Math MCQ
202. বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
৪৪০ টাকা
৪৫০ টাকা
৪৪১ টাকা
৪৪৫ টাকা
203. কোন পরীক্ষায় গণিতে ৫২% ও বাংলায় ৪২% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ১৭% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে?
২৩%
৬%
৩০%
৮০%
205. . English grammar is not too difficult to understand. Here 'English' is-.
adverb noun adjective verb
noun
adjective
verb
ব্যাখ্যা: Hints: কোনো Noun যদি আরেকটি Noun-এর পূর্বে বসে Noun টিকে modify করে তাহলে তাকে Adjective হিসেবে গণ্য করা হয়।
206. x²-7x + 12 ≤ 0 এর সমাধান সেট-
(-০০, 3]
(3, 4)
[3, 4]
[4,০০)
207. কোন স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
১৮৫০ জন
১৮৯০ জন
১৮৭২ জন
১৮৩৬ জন
208. ৮৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৮: ৯। দ্রবণে কত লিটার সিরাপ আছে?
৪০ লিটার
৪৫ লিটার
২৫ লিটার
৩৫ লিটার
209. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
৩৬
৪৫
৩৮
৩৪
210. ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে সংখ্যা দুইটির অনুপাত কত?
১:৯
২:৫
২:৩
৩:৫
212. কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮০ ও ৬২০। ত্রিভুজটি কোন ধরনের?
সমকোণী
সূক্ষ্মকোণী
স্থূলকোণী
সমদ্বিবাহু সমকোণী
213. পাড়ের বিস্তারসহ একটি পুকুরের ক্ষেত্রফল ৩০৩৬ বর্গ মিটার এবং পাড়ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল ২৪০০ বর্গ মিটার। যদি পাড়ের বিস্তারসহ পুকুরটির দৈর্ঘ্য ৬৬ মিটার এবং পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরটির প্রস্থ কত মিটার?
৪০ মিটার
২০ মিটার
৮০ মিটার
৪৬ মিটার
214. ৫৬ টি কলা ৩৩৬ টাকায় কিনে ৪২টি কলা ২৫২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক্ষতি ৫%
কোন লাভ বা ক্ষতি হবে না
লাভ ১০%
ক্ষতি ১০%
215. কোনো গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পাওয়ায় ২১,৬০০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা জনসংখ্যা কত ছিল?
১৮,৫০০ জন
২০,০০০ জন
১৯,০০০ জন
১৮, ৩৬০ জন
216. 3x - y = 3, 5x + y = 21 হলে (x, y) এর মান-
(2, 5)
(2, 6)
(3, 6)
(3, 5)
217. ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?
29
35
42
22
218. একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি. হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
১৬ বর্গ সে.মি.
৩৬ বর্গ সে.মি.
৪৮ বর্গ সে.মি.
৪৮ বর্গ সে.মি.
219. লবণের মূল্য ১০% বেড়ে যাওয়ায় ৭৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৩০ কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে?
৫০০ টাকা
১৫০০ টাকা
৭৫০ টাকা
৮০০ টাকা
220. x² + y² + z² = 2, xy + yz + zx = 1 হলে, (x + 2y)² + (y + 2z)² + (z + 2x)² এর মান-
12
19
16
14