MCQ
101. স্পট ওয়েল্ডিং ইলেকট্রোড ব্যবহৃত হয়-
স্টেইনলেস
অ্যালুমিনিয়াম
কপার
ব্রাশ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: স্পট প্রায়ল্ডিং-এ ব্যবহার ইলেকট্রোড অক্ষয়িষ্ণু হয়। এগুলো লো-রেজিস্ট্যান্স (Low Artistiche) তামা সংকরের তৈরি। এছাড়া উচ্চ তাপ প্রতিরোধক হয়। ইলেকট্রোডকে ঠান্ডা রাখার অন্য প্রতিটি ইলেকট্রোডকে ফাঁকা করে। ইলেকট্রোডের মুখ ফ্লাট, ডোম, টাংকেটেড হতে পারে।
102. প্রজেকশন ওয়েল্ডিং এক ধরনের-
continuous spot-welding process
multi spot welding process
are welding process
process used for joining mund bars
103. থার্মিট ওয়েল্ডিং ব্যবহৃত হয়-
গিয়ার এর দাঁত জোড়া দিতে
রেললাইন জোড়া দিতে
(ক ও খ)
কোনোটিই নয়
104. সোল্ডারিং পদ্ধতিতে তাপমাত্রার পাল্লা-
৪০°সে, - ১০০°সে,
১৮০°সে.-২৫০°সে.
৩০০°সে.-৫০০°সে,
৬০০°সে-৯০০°সে.
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: সোল্ডারিং পদ্ধতিতে তাপমাত্রার পাল্লা সাধারণত ১৮০°-২৫০ সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।
105. স্পট ওয়েল্ডিং পদ্ধতিতে কত মিনি পুরুর ধাতু জোড়া দেওয়া হয়?
0.5mm
1mm
3mm
5mm
106. সাধারণত ব্রেজিং-এ ফ্লাক্স হিসেবে ব্যবহৃত হয়-
জিংক ক্লোরাইড
অ্যালুমিনিয়াম ক্লোরাইড
বোরাক্স
কোনোটি নয়
107. ভঙ্গুরতা কোন পরীক্ষার মাধ্যমে করা হয়?
বেন্ড টেস্ট
ইম্প্যাট টেস্ট
ক ও খ
এক্স-রে টেস্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ইম্প্যাক্ট টেস্ট দিয়ে টাফনেস, ভঙ্গুরতা ইত্যাদি নির্ণয় বা হাচাই করা যার।
108. সিম ওয়েল্ডিং (Seam welding) বলতে বুঝায়-
একটি আর্ক ওয়েন্ডিং পদ্ধতি
একটি অবিরাম স্পট ওয়েন্ডিং পদ্ধতি
একটি মাল্টি-স্পট ওয়েল্ডিং পদ্ধতি
ধাতু দণ্ড জোড়া দেয়ার পদ্ধতি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: সিম ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং- এর একটি শাখা। এটি স্পট ওয়েল্ডিং-এর মতোই। তবে পার্থক্য এই যে, এতে ব্যবহৃত ইলেকট্রোডহয় পয়েন্টেড না হয়ে একটি গোলাকার ও অপরটি ফ্ল্যাট ইলেকট্রোডজ ব্যবহৃত হয়। সিদ ওরেন্টিং একটি অবিরাম ও সবিরাম স্পট ওয়েল্ডিং পদ্ধতি।
109. রিভেট লাগানোর কাজে কোন যন্ত্রাংশ ব্যবহৃত হয়?
রিভেটিং হ্যামার
স্কু-ড্রাইভার
সফট হ্যামার
ওয়্যার গেজ
110. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েন্ডিং
ঘর্ষণ ওয়েন্ডিং
থামিট ওয়েল্ডিং
কোনোটিই নয়
111. For are welding-
alternating current with high frequency is used
alternating current with low frequency is used
direct current is used
any one of these
112. থার্মিট ওয়েল্ডিং কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: থার্মিট ওয়েল্ডিং দুই প্রকার। যথা-
১। লেসার থার্মিট ওয়েন্ডিং ও
২। ফিউশন থার্মিট ওয়েন্ডিং।
113. কম শক্তি খরচে দ্রুত ওয়েল্ডিং করা যায় - ওয়েল্ডিং।
আল্ট্রাসনিক
আর্ক
থার্মিট
মিগ
114. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং-এর অসুবিধা হলো
বেশি পুরুত্বের শিট জোড়া দেওয়া যায় না।
দুটি ভিন্ন ধরনের ধাতুকে জোড়া দেওয়া যায় না
ফিলার রড ব্যবহৃত হয়
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: সুবিধাঃ
১। অধিক উৎপাদনে উপযোগী।
২। বৈদ্যুতিক খরচ ছাড়া অন্য খরচ তেমন নেই।
৩। ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয় না।
৪। ফিলার রড প্রয়োজন হয় না।
অসুবিধাঃ
১। সরঞ্জাম ব্যয়বহুল।
২। বেশি পুরুত্বের প্লেট জোড়া দেয়া যায় না।
৩। সরঞ্জাম রক্ষণাবেক্ষণ বেশি জটিল।
115. থার্মিট পদ্ধতিতে কী জোড়া দেওয়া হয়?
রেললাইন
পাতলা শিট
অলংকার
কোনোটিই নয়
116. সফট সোল্ডারে সিসা ও টিনের অনুপাত কত?
৩৭% ও ৪২%
৩৭% ও ৬৩%
৭০% ও ৪০%
২% ও ৩%
117. জিংক-এর প্রলেপ দেওয়া হয় কেন ?
গ্যালভালাইজিং
এনাজাইজিং
পারকেরিশিং
শিয়াডায়জিং
118. নিচের কোনটি থার্মিট ওয়েল্ডিং- এর সমীকরণ?
FeO + Al →Al ₂O ₃+ Fe
3Fe ₃ O4 + Al → AI₂O₃ + Fe + Her 3000°
Fe + H₂SO4 → FSO4 + H₂
কোনোটিই নয়
119. ৪20°F তাপমাত্রার নিচের তাপমাত্রায়ও কোন জোড়া দেয়া সম্ভব?
ব্রেজিং
সোল্ডারিং
ঘর্ষণ ওয়েল্ডিং
রেজিস্ট্যান্স ওয়েল্ডিং
120. থার্মিট কী কী উপাদান দ্বারা গঠিত ?
ক্যালসিয়াম + লোহা
কার্বন + লোহা
ম্যাগনেশিয়াম +লোহা
অ্যালুমিনিয়াম + লোহা
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইডের অতি সূক্ষ্ম গুঁড়ার মিশ্রণকে থার্মিট বলা হয়।