EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
23221. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
দূরত্ব
সময়
ভর
ওজন
ব্যাখ্যা: শূন্যস্থানে এক বছরে আলোর অতিক্রান্ত দূরত্বকে এক আলোকবর্ষ বলে। আলোকবর্ষ হলো দৈর্ঘ্য পরিমাপের একটি একক, যা দিয়ে সাধারণত জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়।
23222. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
১০০ জুল
৬০ জুল
৬০০০ জুল
৩৬০০০০ জুল
ব্যাখ্যা: এখানে, ক্ষমতা, P = ১০০ ওয়াট সময়,। = ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড আমরা জানি, ব্যয়িত শক্তি, W = P×t সুতরাং শক্তি = ১০০ × ৩৬০০ = ৩৬০০০০ জুল।
23223. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
জানুয়ারি
ফেব্রুয়ারি
ডিসেম্বর
মে
ব্যাখ্যা: দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি এবং উত্তর গোলার্ধে শীতলতম মাস। জানুয়ারি। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি।
23224. বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
অমৃত-গরল
তস্কর-সাধু
কৃশ-স্কুল
অর্বাচীন-আধুনিক
ব্যাখ্যা:
23225. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
কার্বন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও নাইট্রোজেন
ব্যাখ্যা: যদি কোনো মৌল ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে তখন তার ধর্মকে বহুরূপতা বলে। কার্বন একটি বহুরূপী মৌল। গ্রাফাইট, হীরা এবং গ্রাফিন কার্বনের রূপভেদ।
23226. 'অনুরাগ' শব্দের বিপরীত-
বিতরাগ
বিরাগ
রাগহীন
অনুরাগহীন
ব্যাখ্যা:
23227. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
আয়রন
কার্বন
টাংস্টেন
লেড
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ভিতরে খুব সরু তারের একটি কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীকে ফিলামেন্ট বলে। ফিলামেন্টটি টাংস্টেনের তার দিয়ে তৈরি। এর গলনাঙ্ক অত্যন্ত বেশি (প্রায় ৩৪১০° সে)।
23228. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
COD > BOD
COD < BOD
COD = BOD
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: COD-এর পূর্ণরূপ Chemical Oxygen Demand এবং BOD-এর পূর্ণরূপ Biological Oxygen Demand। BOD ও COD উভয়ই পানির দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোনো পানির COD-এর মান BOD অপেক্ষা বেশি হয়।
23229. নিচের কোনটি সত্য নয়?
ইরাবতী মিয়ানমারের একটি নদী
গোবি মরুভূমি ভারতে অবস্থিত
থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
ব্যাখ্যা: চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে অবস্থিত গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এটির আয়তন ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কিমি।
23230. 'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
মধুপুর গড়ে
বঙ্গোপসাগরে
হাওর অঞ্চলে
টারশিয়ারি পাহাড়ে
ব্যাখ্যা: বঙ্গোপসাগরের তলদেশের খাদ সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ারভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপণ, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে। গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিমি দক্ষিণে নিয়ে আসে। এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাদের সৃষ্টি করে শিরা-উপশিরার মতো বেষ্টনী তৈরি করেছে, যা বেঙ্গল ফ্যান বা গাঙ্গেয় ফ্যান নামে পরিচিত।
23231. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
আইসোপ্লিথ
আইসোহাইট
আইসোহ্যালাইন
আইসোথার্ম
ব্যাখ্যা: ভূ-পৃষ্ঠের যেসব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একই রকম, সেসব জায়গাকে রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে যে কাল্পনিক রেখা দেখানো হয় তাকে সমবর্ষণ বা আইসোহাইট (Isohyets) রেখা বলে। সাধারণভাবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের মওসিনরামে।
23232. মার্বেল কোন ধরনের শিলা?
রূপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা
মিশ্র শিলা
ব্যাখ্যা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড তাপ, চাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে, তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্কেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে প্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস, কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
23233. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি অ্যাসিড দিয়ে
নিউক্লিক অ্যাসিড দিয়ে
অ্যামিনো অ্যাসিড দিয়ে
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: এক বা একাধিক পলিপেপটাইড সম্বলিত বৃহদাকার সক্রিয় জৈব রাসায়নিক পদার্থকে প্রোটিন বা আমিষ বলে। প্রোটিনের মূল উপাদান হলো অ্যামাইনো এসিড।
23234. 'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত?
মেঘনা মোহনায়
সুন্দরবনের দক্ষিণে
পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
টেকনাফের দক্ষিণে
ব্যাখ্যা: প্রায় ১০ বর্গ কিমি আয়তন বিশিষ্ট বঙ্গবন্ধু দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত। এই দ্বীপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৮০ কিমি দক্ষিণে এবং সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে ১৫ কিমি ও দুবলার চর উপকূল থেকে ২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।।
23235. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো:
আপদ ঝুঁকি হ্রাস
জলবায়ু পরিবর্তন হ্রাস
জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
ব্যাখ্যা: ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন। এই সম্মেলনটি COP-21 নামে পরিচিত।
23236. UDMC-এর পূর্ণরূপ হলো:
United Disaster Management Centre
Union Disaster Management Committee
Union Disaster Management Centre
none of the above
ব্যাখ্যা: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পর্যায়ের। একটি সংগঠন UDMC-এর পূর্ণরূপ হলো Union Disaster Management Committee.
23237. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
ময়নামতি
পুণ্ড্রবর্ধন
পাহাড়পুর
সোনারগাঁ
ব্যাখ্যা: বৃহত্তর বগুড়া (মহাস্থানগড়), রাজশাহী, রংপুর, দিনাজপুর নিয়ে গঠিত হয়েছিল প্রাচীন জনপদ পুঞ্জ। পুণ্ড্রের রাজধানী ছিল পুণ্ড্রনগর তথা পুণ্ড্রবর্ধন। পরবর্তীকালে এই পুণ্ড্রনগরই মহাস্থানগড় নাম ধারণ করে। ১৮৭০ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরী পুণ্ড্রবর্ধনকে পুণ্ড্র জনপদের রাজধানী রূপে চিহ্নিত করেন।
23238. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
ভেইন
আর্টারি
ক্যাপিলারি
নার্ভ
ব্যাখ্যা: ধমনীর ইংরেজি প্রতিশব্দ আর্টারি (Artery), ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
23239. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
১৯৪৪ সালে
১৯৪৫ সালে
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
ব্যাখ্যা: ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন-উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের বৈঠকে গৃহীত এক চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয়। তবে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। আর এটি কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭ এবং জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ১৫ নভেম্বর ১৯৪৭। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক এ সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯০টি। আর সংস্থাটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
23240. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
সিরাস
নিম্বাস
কিউম্যুলাস
স্ট্রেটাস
ব্যাখ্যা: 'গ' ও 'ঘ' দুটিই সঠিক। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ থেকে ৭,০০০ মিটারের মধ্যে মধ্যম উচ্চতার মেঘ থাকে। মধ্যম উচ্চতার মেঘ দুই প্রকারের হয়। কিউমুলাস (অল্টোকিউমুলাস) এবং স্ট্রেটাস (অল্টোস্ট্রেটাস)। উল্লেখ্য, সিরাস উঁচু স্তরের মেঘ এবং নিম্বাস নিচু স্তরের মেঘ।।