EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
9281. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
নূরলদীনের সারাজীবন
পায়ের আওয়াজ পাওয়া যায়
মুখরা রমণী বশীকরণ
শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ
9282. 'A man of letter' means-
A stupid man
An unwise man
A wise man
An illiterate person
ব্যাখ্যা: ব্যাখ্যা: A man of letter একটি phrase, যার অর্থ বিদ্যান ব্যক্তি। A stupid man - নির্বোধ, Unwise man- অজ্ঞ ব্যক্তি। A illiterme person হলো নিরক্ষর ব্যক্তি। যিনি বিদ্যান তিনিই জ্ঞানী।
9283. The poem 'Solitary Reaper' is written by-
Wordsworth
Keats
Shakespeare
Shelley
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Romantic যুগের কবি William Wordsworth-এর বিখ্যাত কবিতা "The Solitary Reaper" তিনি Poet of nature নামে খ্যাত।
9284. কোন পঙক্তিটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অংশ-
ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে
ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই
অমানে তোর ধানের ক্ষেতে সোনার হাসি হাসলো কে
অমানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি
9285. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা?
দলিল
নেকড়ে অরণ্য
খোয়াবনামা
হাজার বছর ধরে
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গী- শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তা ছাড়া জননী, জাহান্নাম হতে বিদায় তাঁর উল্লেখযোগ্য উপন্যাস।
9286. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- পঙক্তিটির রচয়িতা কে?
জ্ঞানদাস
আলাওল
বিদ্যাপতি
চন্ডীদাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: উক্তিটি কবি বড়ু চণ্ডীদাসে। তিনি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচিয়তা। তাঁর প্রকৃত নাম অনন্ত। শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের আদি নির্দশন।
9287. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
কাঁদো নদী কাঁদো
আনন্দ মঠ
চাঁদের অমাবস্যা
লালসালু
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ "আনন্দমঠ" বঙ্কিমচন্দ্রের অন্যতম উপন্যাস। তিনি বাংলা সাহিত্যে 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত। অন্যদিকে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত।
9288. Which is the verb form of the word 'Brief?
Briefly
Briefless
None of these
Brevity
ব্যাখ্যা: ব্যাখ্যা: Brief একটি Noun, Adjective ও Noun হিসেবেও এটি ব্যবহৃত হয়। Brief-এর অর্থ সংক্ষিপ্ত বিবরণ দেয়া।
9289. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্যারীচাঁদ মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যে ১৮৪৭ সালে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন। তিনি 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন।
9290. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেই রচিত হয়েছিল যে উপন্যাস-
দুই সৈনিক
রাইফেল রোটি আওরাত
১৯৭১
হাঙ্গর নদী গ্রেনেড
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন মাসে রচিত হয় রাইফেল রোটি আওরাত। যার রচিয়তা আনোয়ার পাশা।
9291. কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ হচ্ছে --
নিরালোকে দিব্যরথ
বিরতিহীন উৎসব
প্রথম দিন
তৃষ্ণার তানপুরা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নাগরিক কবি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো- নিরালোকে দিব্যরথ, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বন্দিশিবির থেকে।
9292. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
বলাকা
ঘরে বাইরে
রক্তকরবী
চোখের বালি
9293. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
ছোটগল্প
গীতিকবিতা
প্রবন্ধ
নাটক
9295. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি কার রচনা?
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
বিষ্ণু দে
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ "রূপসী বাংলা" কাব্যগ্রন্থটির কবি জীবনানন্দ দাস। তার অন্যান্য কাব্যগ্রন্থ হলো- ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহা পৃথিবী, ঝরা পালক।
9296. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
চিত্রা
চক্রবাক
বলাকা
সোনার তরী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ "চক্রবাক" কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা। এছাড়া বিষের বাঁশি, অগ্নিবীণা, সাম্যবাদী, সিন্ধু হিন্দোল তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
9297. মনরে কৃষি-কাজ জান না এমন মানব-জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা" গানটির রচয়িতা কে?
নিধু বাবু
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
রামপ্রসাদ সেন
9298. Find the correct passive voice of the sentence-'Roses smell sweet'
Roses are smelling sweet.
Roses are sweet smelling which someone smells.
Roses are sweet when smelt.
Roses are sweet when we smell.
9299. 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
নোনতা
ললিত
লোনা
লবণাক্ত
ব্যাখ্যা: নোটঃ লবণ শব্দের বিশেষণ- লবণাক্ত, নোনতা, লোনা। সুতরাং ক, খ. গ তিনটিই সঠিক।
9300. 'ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে'- বাক্যটি কোন কালের?
পুরাঘটিত অতীত
সাধারণ ভবিষ্যৎ
নিত্যবৃত্ত বর্তমান
পুরাঘটিত বর্তমান