EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24921. ছোট স্কেলের নকশায়নে বিশেষ উপযোগী-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
24922. শব্দতরঙ্গ প্রেরণ ও গ্রহণ করে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে নিচের কোন যন্ত্রটি রাখতে হয়? [BGFCL-21]
সাউন্ডিং মেশিন
স্টেশন পয়েন্টার
সাউন্ডিং লেড
ফ্যাদোমিটার
ব্যাখ্যা: ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়।
24923. ৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট ঘোলানোর জন্য লিটার পানির প্রয়োজন।
৩৩
৩৭
৪১
৪৫
ব্যাখ্যা: ঢালাইয়ের জন্য পানি-সিমেন্টের অনুপাত 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে। অনুপাত = সিমেন্ট পানি বা, 0.45 = 50 ×2 পানি .: পানি = 45 লিটার
24924. ওলনসহ চিমটা যন্ত্রটি ব্যবহৃত হয়-
কম্পাস জরিপে
শিকল জরিপে
প্লেন টেবিল জরিপে
থিওডোলাইট জরিপে
24925. কোনো রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 300° হলে হ্রাসকৃত বিয়ারিং কত?
45°
30°
90°
60°
ব্যাখ্যা: হ্রাসকৃত বিয়ারিং মান 90° কম হবে। .: RB = 360°-WCB = 360°-300° 60° (Ans.)
24926. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete- এর Cylinder-এর কতদিনের test করা হয়?
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
ব্যাখ্যা: কংক্রিটের Strength সাধারণত ৭ দিন, ১৪ দিন, ২১ দিন এবং ২৮ দিন কিউরিং করার পর পরীক্ষা করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ Strength পাওয়ার জন্য ২৮ দিন কিউরিং করতে হবে।
24927. টেনসাইল স্ট্রেস্থ অব কংক্রিটের মান কত?
2-5 MPa
0-5 MPa
12-15 MPa
10-12 MPa
ব্যাখ্যা: (i) Compressive strength: 20-40 MPa (3000-6000 Psi) (ii) Flexural strength: 3-5 MPa (400-700 Psi) (iii) Tensile strength: 2-5 MPa (300-700 Psi) (iv) Modulus of elasticity: 14-41 GPa.
24928. কোথাকার MSL-কে বাংলাদেশের Datum বলে ধরা হয়-
টেকনাফ
কক্সবাজার
চট্টগ্রাম
পটুয়াখালী
ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠের পানির জোয়ার ও ভাটার গড় মান ধরে MSL নির্ধারণ করা হয়। এই মানের (Datum)-এর সাপেক্ষে সকল কিছুর উচ্চতা নির্ধারণ করা হয়ে থাকে।
24929. BNBC অনুযায়ী গাড়ি র‍্যাম্পের অনুপাত-
১:৪
১:৬
১:৮
১:১২
24930. আমাদের climate-এ বিল্ডিং-এর orientation কী হবে?
পূর্ব
পশ্চিম
দক্ষিণ
দক্ষিণ-পশ্চিম
24931. কোনো বদ্ধ ঘেরের অক্ষাংশে বা দ্রাঘিমাংশের বীজগাণিতিক সমষ্টি হবে-
1
2
3
24932. কাঠামোর স্ফেটিক (Efllorescence) সৃষ্টির জন্য দায়ী-
আর্সেনিক
অ্যাসিড
লবণ
ক্ষার
ব্যাখ্যা: কাঠামোতে লবণযুক্ত পানি ব্যবহার করলে অপ্রতার কারণে লবণ গলে কাঠামো পৃষ্ঠে ফোসকার মতো ফুলে উঠে, একেই স্ফেটিক বলা হয়।
24933. Fine aggregate Coarse aggregate-এর পৃথকীকরণ Site কত?
3”/4
3”/16
1”/4
1”/2
ব্যাখ্যা: 4.75mm (3”/16) নং চালুনি দিয়ে অতিক্রান্ত সকল aggregate- কেই Fine aggregate বলে এবং 4,75mm (3”/16) নং চালুনিতে ধারণকৃত সকল aggregate-কেই Coarse aggregate বলে।
24934. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
Comperssion
Tension
Bending
কোনোটিই নয়
ব্যাখ্যা: কংক্রিট শুধু চাপা বল (Comperssion) নিতে পারে।
24935. স্বল্প সময়ে সহজে ঘের দেওয়ার জন্য করা হয়-
তদন্ত জরিপ
প্লেন টেবিল জরিপ
বাস্তু জরিপ
থিওডোলাইট জরিপ
24936. AB রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 72° হলে, BA-এর হ্রাসকৃত বিয়ারিং হবে-
18° N/E
36° N/E
72° S/W
72° N/E
ব্যাখ্যা: AB রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং = - 72° BA রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং = 180° + 72° = 252° .: BA রেখার হ্রাসকৃত বিয়ারিং = 252 - 180° = 72° S/W
24937. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
0.2
0.4
0.6
0.8
ব্যাখ্যা: Durable concrete-এর জন্য সাধারণত water-cement ratio 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে। তবে concrete-এর maximum water cement ratio 0.8 ধরা হয়।
24938. বন্ধ ঘেরের সকল উত্তরায়নের সমষ্টি দক্ষিণায়নের সমষ্টির-
সমান
অসমান
কম
বেশি
24939. Workable concrete-এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-
0.3
0.4
0.5
0.6
ব্যাখ্যা: Concrete মিশ্রণে পানি ও সিমেন্টের সর্বনিম্ন অনুপাত 0.4 ব্যবহার করা হয়ে থাকে, তবে Concrete-এর সঠিক স্ট্রেস্থ পেতে মিশ্রণের অনুপাত 0.45 থেকে 0.60 ব্যবহার করা উচিত।
24940. বামাবর্তী ঘেরের ক্ষেত্রে কোন বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে?
p-a±180°
p-a±90°
p+a± 180°
p+ a ±90°