MCQ
2881. কাঁচ তৈরীর প্রধান উপাদান কোনটি-
সোডা
লাইম
বালি
সব
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঁচ তৈরীর প্রধান উপাদান বালি। বালি, লাইম ও সোডা একত্রে মিশ্রিত করে ১১০০° সেলসিয়াস তাপমাত্রায় বিগলিত করে কাঁচ
তৈরী করা হয়।
সঠিক উত্তর: গ
2882. প্রথম শ্রেণীর ইটে সিলিকার শতকরা পরিমাণ কত?
৪৫%
৫৫%
৬০%
৬৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটে সিলিকার শতকরা পরিমাণ ৫৫%
2883. নিচের কোনটি ক্ষমতা সম্পন্ন নয়-
পিচ
বিটুমিন
অ্যাসফান্ট
টক্সিক
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিচ, বিটুমিন ও অ্যাসফান্ট বাঁধনী গুণসম্পন্ন হলেও টক্সিস বা বিষের কোন প্রকার বাঁধনী গুন নাই।ব্যাখ্যা: পিচ, বিটুমিন ও অ্যাসফান্ট বাঁধনী গুণসম্পন্ন হলেও টক্সিস বা বিষের কোন প্রকার বাঁধনী গুন নাই।
সঠিক উত্তর: ঘ
2884. কোন বাঁকে সুপার এভিলেশন প্রয়োগ করা কষ্টকর-
সরল
বিপরীত
যৌগিক
ক্রান্তি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিপরীত বাঁকে সুপার এভিলেশন প্রয়োগ করা কষ্টকর।
2885. জড়তার ভ্রামক কত প্রকার-
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: জড়তার ভ্রামক (Moment of inertia) মূলত ২প্রকার-
i. Mass moment of inertia
ii. Area moment of inertia
2886. সমতলমিতি কত প্রকার-
১০ .
৯
৮
৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমতলমিতি বা লেভেলিং মূলত ৯ প্রকার।
সঠিক উত্তর: খ
2887. নিচের কোনটিকে পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
টার
বিটুমিন
অ্যাস্কাল্ট
ইমালশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিচ (Pitch): Bituminous গুন সম্পন্ন ও কালো বর্ণের
সান্দ্র পদার্থ। টার ও জৈব পদার্থের পাতন প্রক্রিয়ায় পিচ পাওয়া যায়।
আলকাতরা (Tar): আলকাতরা গাঢ় কালো সান্দ্রতা গুণসম্পন্ন
হাইড্রোকার্বন। কয়লা, কাঠ ও পেট্রোলিয়াম হতে টার পাওয়া যায়।
কাঠ ও কয়লার বিদ্ধংশী পাতনে (অক্সিজেনের অনুপস্থিতিতে)
আলকাতরা বা Tar পাওয়া যায়।
বিটুমিন (Bitumen): অশোধিত খনিজ তেলের আংশিক পাতন
প্রক্রিয়ায় অবশিষ্টাংশকে বিটুমিন বলে। বিটুমিন এক প্রকার বাইন্ডার
Materials . রোড কন্সট্রাকশনে ৭০% বিটুমিন বাইন্ডিং
Materials হিসেবে ব্যবহৃত হয়।
অ্যাস্কাল্ট (Asphalt): অ্যাস্কাল্ট হলো বিটুমিন, Fine& Course Aggregate এর মিক্সার। তবে America তে অ্যাস্ফাল্ট ও বিটুমিন বলতে একই জিনিস বোঝায়।
2888. বিষুব বেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাত বিয়ারিং এর ফেজ পার্থক্য
০
৯০
১৮০
৩৬০
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুধু বিষুব নয় যেকোন রেখার ও পশ্চাত বিয়ারিং এর ফেজ পার্থক্য ১৮০।
সঠিক উত্তর: গ
2889. সমতলমিতি কত প্রকার-
১০
৯
৮
৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমতলমিতি বা লেভেলিং মূলত ৯ প্রকার।
সঠিক উত্তর: খ
2890. ক্লে সিমেন্ট ব্যবহার করা হয়-
সামুদ্রিক নির্মাণ কাজে
বাঁধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এভিলেশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন প্রকার সিমেন্টের ব্যবহার:
১. ক্যার সিমেন্ট: মোজাইক বা সৌন্দর্য বৃদ্ধির কাজে
২. হাই আরলি স্ট্রেংথ পোর্টল্যান্ড সিমেন্ট: দ্রুত কঠিন ভবন অর্জনের জন্য
৩. অ্যালুমিনাস সিমেন্ট: ২৪ ঘন্টায় ৭৫% শক্তি অর্জনের জন্য।
৪. ক্লে সিমেন্ট: সামুদ্রিক নির্মাণ কাজে
৫. এয়ার এনট্রেইনিং সিমেন্ট: বরফ আচ্ছাদিত স্থানে।
৬. পাজোলান সিমেন্ট: অগ্নী নির্বাপক কাজে।
2891. কোন বাঁক বরাবর সুপার এশিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়-
উলম্ব বাঁক
ক্রান্তি বাঁক
অবতল বাঁক
সরল বাঁক
কোনটি নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্রান্তি বাঁক বরাবর বক্রতা বৃদ্ধির হার এবং সুপার এভিলেশন বৃদ্ধির হার সমান।
সঠিক উত্তর: খ
2892. ল্যামিনিঙ্কেট ক্রান্তি বাঁক ব্যবহৃত হয়-
রেলপথ
বাধে
সেতুতে
সড়ক পথে
ব্যাখ্যা: ব্যাখ্যা: অনেক সময় ফ্লাই ওভারের সংযোগ সড়ক অনেকটা বৃত্তাকার পথে ঘুরিয়ে এনে ফ্লাই ওভারের সংযোগ দেওয়া হয় একে ল্যামিনিস্কেট ক্রান্তি বাঁক বলে।
সঠিক উত্তর: ঘ
2893. ১৬. কাঠে কার্বনের পরিমাণ কত-
৩৯%
৪৯%
৫৯%
৬৯%
2894. শিকল জরিপ কোন ধরনের এলাকার জন্য উপযুগী?
বন্ধুর
সমতল
পাহাড়ি
ঘণ বসতি
ব্যাখ্যা: ব্যাখ্যা: শিকল জরিপ ভূমি জরিপের জন্য শিকল জরিপ সবচেয়ে সহজ । যে জায়গায় জরিপ করতে হবে তা কতকগুলো ত্রিভূজে ভাগ করে নিতে হয় এবং ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য শিকল দিয়ে মাপ করা হয়।
সঠিক উত্তর: খ
2895. গ্রুপ ইনডেক্স এ মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত-
অনুপোযুক্ত হবে
উপোযুক্ত হবে
দৃঢ়াবদ্ধ
ক্ষতিকারক
2896. ৬৩% লাইম মিশ্রিত থাকে কোন সিমেন্টে?
ক্লে সিমেন্ট
পোর্টল্যান্ড সিমেন্ট
অ্যালুমিনাস সিমেন্ট
কনভার্টেড সিমেন্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেটে ৬৩ থেকে ৬৫% লাইম মিশ্রিত থাকে।
সঠিক উত্তর: খ
2897. ল্যামিনিঙ্কেট ক্রান্তি বাঁক ব্যবহৃত হয়-
রেলপথ
বাধে
সেতুতে
সড়ক পথে
ব্যাখ্যা: ব্যাখ্যা: অনেক সময় ফ্লাই ওভারের সংযোগ সড়ক অনেকটা বৃত্তাকার পথে ঘুরিয়ে এনে ফ্লাই ওভারের সংযোগ দেওয়া হয় একে ল্যামিনিস্কেট ক্রান্তি বাঁক বলে।
সঠিক উত্তর: ঘ
2898. ত্রিভুজায়নে কোন ত্রিভুজের কোণের সর্ব্বোচ্চ মান কত-
৩০
৬০
১২০
১৮০
ব্যাখ্যা: ব্যাখ্যা: শিকল জরিপের ত্রিভূজায়ন কালে যে ত্রিভুজের কোন কোনই ১২০ ডিগ্রী এর বেশি বা ৩০ ডিগ্রীর কম হয় না সেই ত্রিভুজকে সুঠাম ত্রিভূজ বলে। ত্রিভূজায়ন জরিপে প্রতিটা ত্রিভুজ সুঠাম হতে হবে এজন্য ত্রিভুজায়ন জরিপে সর্ব্বোচ্চ কোন হবে ১২০ ডিগ্রী।
সঠিক উত্তর: গ
2899. ইটের স্থায়ীত্বতা বৃদ্ধির জন্য কোন উপাদান ব্যবহার করা হয়-
সোডা
লাইম
বালি
সব
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের মাটি (Brick Clay): ইট তৈরী বা মৃৎশিল্প ব্যবহার উপযোগী মাটি। সাধারনত লৌহ, ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান ধারণকারী অশোধিত মাটিকে ইটের মাটি বলা হয়। ইটের মাটির প্রধান প্রধান রাসায়নিক উপাদানসমূহ হচ্ছে: সিলিকা, অ্যালুমিনা, লৌহ অক্সাইড, ম্যাগনেশিয়া, চুন ও ক্ষার। এসব উপাদানের সামান্যতম হেরফের উৎপাদিত সামগ্রীর গুণাগুণ ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইটের মাটিতে অল্প পরিমাণে সূক্ষ গুড়ো চূণ থাকতে হবে। এটি সিলিকাকে (প্রয়োজনীয় অংশের) ১৬৫০° সেন্টিগ্রেট ফার্নেস তাপমাত্রায় গলতে সক্ষম কওে এবং ইটের কণাকে একত্রে আবদ্ধ করে যার ফলে শক্তিশালী এবং টেকসই ইট তৈরী হয়।
সঠিক উত্তর: খ
2900. পেভমেন্ট এর অংশ কয়টি-
৩
৪
৫
৬
ব্যাখ্যা: ব্যাখ্যা: Flexible সড়কের পেভমেন্ট এর অংশ ৪টি
i. Sub grade
ii. Sub base
iii. Base course
iv. Wearing course
Right সড়কের পেভমেন্ট এর অংশ ৩টি
i. Sub grade
ii. Sub base
iii. Concrete slab