অ্যাডভান্সড ওয়েল্ডিং MCQ
81. মিগ ওয়েন্ডিং পদ্ধতিতে কত পুরুত্বের ধাতু ওয়েল্ডিং করা যায়?
5mm-50mm
60mm-70mm
2mm-20mm
0.8mm-12.7mm
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: নোট: এক একটি ধাতুর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে।
(i) কার্বাইড স্টিলের ক্ষেত্রে মেটাল পুরুত্ব 0.8mm (অ্যাম্পিয়ার সেটিং করা হয় 40 পকসল 15 Amp) থেকে 12:7mm এবং এর উপরে (অ্যামিপরার সেটিং করা হয় 315 Amp) করা হয়।
(ii) স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে মেটাল পুরুত্ব 1.2mm (অ্যাম্পিয়ার সেটিং করা হয় 50 থেকে 60Amp) থেকে 12.7mm এবং এর উপরে (অ্যাম্পিয়ার সেটিং করা হয় 300 থেকে 325 Amp) করা হয়।
(ii) অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মেটাল পুরুত্ব 1/8 inch (অ্যাম্পিয়ার সেটিং করা হয় 110 থেকে 130 Amp) থেকে ½ inch এবং এর উপরে (অ্যাম্পিয়ার সেটিং করা হয় 300 Amps) করা হয়।
82. নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয় কোন ওয়েল্ডিং- এ?
টিগ
গ্যাস ওয়েন্ডিং
থামিট
রেজিস্ট্যান্স
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: আর্ক ওয়েল্ডিং-এর যে পদ্ধতিতে টিগ, বিগ, হিলিয়াম, আর্গন, নিরন প্রকৃতি নিষ্ক্রিয় গ্যাসের অবিরাম প্রবাহের ভিতর ইলেকট্রোড ও কাজের মধ্যে আর্ক তৈরি করে ওয়েল্ডিং করা হয়, তাহাই নিষ্ক্রিয় গ্যাস আর্ক ওয়েল্ডিং নামে পরিচিত।
83. টিগ ওয়েল্ডিং-এ কোন ইলেকট্রোড ব্যবহৃত হয়?
ক্ষয়িষ্ণু
অক্ষয়িষ্ণু
ক ও খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: টিগ ওয়েল্ডিং-এর বৈশিষ্ট্য।
১। অক্ষয়ীষ্ণু দিংস্টেন ইলেকট্রোড ব্যবহার করা হয়। উচরজানা
২। আর্গন হিলিয়াম নাইট্রোজেন ইত্যাদি নিষ্ক্রীয় গ্যাস অবিরাম প্রবাহে ওয়েন্ডিং করা হয়।
৩। ফিলার রড ব্যবহার করা হয়।
৪। টর্চ ঠান্ডার লক্ষ্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
৫। তুলনামূলকভাবে সহজে ওয়েন্ডিং করা যায়।
84. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রধানত কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রধানত ছয় প্রকার, যথা--
১। স্পট ওয়েল্ডিং (Spot welding)
২। সিম ওয়েল্ডিং (Seam welding
৩। প্রজেকশন ওয়েল্ডিং (Projection welding).
৪। ফ্লাশ ওয়েল্ডিং (Flash welding).
৫। আপসেট ওয়েল্ডিং (liet wehting).
৬।পারকাশন ওয়েল্ডিং (Percussion welding)
85. ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহৃত হয়-
কার্বন আর্ক ওয়েল্ডিং-এ
সাবমার্জড ওয়েল্ডিং-এ
টিগ ওয়েল্ডিং-এ
মিগ ওয়েল্ডিং-এ
86. মিগ ওয়েল্ডিং-এ কোন ধরনের ইলেকট্রোড ব্যবহৃত হয়?
ক্ষয়িষ্ণু
অক্ষয়িষ্ণু
দাম বেশি
দাম কম
87. AC DC উভয় সরবরাহে ব্যবহৃত হয়-
মিগ (MIG)
টিপ (TIG)
ক ও খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: টিগ ওয়েল্ডিং (TIG welding)
(ক) এতে অক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহার করা হয়।
(খ) ফিলার মেটাল প্রয়োজন।
(গ) এসি-ডিসি (AC-DC) উভয় সরবরাহে ব্যবহার করা যায়।
(ঘ) পোলারিটি দরকার হয় না।
মিগ ওয়েল্ডিং (MIG welding)
(ক) এতে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহার করা হয়।
(খ) ফিলার মেটাল প্রয়োজন নেই।
(ঙ) ডিসি (DC) সরবরাহে ব্যবহার করা যায়।
(ঘ) পোলারিটি দরকার হয়।
88. নিরপেক্ষ শিখা দ্বারা একটি মাইন্ড স্টিল-এ কার্যবস্তু ওয়েন্ড করতে 10 Litre অ্যাসিটিলিন লাগলে কতটুকু অক্সিজেন লাগবে?
5 Littre
15 Littre
10 Littre
20 Littre
89. টিগ ওয়েল্ডিং টর্চ কী দ্বারা ঠান্ডা করার ব্যবস্থা থাকে?
বাতাস ও পানি
পারদ
কেরসিন
ডিজেল
90. মিগ ওয়েল্ডিং- এ ওয়েল্ডিং জোনকে বয়ুমণ্ডলের আবরণ থেকে রক্ষা করে-
হিলিয়াম (He) গ্যাস
আগন (Ar) গ্যাস
ক ও খ
কোনোটিই নয়
91. কার্টুরাইজিং শিখায় উৎপন্ন তাপমাত্রা-
5850°F
5600° F
5700°F
5700°C
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: কার্টুরাইজিং শিখা: যে শিখায় অক্সিজেন এর চাইতে অ্যাসিটিলিনের পরিমাণ বেশি থাকে তাকে কাবুরাইজিং শিখা বলে। একে রিডিউসিং শিখাও (Reducing flame) বলা হয়। এই শিখাতে অক্সিজেন ও আঅ্যাসিটিলিন গ্যাসের অনুপাত থাকে। ০.৯:১। অভ্যন্তরীণ কোথ (Inner cone) এবং বাহ্যিক এমডেলগ (Outer envelope)-এর মধ্যবর্তী লম্বা পালক আকৃতি দেখে এর শিখা চেনা যায়। কার্বন-এর পরিমাণ বেশি থাকে বলে এই শিখা প্রধানত ধাতুর উপরিভাগ শক্ত করার কাজে (Hand surfacing) ব্যবহৃত হয়। কার্তুরাইজিং শিখার নিকটতম তাপমাত্রা ৫৭০০° ফার।
92. মিগ (MIG) পদ্ধতিতে স্টিল ওয়েল্ডিং করার জন্য প্রয়োজন -
বিশুদ্ধ অক্সিজেন গ্যাস।
কার্বন ডাই-অক্সাইড গ্যাস
আর্গন -অক্সিজেনের মিশ্রণ
নাইট্রোজেন
93. নিচের কোন পদ্ধতিতে অক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহৃত হয়?
মিগ (MIG)
টিগ (TIG)
ক ও খ
কোনোটিই, নয়
94. তুলনামূলকভাবে জটিল মেকানিজম ব্যবহার হয় কোন ওয়েল্ডিং-এ
সোল্ডারিং
মিগ
টিগ
সবগুলো
95. টিগ ও মিগ ওয়েল্ডিং-এ কোন ধরনের গ্যাস ব্যবহৃত হয়া
নিষ্ক্রিয় গ্যাল
নাইট্রোজেন
অক্সিজেন গ্যাস
হাইড্রোজেন গ্যাস
96. অক্সিজেন সিলিন্ডারে সাধারণত কী রং দেওয়া থাকে?
সাদা
হলুদ
কালো
খয়েরি লাল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ১। USA-তে অক্সিজেন সিলিন্ডার-এর কালার গ্রিন হয়।।
২। আন্তর্জাতিক ক্ষেত্রে অক্সিজেন সিলিভারের রং সাদা হয়।
৩। বাংলাদেশের ফেরে অক্সিজেন সিলিন্ডারের রং কালো হয়।
97. নিচের কোন ওয়েল্ডিং পদ্ধতিতে নন-কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করা হয়?
Laser welding
MIG welding
TIG welding
Plasma welding
98. কোন ওয়েল্ডিং পদ্ধতিতে পোলারিটি দরকার হয় না?
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
ক ও খ
কোনোটিই নয়
99. নিচের কোনটিকে ফ্লাক্স হিসাবে ব্যবহার করা হয় না?
চুনাপাথর
মাইকা
ফ্লোরস্পার
গ্রাফাইট
100. কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং