MCQ
21081. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য 'ষ' হয় না?
সাৎ
সা
ষ্ণে
ষ্ণিক
21082. শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি?
আশির্বাদ
ভবিষ্যৎ
পিপিলীকা
দীর্ঘজীবি
21083. রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?
প্রতিশব্দ
বাগধারা
ক্রিয়া বিশেষণ
উক্তি
21084. ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি?
৬টি
৪টি
৩টি
২টি
Job Preparation
Civil MCQ
Bangla
Himalay Sen Sir
Civil Engineering classroom
ব্যাকরণ ও বাংলা ব্যাকরণের আলোচ্যে বিষয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় ৬টি। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার প্রকরণ; বাগর্থ বিজ্ঞান বা অর্থতত্ত্ব ও অভিধানতত্ত্ব। তবে পৃথিবীর সকল ভাষার ব্যাকরণে চারটি বিষয় আলোচিত হয়। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব ও বাক্যতত্ত্ব বা পদক্রম।
21085. 'উপসর্গ' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
পদক্রম
21086. স্বভাবতই মূর্ধন্য 'ষ' হয় এমন উদাহরণ কোনটি?
কৃষক
বর্ষা
ঔষধ
কাষ্ট
21087. কোন শব্দটির বানান সঠিক?
দোষণীয়
দূষণীয়
দূষনিয়
দোষনীয়
21088. কোনটি শুদ্ধ বানান?
কৃষিজিবি
কৃষিজীবি
কৃষীজিবি
কৃষিজীবী
21089. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে?
কৃষ্ণ
কল্যাণীয়েষু
ভাষ্য
অভিষেক
21090. সঠিক বানান কোনটি?
সুষম
সুসম
সুশম
সূসম
21091. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়
21092. নিচের কোন বানানটি শুদ্ধ?
চক্ষুস্মান
চক্ষুষ্মান
চক্ষুশ্মান
চক্ষুষ্মাণ
21093. কোনটি শুদ্ধ বানান?
আনুষঙ্গিক
আনুসঙ্গিক
অনুষঙ্গিক
আনুষঙ্গিক
21094. নিচের কোন বানানটি শুদ্ধ?
আশাঢ়
আষাড়
আসাঢ়
আষাঢ়
21095. শুদ্ধ বানানটি হচ্ছে-
নিসুতী
নিসুতি
নিষুতী
নিষুতি
21096. কোন শব্দটি বিসর্গযুক্ত ই-ধ্বনি সন্ধির ফলে মূর্ধন্য-ষ হয়েছে?
পুষ্কক
পরিষ্কার
পুষ্ট
বর্ষীয়সী
21097. কোন বানানটি শুদ্ধ?
কনিষ্ঠ
কণিষ্ঠ
কনিষ্ঠতম
কণিষ্ঠতম
21098. কোনটি শুদ্ধ বানান?
দূষণ
দুষণ
দুশন
দূশন
21099. কোন বানানটি শুদ্ধ?
পাষাণ
পাষান
পাসান
পাশান
21100. 'পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'!- বাক্যটি নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
প্রথমটি অশুদ্ধ,
দ্বিতীয়টি শুদ্ধ প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ