EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2621. সমান তাপমাত্রায় চাপ যে অনুপাত হারে বাড়বে, আয়তন সে অনুপাতে কী হবে?
বাড়বে
কমবে
সমান থাকবে
কোনোটিই না
2622. বয়েল ও চার্লস-এর সূত্র সংযুক্তভাবে প্রকাশ করা যায় কোনটি দ্বারা?
P1 P1/ T1 = P2V2/T2
PV=CT
PV = mT
PV=nT
2623. নজল (Nozzle)-এর মধ্যে প্রবাহী (Fluid) কীভাবে প্রবাহিত হয়?
সমোঞ্চ প্রক্রিয়ায় (Isothermal process)
রূদ্ধতাপ (Adiabatic) প্রক্রিয়ায়
স্থির আয়তন (Constant volume) প্রক্রিয়ায়
স্থির চাপ (Constant pressure) প্রক্রিয়ায়
ব্যাখ্যা: স্থির তাপমাত্রা বা সমোষ্ণ প্রক্রিয়া: যে প্রক্রিয়ার ফলে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেই প্রত্রিয়াকে সমোষ্ণ প্রক্রিয়া বলে। আদর্শ গ্যাসের সমোষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে চাপ ও আয়তন বয়েলের সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ, PV = ধ্রুবক। প্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রক্রিয়া বা আইসেন্ট্রপিক প্রক্রিয়াঃ যে প্রক্রিয়ার ফলে কোনো গ্যাস বা ভেপারের চাপ ও আয়তনের এ পরিবর্তন হয় অর্থাৎ কার্যসম্পাদন হয় কিন্তু কোনো তাপ তাতে ক প্রবেশ করতে পারে না বা বের হয়ে যেতে পারে না, সে প্রক্রিয়াকে প্রত্যাবর্তক রুদ্ধতাপ বা আইসেস্ট্রপিক প্রক্রিয়া ৬২ ক বলে। এতে কোনো ঘর্ষণ বা তাপ ঘাটতি নেই। স্থির আয়তন বা সমআয়তন প্রক্রিয়াঃ যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের আয়তন স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে স্থির আয়তন বা সমআয়তন প্রক্রিয়া বলে। এ প্রক্রিয়া গে-লুসাক বা চাপীয় সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়। স্থির চাপ বা সমচাপ প্রক্রিয়াঃ যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের চাপ স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে স্থির চাপ বা সমচাপ প্রক্রিয়া বলে। এ প্রক্রিয়া চার্লস, এর সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়।
2624. গে-লুসাক-এর মত অনুযায়ী স্থির চাপে সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কেমন?
কম
বেশি
সমান
কোনোটিই না
2625. যে পরিবর্তনে পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়, তাকে কী বলে?
পরম শূন্য তাপমাত্রা
বাষ্পীভবনের সুপ্ততাপ
সুপ্ততাপ
কোনোটিই নয়
ব্যাখ্যা: পরম শূন্য তাপমাত্রা : যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় ও গ্যাসের গতিশক্তি সম্পূর্ণরূপে লোপ পায়, তাকে পরম শূন্য তাপমাত্রা (Absolute Zero Temperature) বলে। -273℃ বা OK তাপমাত্রায় যে-কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়। সুপ্ত তাপ বা জীন তাপ (Latent heat) : তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো বস্তুর এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হতে যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের সুপ্ত তাপ বা লীন তাপ বলে। পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ: 100°C তাপমাত্রায় একক ভরের পানিকে 100°C তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয়, তাকে বাস্পীভবনের সুপ্ত তাপ বলে। পানির বাষ্পীভবনের সুপ্ত তাপের পরিমাণ 2257kJ/kg. 539 cal/gm, 539 kcal/kg.
2626. প্রমাণ গ্যাসের ক্ষেত্রে, বয়েলের সূত্রানুযায়ী কোনটি সঠিক?
PV = ধ্রুবক, যখন T ধ্রুবক
V/T= ধ্রুবক, যখন P ধ্রুবক
P/T= ধ্রুবক, যখন V ধ্রুবক
T/P = ধ্রুবক, যখন V ধ্রুবক
2627. কোনটি চাপের একক?
kg-m
N-m²
m/kg
kN/m²
ব্যাখ্যা: প্রমাণ অবস্থায় চাপের একক, am (ক) চাপের MKS-একক kg/ m² (খ) চাপের FPS-একক lb/ʄt² (গ) চাপের SI-একক, Pa N/ m² (MKS-বেস) (ঘ) চাপের SI-একক, Dyne/c m² (CGS-বেস) (ঙ) চাপের SI-একক, Poundal / ʄt² (FPS-বেস)
2628. "স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক" এটি কার সূত্র?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
গে-লুসাকের সূত্র
জুলের সূত্র
2629. অপ্রত্যাবর্তক প্রক্রিয়া (Irreversible process)-তে কী হয়?
তাপ ক্ষয় হয়
তাপ অর্জিত হয়
তাপীয় অবস্থার পরিবর্তন হয় না
চাপ বৃদ্ধি পায়
ব্যাখ্যা: রিভার্সেবল প্রসেস (Reversible procexx) : যে প্রক্রিয়ায় কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাকে রিভার্সেবল প্রসেস বলে। এই প্রক্রিয়ায় তাপ ক্ষয় (Loss) হয় না। ইরিভার্সেবল প্রসেস (Irreversible process) : যে প্রক্রিয়ায় কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাকে ইরিভার্সেবল প্রসেস বলে। এই প্রক্রিয়ায় তাপ ক্ষয় হয়।
2630. স্থির তাপমাত্রা বা আইসোথার্মাল প্রসেস কোন সূত্র মেনে চলে?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
গে-লুসাকের সূত্র
অ্যাভোগেড্রোর সূত্র
2632. থার্মোডাইনামিক্সের কোন সূত্র হিমায়ন চক্রে প্রয়োগ করা হয় ?
১ম সূত্র
২য় সূত্র
৩য় সূত্র
কোনোটিই নয়
2633. চাপ কমলে-
স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
স্ফুটনাঙ্ক হ্রাস পায়
স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে
স্ফুটনাঙ্ক বৃদ্ধি হ্রাস পেতে পারে
ব্যাখ্যা: পৃথিবীর পৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি। তাই পৃথিবীর পৃষ্ঠে পানির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি অর্থাৎ 100°℃ কিন্তু পৃথিবী হতে যত উপরে উঠা যায় তত বায়ুর চাপ কমে যায়, ফলে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। সুউচ্চ পর্বতে বায়ুর চাপ পৃথিবীর বায়ুর চাপ অপেক্ষা কম বিধায় পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কম। তাই পর্বতের উপর পানি কম তাপমাত্রায় ফুটতে থাকে। যেমন- হিমালয়ের পর্বতের ওপর পানির স্ফুটনাঙ্ক ৭১ ডিগ্রি সেলসিয়াস। (বিঃদ্রঃ হিসাব করে দেখা গেছে, এভারেস্ট পর্বতশৃঙ্গে মাত্র ৭০° সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, কিন্তু মাছ, মাংস, ডিম প্রভৃতি দ্রুত সিদ্ধ হয় না। মাছ, মাংস, ডিম প্রভৃতি সুসিদ্ধ করে খাওয়ার জন্য যে তাপের প্রয়োজন হয়, পানি কম তাপমাত্রায় ফুটে বাষ্পীভূত হয়ে বাষ্পীভবনের সুপ্ততাপ গ্রহণ করে বলে মাছ, মাংস, ডিম সেই পর্যাপ্ত তাপ পায় না, ফলে সুউচ্চ পাহাড় বা পর্বতের উপর রান্না করা কঠিন এবং সময়সাপেক্ষ।।
2634. আদর্শ তাপমাত্রা ও চাপে (N.T.P.) ১ গ্রাম মোল (1 gm mole) বাতাসের আয়তন কত?
১ লিটার
২.২৪ লিটার
২২.৪ লিটার
২২৪০ লিটার
ব্যাখ্যা: আমরা জানি, PV=nRT V =nRT/P A P 1(moel) x 8.31 (1/mole K) x 273 (K)/ 1.013×10(N/m^2) = 0.02239m^3 22.39Litter (1 m^3 =10m^3/lit) = 22.4 Litter এখানে, P= 1.013×10(N/m^2) n=1 mole R= 8.31 × 1/mole K T=0°C=273K
2635. চার্লস 'ল' অনুযায়ী-
PV = ধ্রুবক, যখন T ধ্রুবক
V/T= ধ্রুবক, যখন P ধ্রুবক -
P/T= ধ্রুবক, যখন V ধ্রুবক
T/P= ধ্রুবক, যখন V ধ্রুবক
ব্যাখ্যা: চার্লসের সূত্র : ১ম সূত্রঃ স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। ২য় সুত্রঃ চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার 0°C তাপমাত্রা আয়তনের 1/273 ভাগ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ, V ∝ T
2636. সুপারহিটেড (Superheated) স্টিমের থার্মোডাইনামিক প্রোপার্টি কীরূপ?
বাতাসের অনুরূপ
আদর্শ গ্যাসের অনুরূপ
সাধারণ গ্যাসের অনুরূপ
আর্দ্র গ্যাসের অনুরূপ
ব্যাখ্যা: আদর্শ গ্যাস: যে-কোনো স্থির তাপমাত্রায় যে সকল গ্যাসের আয়তন সকল চাপে বয়েলের সূত্র মেনে পরিবর্তিত হয়, তাদেরকে সাধারণভাবে আদর্শ গ্যাস বলা হয়।
2637. স্থির চাপ প্রক্রিয়ার সূত্রকে সমর্থন করে কোনটি?
ব্যাবেজের সূত্র
চার্লসের সূত্র
বয়েলের সূত্র
অ্যাভোগেড্রোর সূত্র
2638. পরম শূন্য তাপমাত্রা হতে যে তাপ পরিমাপ করা হয়, তাকে কী বলে?
সর্বোচ্চ তাপমাত্রা
পরম তাপমাত্রা
সর্বনিম্ন তাপমাত্রা
সবগুলো
ব্যাখ্যা: পরম শূন্য তাপমাত্রা: যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় ও গ্যাসের গতিশক্তি সম্পূর্ণরূপে লোপ পায়, তাকে পরম শূন্য তাপমাত্রা (Absolute Zero Temperature) বলে। -273℃ বা OK তাপমাত্রায় যে-কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়।
2639. এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব, যা বাইরের কাজ ব্যতিরেকে ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে তাপ সরবরাহ করতে পারে- এটি থার্মোডাইনামিক্স-এর কোন সূত্র?
জিরোথ ল
ক্লাসিয়াস স্টেটমেন্ট
১ম সূত্র
৩য় সূত্র
ব্যাখ্যা: ক্লাসিয়াস স্টেটমেন্ট (Calusius statement): এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব যা বাইরের কাজ ব্যতিরেকে ঠান্ডা বস্তু হতে গরম বস্তুকে তাপ সরবরাহ করতে পারবে।
2640. "তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তার চাপের ব্যস্তানুপাতিক" এটি কার সূত্র?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
চাপের সূত্র
আয়তনের সূত্র
ব্যাখ্যা: রবার্ট বয়েল ১৬৬২ সালে বয়েলের সূত্রটি আবিষ্কার করেন। বয়েলের সূত্র: কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির। থাকলে তার আয়তন চাপের ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়।।