MCQ
12221. ইউরোপীয় ন্যায়পাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
12222. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়?
ব্রাসেলস, বেলজিয়াম
ফ্রাঙ্কফুট, জার্মানি
লন্ডন, যুক্তরাজ্য
প্যারিস, ফ্রান্স
12223. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম কী?/ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
পাল বংশ
গুপ্ত বংশ
সেন বংশ
ভুইয়া বংশ
12224. পালবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
গোপাল
ধর্মপাল
রামপাল
দেবপাল
12225. নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে?
মৌর্য বংশ
গুপ্ত বংশ
পাল বংশ
সেন বংশ
12226. মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু -
সম্রাট আকবর
সম্রাট শাহজাহান
সম্রাট আওরঙ্গজেব
সম্রাট হুমায়ুন
12227. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
12228. বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী?
হিন্দু
জৈন
বৌদ্ধ
খ্রিস্টান
12229. ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটস কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
12230. মাৎস্যন্যায় নির্দেশ করে
আলেকজান্ডারের আগমন
বখতিয়ারের আগমন
রামপালের আগমন
গোপালের আগমন
12231. কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
আকবর
শেরশাহ
শাহজাহান
আওরঙ্গজেব
12232. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? / ইউরোপীয় ইউনিয়নের কার্যকরী রাজধানী কোথায়?/ ইউরোপীয় কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
কোপেনহেগেন, ডেনমার্ক
লন্ডন, যুক্তরাজ্য
রোম, ইতালি
ব্রাসেলস, বেলজিয়াম
12233. প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে?
গোপাল
রামপাল
বিজয় সেন
লক্ষণ সেন
12234. ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
ব্রাসেলস, বেলজিয়াম
ফ্রাঙ্কফুট, জার্মানি
লন্ডন, যুক্তরাজ্য
প্যারিস, ফ্রান্স
12235. বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? / পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ধর্মপাল
দেবপাল
গোপাল
মহীপাল
12236. আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
পান্ডুয়া
বিহার
লক্ষণাবতী
কুচবিহার
12237. বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি
পাল রাজা
সেন রাজা
চন্দ্র রাজা
খড়গরাজা
12238. ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন বসে কোথায়?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
ব্রাসেলস, বেলজিয়াম
হেগ, নেদারল্যান্ড
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
12239. নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময় -
মুহম্মদ শাহ
বাহাদুর শাহ
ফররুখ শিয়ার
দ্বিতীয় আকবর
12240. মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়?
খলজি শাসন আমলে
সেনশাসন আমলে
যুগল শাসন আমলে
পাল তাম শাসন আমলে