EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
23901. 'চিরন্তন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? জনতা ব্যাংক লি. অফিসার (আইটি): ১৬/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা): ১৩]
পুরাতন
তিরোভাব
ক্ষণকালীন
পরলোক
23902. 'ক্ষতি' এর বিপরীতার্থক শব্দ কোনটি? জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার (আইটি)। ১৬/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক। ১২।
অনুকূল
ব্যবসা
সামান্য
ফায়দা
23903. 'চঞ্চল' এর বিপরীত শব্দ কোনটি- তিতাস গ্যাস লি. অফিসার: ১৮।
উৎরাই
অবিচল
অপটু
স্থির
23904. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
লিখিত
বেদনা
খেলনা
ব্যাখ্যা: √খেল্ + অনা = খেলনা বাংলা কৃৎ প্রত্যয় 'অনা' যোগে গঠিত। এরূপ আরও কয়েকটি প্রত্যয়সাধিত শব্দ: দুল্ + অনা = দুলনা > দোলনা, √দে + অনা = দেনা, √পা + অনা = পাওনা, কাঁদ + অনা = কান্না। সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ : √কৃ + অক = কারক, লিথ্ + ত = লিখিত, বিদ্ + অন + আ = বেদনা।
23905. কোনটি 'গুপ্ত' এর বিপরীত শব্দ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৮/
প্রকাশ
উন্মীলিত
অব্যক্ত
ব্যক্ত
23906. 'গৃহী' শব্দের বিপরীত শব্দ- ৩৩তম বিসিএস)
সংসারী
সঞ্চয়ী
সংস্থিতি
সন্ন্যাসী
23907. 'তেজী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৬/১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৫)
অন্তেজ
শক্তি
নিস্তেজ
তেজ
23908. 'খিড়কি' এর বিপরীত শব্দ কী? ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২/ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন)। ১৩/
বাতায়ন
গুপ্ত পথ
চিলেকোঠা
ঘসিংহদ্বার
23909. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ- (প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক: ২৩/ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১২]
আলো
অন্ধকার
কালো
তিরস্কার
23910. 'অভিরাম' শব্দের অর্থ কী?
বিরামহীন
বালিশ
চলন
সুন্দর
ব্যাখ্যা: সংস্কৃত উপসর্গ যোগে গঠিত শব্দ 'অভিরাম' অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক। বিরামহীন অর্থ বিশ্রাম নেই এমন, বিরতিহীন। বালিশ অর্থ উপাধান। চলন অর্থ গমন, ভ্রমণ, সঞ্চালন, স্পন্দন, আচার-ব্যবহার, প্রচলন, প্রথা, ধারা, রীতি, রেওয়াজ।
23911. 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ- (১৫তম বিসিএস)
শৈত্য
শীতল
উত্তাপ
হিম
23912. 'গৌরব' এর বিপরীত শব্দ কী? বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ০৭।
অপমান
লজ্জা
অমর্যাদা
অহঙ্কার
23913. 'খাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯/১২তম বেসরকারী শিক্ষক নিবন্ধন:
বন্ধু
সম্পদ
মহাজন
জমি
23914. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
ব্যাখ্যা: শিবরাত্রির সলতে বাগধারার অর্থ একমাত্র জীবিত বংশধর; বাবা মার একমাত্র সন্তান; একমাত্র বংশধর।
23915. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
ব্যাখ্যা: ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ, ইচ্ছাধীন, অবশ্যপাঠ নয় এমন। অনাবশ্যক অর্থ আবশ্যক নয় এমন, অপ্রয়োজনীয়, অকারণ। সুতরাং ঐচ্ছিক ও অনাবশ্যক প্রতিশব্দ, ঐচ্ছিক-এর বিপরীত শব্দ আবশ্যিক। কুটিল-সরল, কম-বেশি, কদাচার-সদাচার হলো বিপরীত শব্দ।
23916. . 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
ব্যাখ্যা: এককথায় প্রকাশ: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে প্রোষিতভর্তৃকা। যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী—চিরন্ট। যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য। ভর্ৎসনাপ্রাপ্ত যে নারী-ভর্ৎসতা।
23917. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শোভা
শরতের শিউলি ফুল
ব্যাখ্যা: শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী। দুধের মাছি বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।
23918. . 'চপল' এর বিপরীত শব্দ-বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার:১৭/
স্তব্ধ
ঠাণ্ডা
গম্ভীর
রাশভারী
23919. 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ২৪তম বিসিএস)
অরণ্য
সমুদ্র
পর্বত
স্থাবর
23920. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
শূন্য বিভক্তি
ব্যাখ্যা: বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক সাধনের জন্য শব্দের সাথে যেসব বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। বিভক্তি সাত প্রকার : প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী । দ্বারা, দিয়া, কর্তৃক তৃতীয়া বিভক্তি। ০ (শূন্য) অ, এ, তে প্রথমা বিভক্তি। কে, রে দ্বিতীয়া বিভক্তি।