MCQ
22421. বিম ডিজাইনকালে প্রাথমিকভাবে এর Depth অনুমান করা হয় এভাবে-
১২ ইঞ্চি
বিমের দৈর্ঘ্য যত ফুট তত ইঞ্চি
প্রস্থের দ্বিগুণ
ঘরের ক্ষেত্রফলের বর্গমূল (ইঞ্চিতে)
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: বিমের গভীরতা (D) বিমের মুক্ত স্প্যানের ১/ ১২ থেকে ১/ ১0 অংশ ধরা হয়। অর্থাৎ, প্রতি ফুটে ১ ইঞ্চি হারে ধরা হয়।
22422. কোনো Reinforced concrete section-এ কংক্রিটের আগেই যদি লোহা সর্বোচ্চ Stress-এ পৌঁছে যায় তবে ঐ Section-কে বলা হয়-
under-reinforced section
over-reinforced section
balanced section
crítical section
22423. ব্যবহারের পূর্বে Pre-stressed concrete girder-4 Pre-stressing tendon দিয়ে-
Tension Zone-এ Compression প্রয়োগ করা হয়
Compression Zone-এ Compression প্রয়োগ করা হয়
Tension Zone-এ Tension প্রয়োগ করা হয়
Compression Zone-এ Tension প্রয়োগ করা হয়
22424. আমাদের দেশে সাধারণত কত পুরুত্বের কম স্ল্যাবে ঢালাই করা হয় না?
7.5cm
9cm
10cm
12cm
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী ছাদ স্ল্যাবের পুরুত্ব 7.5cm এবং মেঝে স্ল্যাব = 9cm-এর কম হওয়া উচিত নয়। কিন্তু আমাদের দেশে 10cm-এর কম পুরুত্বের স্ল্যাব ঢালাই করা হয় না।
22425. T-বিমের টান পীড়ন প্রতিরোধ করে-
ওয়েব
কলাম ক্যাপাসিটাল
ফ্লেজ
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্ল্যাবের নিচের যে আয়তাকার অংশ, তাকে ওয়েব বলা হয়। Web টান পীড়ন প্রতিরোধ করে।
22426. আংশিক অবিচ্ছিন্ন বিমে বিচ্ছিন্ন প্রান্তে শিয়ার ৮-এর মান-
0.4 w
0.6 w
0.5 w
0.7 w
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা। সমভাবে বিস্তৃত লোভের জন্য শিয়ার- (১) সাধারণভাবে স্থাপিত লোডের জন্য V WL (II) ধারাবাহিক বিম-এর বিচ্ছিন্ন প্রান্তে V = 0.4WL (iii) ধারাবাহিক বিম-এর অবিচ্ছিন্ন প্রান্তে V = 0.6WL (iv) ক্যান্টিলিভার লোডের জন্য V = WL
22427. একটি Simply supported rectangular beam- Vertical stirrup-এর Spacing-
সবচেয়ে বেশি Support-এর নিকটে
সবচেয়ে কম Support-এর নিকটে
সবচেয়ে কম দুই Support-এর মধ্যবর্তী স্থানে
সর্বত্র সমান
22428. আরসিসি-এর একক ওজন-
2200 kg/m³
2300 kg/m³
2400 kg/m³
2500 kg/m³
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: আরসিসি একক ওজন-2400 kg/m³
(i) Plain কংক্রিট একক ওজন-2240-2300 kg/m³
(ii) Lime কংক্রিট একক ওজন- 1920 kg/m³
(iii) সিমেন্ট-এর ওজন 1440 kg/m³
22429. একটা Reinforced concrete column-4 Longitudinal bars নিম্নোক্ত মাপের কম হওয়া উচিত নয়-
8 mm
12 mm
16 mm
25 mm
22430. বাসগৃহের জন্য ন্যূনতম সচল ভার-
100 kg/m²
200 kg/m²
300 kg/m²
400 kg/m²
Job Preparation
হাইড্রোলিক্স
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: বাসগৃহের জন্য লোড = 200 kg/m²
সভাকক্ষের জন্য লোড = 500 kg/m²
সিঁড়ির জন্য লোড = 500 kg/m²
22431. বাসভবন এবং Public Building-এর Live load-এর পরিমাণ ধরা হয় যথাক্রমে-
৪০/৭৫ পাউন্ড/বর্গফুট
৫০/১০০ পাউন্ড/বর্গফুট
৪০/১০০ পাউন্ড/বর্গফুট
৬০/১২০ পাউন্ড/বর্গফুট
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: বাসভবন এবং Public Building-এর Live load এর পরিমাণ ৪০/১০০ পাউন্ড/বর্গফুট বা 450-500kg/cm² ধরা হয়। তবে বাসভবন ডিজাইন করার সময় লাইভ লোড 500kg/cm² ধরে ডিজাইন করা হয়।
22432. কলামের চারদিকে অধিক পুরু' Flat slab-এর অংশকে বলে-
column head
panel
column capital
drop
22433. 'd' পুরুত্ববিশিষ্ট একটি Slab-এর Main reinforcement-এর সর্বোচ্চ Spacing-
1d
2d
3d
4d
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: স্ল্যাব-এর পুরুত্বt=1/8 ধরা হয়। Main reinforcement-এর Maximum spacing 3d অথবা 300mm ধরা হয়।
22434. সেমি কন্টিনিউয়াস প্ল্যানের পুরুত্ব-
L/25
L/30
L/35
L/12
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: (i) সাধারণভাবে স্থাপিত স্ল্যাব, t= L/25
(ii) আংশিক বিচ্ছিন্ন স্ল্যাব, t= L/30
(iii) সম্পূর্ণ বিচ্ছিন্ন স্ল্যাব,t=L/35
(iv) ক্যান্টিলিভার স্ল্যাব,t =L/12
22435. ছাদে ব্যবহৃত ডিস্ট্রিবিউশন বারের সর্বাধিক স্পেসিং কোনটির বেশি নয়?
ছাদের পুরুত্বের 5 গুণ
45
ক এবং খ
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী একমুখী স্ল্যাবে ব্যবহৃত তাপীয় বা ডিস্ট্রিবিউশন রডের স্পেসিং স্ল্যাবের পুরুত্ব এর 5 গুণ বা 45cm-এর বেশি হবে না।
22436. T-বিমের অংশ কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
22437. রিবেড স্ল্যাবে টপ স্ল্যাবের পুরুত্ব ন্যূনতম পক্ষে রিবের মধ্যবর্তী যুক্ত দূরত্বের কত অংশ?
1/10
1/15
1/12
1/20
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: টপ স্ল্যাবের পুরুত্ব ন্যূনতম পক্ষে Scm। অর্থবা রিবের মধ্যবর্তী মুক্ত দূরত্বের 1/10 থেকে 1/12
অংশ। এ দুটি মানের মধ্যে বড় মানটি গ্রহণযোগ্য। রিবের প্রন্থ 6.5 থেকে 12.5 সেমি হয়। রিবের ব্যাবধান 1.5 মি-এর বেশি হওয়া উচিত নয়।
22438. আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার V-এর মান-
0.4 W
0.8 W
0.6 W
W
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: সমভাবে বিস্তৃত লোডর জন্য শিয়ার-
i) সাধারণভাবে স্থাপিত লোডের জন্য,V=WL/2
(ii) ধারাবাহিক বিম-এর বিচ্ছিন্ন প্রান্তে, V = 0.4WL
(iii) ধারাবাহিক বিম-এর অবিচ্ছিন্ন প্রান্তে, V = 0.6WL
(iv) ক্যান্টিলিভার লোডের জন্য, V = WL
22439. একমুখী স্ল্যাবের লম্বালম্বি দিকে কল্পিত স্ট্রিপের বিভিন্ন অংশের মোমেন্ট-
সমান
অসমান
শূন্য
দ্বিগুণ
22440. T-বিমের স্ল্যাবের অংশক্ষে বলা হয়-
ওয়েব
ফ্রেজ
স্ল্যাব
কোনোটিই নয়
Job Preparation
হাইড্রোলিক্স
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যাঃ T-বিমের স্ল্যাবের অংশকে বলা হয় ফ্রেজ।