MCQ
2041. হেলিক্যাল কয়েল স্প্রিং কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
2042. এডেন্ডাম বৃত্ত হতে ক্লিয়ারেন্স বৃত্ত পর্যন্ত ব্যাসার্ধ বরাবর দূরত্বকে কী বলে?
পূর্ণ গভীরতা
ক্লিয়ারেন্স
কার্য গভীরতা
মডিউল
2043. পিচ বৃত্ত থেকে দাঁতের উপরিতল পর্যন্ত ব্যাসার্ধ বরাবর দূরত্বকে কী বলে?
এন্ডেডাম
ডিডেন্ডাম
মডিউল
ক্লিয়ারেন্স
2044. পিচবৃত্ত থেকে রুট বৃত্ত পর্যন্ত ব্যাসার্ধ বরাবর দূরত্বকে কী বলে?
এডেন্ডাম
মডিউল
ডিডেন্ডাম
ক্লিয়ারেন্স
2045. ম্যানোমিটার কত প্রকার?
৩ প্রকার
৫প্রকার
২ প্রকার
৪ প্রকার
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ম্যানোমিটার মূলত পাঁচ (৫) প্রকার, যথা-
(i) সরল টিউব ম্যানোমিটার
(ii) ডিফারেনশিয়াল ইউটিউব ম্যানোমিটার
(iii) ইনভারটেড ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার
(iv) খাড়া সিঙ্গেল টিউব ম্যানোমিটার
(v) হেলানো সিঙ্গেল টিউব ম্যানোমিটার
2046. কোনটির একক নেই?
ঘনত্ব
চাপ
আপেক্ষিক গুরুত্ব
আয়তন
2047. কোনো স্প্রিং 140 kg বলের জন্য 7cm সংকুচিত হলে উক্ত হিং-এ স্প্রিং রেট কত?
1kg/cm
30 kg/cm
20 kg/cm
40 kg/cm
2048. হেলিক্যাল কয়েল স্প্রিং-এর কয়েলের গড় ব্যাস ও তারের ব্যাসের অনুপাতকে কী বলা হয়?
স্প্রিং রেট
স্প্রিং ইনডেক্স
স্প্রিং ডিফ্লেকশন
স্প্রিং লেখ
2049. প্রমাণ তাপমাত্রায় যে-কোনো তরলের আপেক্ষিক ওজন ও বিশুদ্ধ তরলের আপেক্ষিক ওজনের অনুপাতকে কী বলে?
তরলের ঘনত্ব
তরলের আপেক্ষিক গুরুত্ব
তরলের সংকোচনশীলতা
তরলের পৃষ্ঠটান
2050. সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব (S) কত?
1212
1.035
0.917
1.025
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) কোনো তরল পদার্থ পানির তুলনায় যতগুণ ভারী, তাকে ঐ ভরলের আপেক্ষিক গুরুত্ব বলে। একে (S) দ্বারা সূচিত করা হয়।
2051. রোগ ড্রাইভ কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৭ প্রকার
2052. ডিফারেনশিয়াল ম্যানোমিটার পরিমাপের জন্য ব্যবহার করা হয়-
প্রবাহের একটি বিন্দুতে বেগ
প্রবাহের একটি বিন্দুতে চাপ
প্রবাহের দুটি বিন্দুতে চাপের পার্থক্য
প্রবাহের দুটি বিন্দুতে বেগের পার্থক্য
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: যে সকল টিউব গেজ দিয়ে তরল কল্পের সাম্যতার (ওই পদার্থের অথবা ভিন্ন তরলের) নীতি অনুসরণ করে চাপ পরিমাপ করা হয়, তাদেরকে ম্যানোমিটার বলে। যে ম্যানোমিটারের সাহায্যে কোনো পাইপ বা মাক্টের দুই বিন্দুর চাপের পার্থক্য বা চাপ ঘাটতি পরিমাপ করা হয়, তাকে ডিফারেনশিয়াল ম্যানোমিটার বলে।
2053. রোগকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
2054. স্প্রিং-এর প্রতি সেন্টিমিটার বিচ্যুতির জন্য প্রযুক্ত বলকে কী বলে?
স্প্রিং রেট
স্প্রিং ডিফ্লেকশন
স্প্রিং ইনডেক্স
স্প্রিং লেখ
2055. স্টেপ অনুযায়ী গিয়ার কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫প্রকার
৭ প্রকার
2056. একটি স্প্রিং-এর স্প্রিং ইনডেক্স এ হলে ওয়াল ফ্যাক্টরের মান কত হবে?
1.20
1.30
1.40
1.50
2057. পারদের আপেক্ষিক গুরুত্ব কত?
13.6
1.2
6.5
0.8
2058. পিচ ব্যাসের সাথে গিয়ারের দাঁতের সংখ্যার অনুপাতকে কী বলে?
এডেন্ডাম
ডিডেন্ডাম
মডিউল
ক্লিয়ারেন্স
2059. -- হচ্ছে এমন একটি স্থিতিস্থাপক যান্ত্রিক অংশ, যা শক্তি সঞ্চয় করে রাখে এবং স্থিতিস্থাপক বিচ্যুতির মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে বল প্রয়োগ করে।
গিয়ার
স্প্রিং
থ্রেড
কোনোটিই নয়
2060. ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়?
পারদ
অ্যালকোহল
কেরোসিন
তেল