MCQ
18901. 'আমি ভালো আছি তুমি' কাব্যটি কে রচনা করেছেন?
শামসুর রাহমান
শহীদ কাদরী
আল মাহমুদ
দাউদ হায়দার
18902. 'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন?
যতীন্দ্র মোহন বাগচী
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীম উদ্দীন
কাজী নজরুল ইসলাম
18903. উনিশ শতকের 'মহিলা' কাব্যের রচয়িতা কে?
সুরেন্দ্রনাথ মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
বিহারীলাল চক্রবর্তী
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
18904. কোন দুজন ত্রিশের দশকের লেখক?
সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু
মোজাম্মেল হক ও শাহাদাত হোসেন
সত্যেন্দ্রনাথ দত্ত ও ফররুখ আহমদ
বিষ্ণু দে ও শওকত ওসমান
18905. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
কবিতা
উপন্যাস
নাটক
ছোটগল্প
18906. 'মেঘনায় ঢল' কবিতাটির লেখক-
হুমায়ুন কাদির
হুমায়ুন জহির
হুমায়ূন কবির
হুমায়ুন আহমেদ
18907. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থের কবি কে?
রফিক আজাদ
শক্তি চট্টোপাধ্যায়
শঙ্খ ঘোষ
শামসুর রাহমান
18908. বাংলায় টি. এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
রবীন্দ্রনাথ ঠাকুর
সুধীন্দ্রনাথ দত্ত
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
18909. 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
মযহারুল ইসলাম
হুমায়ুন কবির
রফিকুল আজাদ
জাহানারা ইমাম
18910. ত্রিশোত্তর কালের সাহিত্যিক কারা?
উনিশ'শ ত্রিশের পর যে সাহিত্যিকের জন্ম
উনিশ'শ ত্রিশের পর যাঁরা সাহিত্য রচনা শুরু করেন
উনিশ'শ ত্রিশের সাহিত্যবলয় হতে যারা মুক্ত হতে পারেননি
তেরশ'শ ত্রিশের পর যাদের সাহিত্যিক সূচনা ও বিকাশ হয়
18911. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
আর্তনাদ
কাঁটাতারে প্রজাপতি
জাহান্নাম হইতে বিদায়
18912. 'চিন্তাতরঙ্গিণী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল
18913. বিখ্যাত 'কাজলা' কি বা কে?
একটি কবিতা
কায়কোবাদের জন্মস্থান
একটি উপন্যাস
মধুসূদনের পত্নী
18914. 'দ্যা লিবারেশন অফ বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা—
রফিকুল ইসলাম
রশীদ করিম
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
কর্নেল সিদ্দিক মালিক
18915. কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস-
চিলেকোঠার সিপাই
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়
18916. 'বিত্ত নাই বেসাতি নাই' এর রচয়িতা কে?
শহিদ কাদরী
কামিনী রায়
আসাদ চৌধুরী
ফজল শাহাবুদ্দিন
18917. 'জুলেখার মন' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
মোহাম্মদ মাহফুজউল্লাহ
সমর সেন
রজনীকান্ত সেন
জাহানারা আরজু
18918. 'আবোল-তাবোল' কার লেখা?
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সত্যজিৎ রায়
সুকুমার রায়
18919. A Search for Identity বইটি কার লেখা?
কবির চৌধুরী
মেজর আবদুল জলিল
মেজর রফিকুল ইসলাম
সিরাজুল ইসলাম চৌধুরী
18920. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
জলাংগী
খরাদাহ
কাঁটাতারে প্রজাপতি