MCQ
5961. 'রেস্তোরা' কোন ভাষার শব্দ?
ওলন্দাজ
ফরাসি
জাপানি
ইংরেজি
5962. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
টাঙ্গাইল
রাজশাহী
গোমতী
সিলেট
5963. কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও ০.৩৫ হলে নমুনার পোরোসিটি কত?
২৬%
২৭%
২৮%
২৯%
5964. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
ধ্বনিতত্ত্বে
অর্থতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
5965. 'চিরায়ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
সমসাময়িক
কদাচিৎ
অক্ষয়
প্রতিদিন
5966. 'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?
নীলিমা ইব্রাহিম
আবু ইসহাক
সৈয়দ ওয়ালিউল্লাহ
আব্দুল্লাহ আল মামুন
5967. 'যৈবতী কন্যার মন' কার লেখা?
সৈয়দ শামসুল হক
আব্দুল্লাহ আল মামুন
সেলিম আল দীন
রামেন্দু মজুমদার
5968. Wing wall সাধারণত কত প্রকার?
৩
৫
৪
২
5969. কাব্যনাটক কোনটি?
ইবলিশ
এখনও ক্রীতদাস
জন্ডিস ও বিবিধ বেলুন
নুরলদীনের সারাজীবন
5970. শওকত ওসমান রচিত উপন্যাস-
অরণ্য নীলিমা
অরণ্য গোধূলি
মুক্তি
জাহান্নাম হতে বিদায়
5971. 'বন্দী শিবির থেকে' কার লেখা?
নির্মলেন্দু গুণ
শামসুর রহমান
মহাদেব সাহা
সৈয়দ আলী আহসান
5972. 'খেয়া পারের তরণী' কবিতার কবি কে?
গোলাম মোস্তফা
কাজী নজরুণ ইসলাম
ফররুখ আহমেদ
কায়কোবাদ
5973. শুদ্ধ বানান কোনটি?
শ্বাশত
শ্বাশ্বত
শাশত
শাশ্বত
5974. ০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট ২৮ দিনে শক্তি অর্জন করে-
30%
50%
40%
60%
5975. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
পাঁচটি
ছয়টি
আটটি
দশটি
5976. কোনটি নাসিক্য ধ্বনি?
ম
জ
ল
প
5977. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?
লাইম ও অ্যালুমিনা
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
5978. PWD এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত?
১০" × ৫"
৯.৬" × ৪.৫" × ২.৭৫"
৯.৭৫" × ৪.৭৫" × ২.৭৫"
৯" × ৪" × ২.৫"
5979. কোনো বস্তুর উপর 6 kg ও 8 kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে?
10 kg
5 kg
7 kg
12 kg
5980. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
সাধুরীতি
কথ্যরীতি
চলিতরীতি
বানানরীতি