MCQ
25841. Volume of voids এবং Volume of Solids-এর ratio-কে কী বলা হয়?
ভয়েড রেশিও (c)
পরোসিটি (N)
একক ওজন (r)
কোনোটিই নয়
25842. Degree of Saturation-এর equation কোনটি?
Vw/Vv
Vw/Vs
Vw/(Vv+Vs)
(Vv+Vs)/Vw
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার পানির আয়তনের সাথে ভয়েডের আয়তনের অনুপাতকে ডিগ্রি অব সেচুরেশন বলে।
25843. Liquid limit থেকে Plastic limit-এর বিয়োগফলকে বলে-[PWD-2000]
Flow index
Liquidity index
Shrinkage index
Plasticity index
25844. নিচের কোনটি স্থুলদানার মৃত্তিকা?
GM
OL
M
ML
ব্যাখ্যা: ব্যাখ্যা: GM = Silty gravels, gravel-sand-silt mixtures. গ্র্যাভেল ও বালিদানা বেশ স্কুল এবং এ দানাগুলো খালি চোখে দেখা যায়। GW, SM, GM, GC,SM, SC এগুলো স্কুলদানার মৃত্তিকা।
25845. সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার কয়টি উপাদান থাকে?
৫টি
২টি
৩টি
৪টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার দুটি উপাদান, যথা- (i) মাটি; (ট) পানি।
25846. নিচের কোনটি সূক্ষ্মদানার মৃত্তিকা?
CL
GW
SP
Sw
ব্যাখ্যা: ব্যাখ্যা: CL. = Inorganic clays of low to medivm plasticity, gravelly clays, sandy clays, silry৬২ clays, lean clays.
যদি কোনো মৃত্তিকার 50% এর অধিক 200 নং চালনিতে অতিক্রান্ত হয়, তাকে সূক্ষ্মদানার মৃত্তিকা
বলে।
25847. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
মেরিন মৃত্তিকা
ড্রিফট
পাললিক মৃত্তিকা
বালিয়াড়ি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বায়ুর মাধ্যমে সূক্ষদানার মৃত্তিকা বালি, পলি ও কাদা স্থানান্তরিত হয়ে বালিয়াড়ি সৃষ্টি করে। পানিবাহিত স্থানান্তরিত মাটি পলল হিসেবে পতিত হয়ে পাললিক মাটি সৃষ্টি করে।
25848. আলগা মৃত্তিকায় ভয়েড -এর মান দৃঢ় মৃত্তিকার ভয়েড e-এর মান অপেক্ষা-
কম
অধিক
সমান
শূন্য
25849. গ্রুপ ইনডেক্স-এর মান ঋণাত্মক হলে কী লিখতে হয়?
সেই সংখ্যাই
পূর্ণসংখ্যা
জোড়বোধক সংখ্যা
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: AASHO পদ্ধতিতে সূক্ষ্মদানার মৃত্তিকার শ্রেণিবিন্যাসের সাথে বন্ধনিতে একটি সংখ্যামান (পূর্ণসংখ্যা, 0, 1.2 ইত্যাদি) উল্লেখ করা হয়। এ সংখ্যামানটিই গ্রুপ ইনডেক্স। এর মান ধনাত্মক হলে শূন্য ধরা হয়।
25850. নিচের কোন equation-টি Density Index-এর?
I_d = (e-e_min)/( e_max-e_min)
I_d=(e_max-e)/( e_max-e_min )
I_d =( e_max-e_min)/ /( e-e_min)
I_d =( e_max-e_min)/ /( e_max-e)
ব্যাখ্যা: ব্যাখ্যা: Density Index: সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত (e_max) এবং মাটির প্রকৃতির ফাঁকা অংশের অনুপাত এর পাথর্য্যের সাথে সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত এবং সর্বাধিক দৃঢ়াবদ্ধ অবস্থায় ফাঁকা অংশের অনুপাতের পার্থক্যের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে।
I_d=(e_max-e)/( e_max-e_min )
25851. Clay-এর Maximum grain size কত?
০.০০২ মিমি
০.২ মিমি
০.০০০ মিমি
০.০২ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Clay soil-এর Particle size <0.002mm
25852. Silt-এর Maximum grain সাইজ কত?
০.০৬ মিমি
০.২ মিমি
০.০০০২ মিমি
১ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্থুল দানার মৃত্তিকা আকার 0.06mm থেকে
0.002mm.
25853. নিচের কোনটি পরোসিটি (n)-এর মান?
Vw/V
Vv/V
Vs/V
Vv/Vs
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার Vv অংশের আয়তনের সাথে মোট আয়তন V-এর অনুপাতকে বলে প্যারাসিটি
N=Vv/V
25854. নিচের কোনটি Dry unit weight gravity (γ_d)-এর সঠিক Equation?
γ_d=Ws/V
γ_d=γ_sat-γ_w
γ_d=Ws/Vs
γ_d =Wsat-V
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির নমুনার শুষ্ক ওজনের সাথে আয়তনের অনুপাতকে শুষ্ক একক ওজন বলে। সর্বাধিক আলগা অবস্থা কোনো মাটির γ_d-এর মান শূন্য এবং সর্বাধিক দৃঢ়াবস্থায় কোনো মাটির γ_d-এর মান 1.
25855. নিচের কোনটি ভয়েড রেশিও (e)-এর মান?
Vv/V
Vs/V
Vv/Vs
Vw/V
Job Preparation
Civil Engineering
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
Himalay Sen Sir
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার Vv অংশের আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের Vs অনুপাতকে ভয়েড রেশিও বলে।
e=Vv/Vs
25856. একখণ্ড মাটির Void-এর Volume ও তার Total Volume-এর অনুপাতকে বলা হয়-
Void ratio
Porosity
Water Content
Degree of Saturation
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন মোট আয়তনের অনুপাতকে পরোসিটি বলে, n=Vv/V
এখানে, n = পরোসিটি
Vv = ভয়েড অংশের আয়তন
V = মোট আয়তন।
25857. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো- [PWD-2000]
১.২
২.০
১.৫
২.৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালির আপেক্ষিক গুরুত্ব সাধারণত 2.6.5 থেকে 2.67 হয়ে থাকে।
25858. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
বালিয়াড়ি
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানি দ্বারা বাহিত হয়ে মাটি গঠিত হলে, তাকে পাললিক মৃত্তিকা বলে।
25859. গ্রুপ ইনডেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য-
উপযুক্ত হবে
তত অনুপযোগী হবে
দৃঢ়বন্ধ হবে
কোনোটিই নয়
Job Preparation
Civil Engineering
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
Himalay Sen Sir
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়। এর মান ঋণাত্মক হলে শূন্য হয়।
25860. গ্রুপ ইনডেক্স-এর মান নিকটবর্তী কোন সংখ্যায় প্রকাশ করা হয়?
মূলদ সংখ্যা
পূর্ণসংখ্যা
বিজোড় সংখ্যা
বর্ণসংখ্যা
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়।