
সী-করলা
গ্রাফাইট
1156. ঢালাইলোহার ক্ষেত্রে বালির পারমিয়্যাবিলিটি কত হওয়া উচিত?
20-30.cc/min
40-50 cc/min
30-40 cc/min
50-60 cc/min
1158. ফায়ার টিউব বয়লারে-
পানি উত্তপ্ত টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়
আগুন টিউবের মধ্যে থাকে
পানি ও আগুন উভয়ই টিউবের মধ্যে থাকে
উপরের কোনোটিই সঠিক নয়
ব্যাখ্যা: Water tube boiler: এ বয়লারে পানি টিউবের মধ্যে থাকে এবং উত্তপ্ত ফ্লু গ্যাস বা আগুন টিউবের চারপাশে প্রবাহিত হয়।
1160. নিচের কোন বয়লারটি ফায়ার টিউব?
ল্যাংকাশায়ার বয়লার
ব্যাবকক (Babcock) অ্যান্ড উইলকক্স বয়লার
স্টারলিং বয়লার
ভেলোকস বয়লার
ব্যাখ্যা: ওয়াটার টিউব বয়লার: যেমন- ল্যামন্ট বয়লার, স্টারলিং বয়লার, বেনসন বয়লার, লোফলার বয়লার, ব্যাব-কক অডি উইলক বয়লার। ফায়ার টিউব বয়লারঃ যেমন- কেPরান বয়লার, ¯‹P মেরিন বয়লার, ল্যাংকাশায়ার বয়লার, কার্নিশ বয়লার, লোকোমোটিত বয়লার।