EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24281. Slump test-এ Steel rod দিয়ে কতবার Concrete compact করতে হয়?
20 বার
25 বার
30 বার
50 বার
ব্যাখ্যা: Slump test-এ ১৬ মিমি ব্যাসের ৬০ সেমি লম্বা রড দ্বারা প্রতি স্ত রে ২৫ বার খুঁচিয়ে গাদাতে হবে।
24282. ব্যাপক এলাকা জুড়ে এবং পৃথিবীর বক্রতা হিসাব করে জরিপ করা হয়-
কম্পাস
প্লেন টেবিল
ত্রিভুজায়ন
চেইন
24283. কোন জাতীয় জরিপকার্যে পর্যবেক্ষণ জরিপের গুরুত্ব অপরিসীম?
ত্রিভুজায়ন
কিস্তোয়ার
আলোকচিত্র
প্লেন টেবিল
24284. প্রথম শ্রেণির রেলপথের অনুমোদনযোগ্য ঢাল পরিবর্তনের হার (উত্তল বাঁক)-
0.05%
0.1%
0.2%
0.3%
24285. 20 মি শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য- [BEPZA-23]
100 মিমি
200 মিমি
300 মিমি
400 মিমি
24286. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়?
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
ব্যাখ্যা: মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের জন্য নির্মিত কাঠামোকে Retaining Wall বলে।
24287. 25m শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য-
100mm
200mm
250mm
350mm
ব্যাখ্যা: 25m শিকলের জন্য = 250mm
24288. বুনিয়াদের তলের সমতলতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়-
লেভেল
স্পিরিট লেভেল
কম্পাস
থিওডোলাইট
24289. ত্রিভুজায়নে ত্রিভুজের কোণের সর্বনিম্ন মান-
30°
60°
120°
180°
24290. কংক্রিট ঢালাই-এর উপযুক্ত তাপমাত্রা-
72-98°F
90-120°F
95-130°F
100-150°F
ব্যাখ্যা: কংক্রিট ঢালাইয়ের তাপমাত্রা যদি 72-98%-এর মধ্যে থাকে তাহলে কংক্রিটের কার্যোপযোগিতা ঠিক থাকে এবং কিউরিং করা যায়।
24291. কোন বিষয়ের ওপর সুপার এলিভেশনের মান নির্ভরশীল নয়?
বাঁকের ব্যাসার্ধ
রাস্তার প্রশস্ততা
গাড়ির গতিবেগ
চালকের অভিজ্ঞতা
24292. খাড়া বাঁক কোনটি?
সরল
যৌগিক
বিপরীত
অবতল
24293. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-
ভিত্তিরেখা
নিরীক্ষা ভিত্তিরেখা
উত্তর রেখা
অফসেট রেখা
24294. বাঁকের ব্যাসার্ধ বাঁক বরাবর ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হয়-
সরল
যৌগিক
ক্রান্তি বাঁক
বিপরীত
24295. ভিত্তির ব্যর্থতার কারণ-
মাটির অসম বসন
অসম লোড বণ্টন
মাটির অসম প্রকৃতি
অসম গাঁথুনি
ব্যাখ্যা: ভিত্তির ব্যর্থতার প্রধান কারণ মাটির অসম বসন। যদি ভিত্তির নিচের বিভিন্ন স্থানে বসনের মান ভিন্ন ভিন্ন হয় তবে এরূপ বসনকে। অসম বসন বলে।
24296. Concrete-এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
14
28
ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায়। ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
24297. যে ত্রিভুজায়ন স্টেশনে যন্ত্র বসানো হয় সেখানে নির্মাণ করা হয়-
সিগন্যাল
টাওয়ার
স্কাফোল্ড
কোনোটিই নয়
24298. ভিত্তিরেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ইনভার টেপ
নাইলন টেপ
মিটার শিকল
স্টিল ব্যান্ড শিকল
ব্যাখ্যা: ইনভার টেপ: নিখুঁত ও সূক্ষ্ম দৈর্ঘীয় পরিমাপের জন্য ইনভার টেপ ব্যবহার হয়।
24299. কোন প্রকার ক্রান্তি বাঁক রেলওয়েতে ব্যবহৃত হয় না?
স্পাইরাল
ত্রিমাত্রিক অধিবৃত্ত
লেমনিস্কেট
ক্লথয়েড
24300. গুরুত্বপূর্ণ ভবনের ক্ষেত্রে সমকোণ মাপতে ব্যবহৃত হয়-
লেভেল
অপটিক্যাল স্কয়ার
থিওডোলাইট
সেক্সট্যান্ট
ব্যাখ্যা: থিওডোলাইট দ্বারা আনুভূমিক কোণ ও উল্লম্ব কোণ দুটি বিন্দুর দূরত্ব ও উচ্চতা পরিমাপ করা যায়।