MCQ
21. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
থেরেসা মে
জেমস ক্যামেরুন
ডেভিড ক্যামেরুন
ঋষি সুনাক (ভারতীয় বংশোদ্ভূত)
22. ব্রিটেনের দলের সদস্য---
লেবার পার্টি
কনজারভেটিভ পার্টি
লিবারেল পার্টি
ডেমোক্রাটিক পার্টি
23. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরষ্কার পান?
মার্গারেট থ্যাচার
উইনস্টন চার্চিল
জেসম কালাহার
এডওয়ার্ড
24. 'Iron Curtain' শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন?
চার্চিল
রুজভেল্ট
জর্জ ওয়াশিংটন
ট্রম্যান
25. উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন?
চিকিৎসা
শান্তি
সাহিত্য
অর্থনীতি
26. লন্ডনের ১১ নং ডাউনিং স্ট্রীটে ব্রিটেনের কে বাস করেন?
চ্যান্সেলর অব দ্য এক্সচেকার
প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় নেতা
পররাষ্ট্রমন্ত্রী
27. উইনস্টন চার্চিল কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
১৯৪৩
১৯৪৮
১৯৪৫
১৯৫৩
28. ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো কত বছর ক্ষমতায় ছিলেন?
২৪
২৭
৩০
৩২
29. প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ইন্দিরা গান্ধী
কোরাজন একুইনো
শ্রীমাভো বন্দরনায়েক
মেঘবতী সুকর্নপুত্রী
30. মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন?
বেনজির ভুট্টো
ইসাবেলা পেরন
ইন্দিরা গান্ধী
মেঘবতী সুকর্ণপুত্রী
31. নিচের কোনটি উইনস্টন চার্চিলের সাহিত্যকর্ম নয়?
Life in Marlborough
Far from the Madding Crowd
History of the Second World War
History of the English-Speaking People
32. ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয়---
ট্রেজারি সেক্রেটারি
ফিন্যান্স মিনিস্টার
ট্রেজারার
চ্যান্সেলর অব দ্য এক্সচেকার
33. 'লৌহ পর্দা' শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন?
চার্চিল
রুজভেল্ট
জর্জ ওয়াশিংটন
ট্রম্যান
34. একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন কে?
মার্গারেট থ্যাচার
উইনস্টন চার্চিল
জেসম কালাহার
এডওয়ার্ড
35. ফিলিপাইনের কোন প্রেসিডেন্ট এশিয়া মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন?
ইন্দিরা গান্ধী
কোরাজন একুইনো
শ্রীমাভো বন্দরনায়েক
মেঘবতী সুকর্নপুত্রী
36. ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়?
লেবার পার্টি
কনজারভেটিভ পার্টি
লিবারেল পার্টি
ডেমোক্রাটিক পার্টি
37. প্রেসিডেন্ট সুকর্ন অন্য যে নামে পরিচিত ছিলেন—
মাহাথির
বাংকর্ন
সুহার্তো
সাদ্দাম হোসেন
38. ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
ব্রিটেন
পর্তুগাল
নেদারল্যান্ড
ফ্রান্স
39. স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল -
ব্রিটেন
পর্তুগাল
নেদারল্যান্ড
ফ্রান্স
40. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়--
ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
হোয়াইট হল
মার্বেল চার্চ
বুশ হাইজ