MCQ
1781. সমুদ্র লেভেলে অ্যাটমোস্ফেরিক প্রেসার কত?
101 kN/m²
10.3m of water
760 mm of mercury
সবকয়টি
1782. হাইড্রোলিক র্যাম কী কাজে ব্যবহৃত হয়?
পানির হেড বৃদ্ধি করতে
হাইড্রোলিক অয়েলের চাপ বৃদ্ধি করতে
তরল পদার্থের প্রবাহের গতি কমাতে
তরল পদার্থের প্রবাহের গতি বৃদ্ধি করতে
1783. পানির পৃষ্ঠতলের 5 মিটার নিচে চাপের পরিমাণ-
49kPa
59kPa
39kPa
6kPa
1784. একটি খাড়া দেয়ালের এক ধরনের তরলের চাপে একটি পার্শ্ব সংযুক্ত আছে। যদি আপেক্ষিক চাপ w এবং তরলের উচ্চতা H হয় তবে প্রতি একক দৈর্ঘ্যের মোট চাপ-
WH
wH^2/2
wH/2
wH^3/3
1785. FPS পদ্ধতিতে চাপের একক কোনটি?
PSI
N/mm^2
kg/m²
সব কয়টি
1786. একটি Compact unit-এর মাধ্যমে উচ্চ চাপে বাতাস সরবরাহের ক্ষেত্রে নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা উচিত?
একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসর,
একটি সেন্ট্রিফিউগ্যাল কম্প্রেসর
একটি এক্সিয়াল ফ্রেণ ফ্যান
একটি ব্লোয়ার
1787. SI এককে ডাইনামিক ডিমকোসিটির একক-
N-m/s^2
N-s/m^2
স্টোক (Stock)
পয়েস (poise)
1788. একটি আদর্শ ফ্লুইড হচ্ছে- সান্দ্রতা
যা নিউটনের সান্দ্রতার সূত্র মেনে চলে
জলবাহিত প্রবাহ এর জন্য একটি প্রয়োজনীয় ধরন
ঘর্ষণহীন এবং অসংকোচনশীল
উপরের কোনোটিই সঠিক নয়।
1789. স্থির তরলের ক্ষেত্রে শিয়ার পীড়ন হলো-
সর্বোচ্চ
অপ্রত্যাশিত
শূন্য
কোনোটিই নয়
1790. গ্যাসের ভিসকোসিটি—
তাপমাত্রা কমালে বেড়ে যায়
তাপমাত্রা বাড়লে বাড়ে
পমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না
তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌঁছানোর পর স্থির হয়ে যায়।
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: তরলের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা বা ডিসকোসিটি হ্রাস পায় এবং গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে ডিসকোসিটি বাড়ে।
1791. চাপ কমালে--
স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
স্ফুটনাঙ্ক হ্রাস পায়
স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে
স্ফুটনাঙ্ক বৃদ্ধি বা হ্রাস পেতে পারে
1792. পানির ঘনত্ব FPS এককে কোনটি?
in/Ib^3
Ib/ft^3
ft/Ib^3
Gm/cm^3
1793. The atmospharic pressure at sea level is--
1000 kN/m²
103 kg/cm²
103 kPa
981 cm/s
1794. ডেড ওয়েট টেস্টার ব্যবহৃত হয় কোথায়?
ওজন পরিমাপে
চাপ পরিমাপে
চাপ পরিমাপক (Gauge) calibration
উপরের কোনোটিই সঠিক নয়।
1795. একটি নির্দিষ্ট তরলের 2.5m^2 ভর হলো 2 টন। এর মাস ডেনসিটি (Mass density) হলো-
200 kg/m²
400 kg/m²
600 kg/m²
800 kg/m^3
1796. ডিসকোসিটি-বিহীন তরল হলো--
আইডিয়াল ফ্লুয়িড
নন-নিউটনিয়ান ফ্লুয়িড
রিয়াল তরল
নিউটনিয়ান ফ্লুয়িড
1797. এক মিটার গভীরতায় পানির পরম চাপের সর্বাপেক্ষা নিকটবর্তী মান-
111MPa
111KPa
111Pa
111GPa
1798. সান্দ্রতার একক কী?
পয়েস
N/m²
cm/ser
CC
1799. একটি ফ্লুইডকে আইডিয়াল বলা হবে যদি তা-
incompressible
Viscous and incompressible
Inviscous and compresuble
Inviscous and incompressible
1800. কোনো বস্তুর ভর বাতাসে ৫ কেজি ও পানিতে নিমজ্জিত অবস্থায় ৪ কেজি হলে, বস্তুটির আপেক্ষিক গুরুত্ব-
২.৫
১.২৫
৫
৩. ৭ ৫