MCQ
19141. 'মর্সিয়া' কী?
আনন্দগীতি
চমাকগীতি
শোকগীতি
পল্লীগীতি
19142. 'লোকসাহিত্য 'সংগ্রহে অবদান রেখেছেন?
রজনীকান্ত সেন
দীনেশচন্দ্র সেন
হীরালাল সেন
কেশবচন্দ্র সেন
19143. লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
ধাঁধাঁ
প্রবাদ
ছড়া
গাঁথা কাহিনী
19144. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
শ্রীচৈতন্যদেব
রামকৃষ্ণ পরমহংসদেব
কাহ্নপা
বিদ্যাপতি
19145. Ballad কী?
লোকগীতি
লোকগাথা
গীতিকা
গাঁথা
19146. 'কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা-
নাসির মাহমুদ
সৈয়দ সুলতান
আলাওল
শেররাজ
19147. কোনটি মর্সিয়া সাহিত্য?
মধুমালতী
লায়লী মজনু
চন্দ্রাবতী
জঙ্গনামা
19148. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত:
ফকির গরীবুল্লাহ
বিপ্রদাস পিপিলাই
নরহরি চক্রবর্তী
বৃন্দাবন দাস
19149. কোনটি শোকগীতি বা বিলাপ সংগীত?
সারিগান
মর্সিয়া
ভাটিয়ালী
হামদ
19150. 'জঙ্গনামা' কাব্যের বিষয় কী?
যুদ্ধ-বিগ্রহ
রোমান্স
শোক-তাপ
প্রেম-ভালবাসা
19151. বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী কী?
প্রবচন, ছড়া ও ধাঁধাঁ
গান ও গীতিকা
পুঁথি সাহিত্য ও গাঁথা
মঙ্গল কাব্য
19152. লোকসাহিত্য কাকে বলে?
গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ্রামীণ নর-নারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
19153. 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
শৈবধর্ম
নাথধর্ম
বৌদ্ধ সহজযান
কোনটি নয়
19154. 'চৈতন্য-ভাগবত' রচনা করেন কে?
বিদ্যাপতি
বৃন্দাবন দাস
জ্ঞানদাস
গোবিন্দ দাস
19155. 'কড়চা' কী?
জয়নুল আবেদীন এর শিল্পকর্ম
রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর জীবনীগ্রন্থ
শ্রীচৈতন্য দেব এর জীবনীগ্রন্থ
19156. 'লোকসাহিত্য' বলতে কি বুঝায়?
নাটক প্রাচীন
কবিতা, চিত্রকলা,
ছড়া, গান, ধাঁধাঁ, প্রবাদ-প্রবচন
গান উপন্যাস
19157. 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহ করেন-
দক্ষিণারঞ্জন মিত্র
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। কিন্তু প্রশ্নে চন্দ্রকুমার না থাকলে দীনেশচন্দ্র সেন উত্তর হবে।
19158. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
দৌলত উজির বাহরাম খাঁ
সাবিরিদ খাঁ
সৈয়দ সুলতান
সৈয়দ নূরুদ্দীন
19159. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান-
নোয়াখালী
আরাকান
চট্টগ্রাম
ফরিদপুর
19160. 'কড়চা' শব্দের সমার্থক শব্দ-
রোজনামচা
খসড়া
ঝগড়া
নিয়তি