ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
201. Length Comparator যন্ত্রটি সিমেন্টের কোন test-এর জন্য ব্যবহৃত হয়?[LGED-19]
Normal consistency test
Soundness test
Setting time test
Fineness test
ব্যাখ্যা: ব্যাখ্যা: (1) Length comparator- fineness test, (ii) Vicat apparatus ---consistensy for a, d setting test, (iii) Le chattelier ---Soundness test.
202. এক ঘনমিটার চুনের ওজন--- [BBA-19; BSCIC-19]
৬৪০ কেজি
৬৯০ কেজি
৭০০ কেজি
৬৮০ কেজি
203. Vicat's apparatus cement কোন test করার কাজে ব্যবহৃত হয়? [MOCA-19)
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
ব্যাখ্যা: ব্যাখ্যা: Vicat's apparatus সাধারণত Consistency test এবং সিমেন্টের Initial setting time এবং Finial setting time test-এ ব্যবহৃত হয়।
204. বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়- --(DM-19)
Tarpene
Water
Spirit
Alcohol
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিন কালো বা বাদামি বর্ণের বান্ধনীসম্পন্ন জৈব রাসায়নিক
যৌগ বিশেষ। বিটুমিন বা বিটুমিনজাত সামগ্রী স্পিট তেলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়।
205. সিমেন্টের কী পরীক্ষার জন্য. Vicat's apparatus ব্যবহৃত হয়? [MOLE-19]
Fineness
Setting time
Specific gravity
Compressive strength
206. Fine aggregate-এর সর্বোচ্চ Particle size কত?(MOCA-19)
2.75mm
6.5mm
4.75mm
1.25mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: Fine aggregate-এর সর্বোচ্চ Particle size 4.75mm এবংসর্বনিম্ন Particle size 0.075mm
207. Fine aggregate-এর সর্বনিম্ন Particle size কত? (MOCA-19)
0.75mm
0.0075mm
0.075mm
1mm
208. Sunshade-এর নিচে পানি গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয়, তার নাম- (MD-19)
Drop Course
Water Course
Rain Course
Dip Course
ব্যাখ্যা: ব্যাখ্যা: রোদ বা বৃষ্টির পানি যাতে দরজা বা জানালার মধ্য দিয়ে ঘরের
ভেতর প্রবেশ করতে না পারে, তার জন্য দরজা-জানালার উপরে তাক-এর ন্যায় দেয়াল হতে ১'-১.৫′ পর্যন্ত RCC দ্বারা বর্ধিত রাখা হয়, একেই সানশেড বলে। আর সানশেডের নিচে পানি গড়ানো বন্ধ করতে ডিপ ফোর্স-এর ব্যান্ড বা আস্তরণ দেয়া হয়।
209. সিমেন্টে কোন উপাদান থাকার ফলে Setting ধীরে হয়?[MOCA-19]
Silica
Alumina
Lime
Iron oxide
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টে প্রায় 63% লাইম (Lime) বা চুন থাকে। সিমেন্টে লাইমের পরিমাণ কম হলে সিমেন্টের শক্তি হ্রাস পায় এবং জমাটবদ্ধ (Setting) দ্রুত হয়।
210. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়? {DM-19}
Fly ash
Di-Calcium Silicate
Tri-Calcium Silicate
Tri-Calcium Aluminate
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের মূল উপাদানগুলো হচ্ছে-
(i) ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, (ii) ডাই
ক্যালসিয়াম সিলিকেট, (iii) ট্রাই ক্যালসিয়াম
অ্যালুমিনেট, (iv) টেট্রা ক্যালসিয়াম
অ্যালুমিনোফেরাইট, (v) ক্যালসিয়াম সালফেট।
211. নিচের কোন Test সিমেন্ট-এর জন্য প্রযোজ্য নয়? [MOCA-19]
Compressive strength
Slump
Setting time
Fineness
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের কার্যক্ষমতা ও আর্দ্রতা পরিমাপের জন্য Slump test করা হয়।
212. নিচের কোন সামগ্রীটি পেইন্টের মূল উপাদান?
হোয়াইট লেড
তিষির তেল
জিঙ্ক সালফেট
তারপিন তেল
ব্যাখ্যা: ব্যাখ্যা: পেইন্টের মূল উপাদান হোয়াইট লেড [2PbСО₃, Pb (ОН₂)] জিংক হোয়াইট, লেড আয়রন অক্সাইড, গ্রাফাইট, লিথোফোন অ্যান্টিমনি হোয়াইট এবং টাইটানিয়াম অক্সাইড।
213. ASTM No.-4 sieve-এর Opening কত? (MOCA-19)
2mm
3.25mm
4.75mm
0.475mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: ASTM sieve-এর Opening # 4(4.75mm), # 8(2.36mm) #16(1.18min) ইত্যাদি।
214. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?[PWD-2000; PPA-18, MOLE-19]
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও অ্যালুমিনা
ব্যাখ্যা: ব্যাখ্যা
: সিমেন্টে প্রায় ৬৩% চুন থাকে। চুনের সঠিক পরিমাণের উপর সিমেন্টের শক্তি এবং জমাটবদ্ধতার সময়ের তারতম্য নির্ভর করে এবং সিমেন্টে প্রায় ২২% সিলিকা থাকে। এটা চুনের উপস্থিতিতে ডাই-ক্যালসিয়াম সিলিকেট ও ট্রাই-ক্যালসিয়াম সিলিকেটে রূপান্তরিত হয়। এটা সিমেন্টের শক্তি বৃদ্ধি করে।
215. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? [HED-19]
Thinner
Pigment
Vehicle
সবগুলো
216. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? (DM-19)
Silica
Sodium
Magnesium
Alumina
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাচ তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকা বা বালি। সিলিকা কাচের স্বচ্ছতা বা উজ্জ্বলতা বৃদ্ধি করে।
217. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না? (LGED-19)
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিনজাত সামগ্রীর নিম্নলিখিত পরীক্ষাগুলো করা হয়ে থাকে-
(i) Penetration test, (ii) Viscosity test, (iii) Specific gravity test, (iv) Float test, (v) Ductility test, (vi) Softening point test.
218. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী? [PWD-04; DM-19; MOEF-19]
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠের সিজনিং করার কারণগুলো হচ্ছে-
(i) টিম্বারের আয়ুষ্কাল এবং স্থায়িত্ব বৃদ্ধি করা।
(ii) ছত্রাকের আক্রমণ হতে রক্ষা করা।
(iii) কাঠকে সংকোচন ও প্রসারণ হতে রক্ষা করা।
(iv) টিম্বারের শক্তি বৃদ্ধি করা।
219. GI Sheet চওড়া- [MOCA-19]
২'-৩"
২-৬"
২'-৮"
৩'-০"
ব্যাখ্যা: ব্যাখ্যা: The two most common widths are 26" and 36". Other standard widths include 24 "and 39''
220. সিমেন্ট কী?
জোড়ক পদার্থ
উন্নতমানের জোড়ক পদার্থ
কাদাজাতীয় পদার্থ
কোনোটিই নয়