ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
461. একটি প্রথম শ্রেণীর ইটের আদর্শ পরিমপি কোনটি? [PWD- 2001]
9×4×2
9.5" x 4.5" x 2.75"
১০"x 5" x 3"
None of these
ব্যাখ্যা: তথ্য: প্রমাণ সাইজের ইটের মাপ, মসলা বিহীন = 9.5" x 4.5" x 2.75" = 9 × 4 × 2 = 24.2cm × 11.4cm x 7cm.
462. Paint এর Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়-
অ্যালকোহল
পেট্রোল
তারপিন
পানি
463. সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে ক্লিনকার এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ -
setting time বৃদ্ধি করা
setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
কন্সট্রাকশন প্রসেস
এস্টিমেটিং এন্ড কস্টিং
ব্যাখ্যা: তথ্য: জিপসাম সিমেন্টের সেটিং একশন মন্থর করে বা সেটিং টাইম
বৃদ্ধি করে। উত্তর: ক
464. Capillary rise will be greater in-
gravel
fine sand
silt
coarse sand
465. সিমেন্টের কোন পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়?
Initial setting time
Final setting time
Normal consistency
ওপরের সব গুলো
Job Preparation
Civil Engineering
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় -2004
ব্যাখ্যা: তথ্য: Initial setting time, Final setting time, Normal consistency পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়।
সঠিক উত্তর (ঘ)।
466. সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত সময়ের বেশি হওয়া উচিত নয়?
৫ ঘন্টা
১০ ঘন্টা
৭ ঘন্টা
১২ ঘন্টা
467. জলছাদে চুন সুরকী খোয়ার অনুপাত-
1:2:4
1:3:6
2:2:6
2:2:7
468. Concrete mix-এর ক্ষেত্রে slump value বৃদ্ধি পেলে concrete এর workability-
বৃদ্ধি পাবে
কমে যাবে
অপরিবর্তীত থাকে
ওপরের কোনটি নয়
469. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক-
Iron oxide
silika
Alumina
Lime
470. সেটিং টাইম নিয়ন্ত্রণের জন্য সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট কত ভাগ জিপসাম মিশানো হয়?
১%- ২%
২.৫% -৩%
১.৫%-২%
৩% -৪%
471. Ferro cement এক প্রকার -
সাধারন সিমেন্ট
লৌহ
বিশেষ সিমেন্ট
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: ফেরোসমেন্ট বা ফেরো সিমেন্ট হল রিইনফোর্সড মর্টার বা প্লাস্টার ব্যবহার করে নির্মাণের একটি পদ্ধতি যা ধাতব জাল বা ধাতব ফাইবার এর উপর প্রয়োগ করা হয়। প্রশ্ন ও প্রদত্ত অপশনের কোনটির সাথে মিল না থাকায় সঠিক উত্তর: ঘ
472. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
১:২:৪
১:৩:৬
২:২:৭
২:২:৫
ব্যাখ্যা: তথ্য: Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে
রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদেও
উপর চুন, সুরকি ও খোয়ার (২:২:৭) সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে।
473. ২৮ দিনে curing এর পর concrete কী পরিমাণ strength অর্জন করে?
প্রায় ৪০%
প্রায় ৬৭%
প্রায় ১০০%
প্রায় ১২৫%
474. একটি পাচ টন ক্ষমতার ট্রাকে অনুমোদিতভাবে কত ব্যাগ সিমেন্ট বহন করা যাবে?
২০০ ব্যাগ
১০০ ব্যাগ
১৫০ ব্যাগ
৭৫ ব্যাগ
475. Water bound macadam-এ binding matetial হলো
Sand
Bitumen
coarse aggregate dustt
soil
476. What effect does calcium sulphate have on cement?
Retards or lengthen the setting time of cement
Acts as flux
Imparts colour
Reduces strength
477. Slum test এর জন্য ব্যবহৃত moudle এর হলো-
১০ সে.মি
৩০ সে.মি
২০ সে.মি
কোনটিই নয়
478. what is the inital setting time of Ordinary portland cement (সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কত-)
1 hour
15 minutes
30 minutes
30 hour
Job Preparation
Civil Engineering
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -2004
ব্যাখ্যা: তথ্য: As per IS code 4031-part 5, সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কমপক্ষে ৩০ মি.। এরপর সিমেন্ট তার
কার্যোপোযোগিতা ও প্লাস্টিসিটি হরিয়ে এবং সেট ঘটে।
479. সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের Unite weight হচ্ছে-
৭০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
ব্যাখ্যা: তথ্য: Partland cement has unite volume mass of 94 lbs/cu-ft-1506 kg/m³.
480. Ordinary Portland cement এর Initial setting time কত?
৩০ মিনিট
৫ ঘন্টা
১ ঘন্টা
১০ ঘন্টা
ব্যাখ্যা: তথ্য: Ordinary Portland Cement এর Initial setting time ৩০ মিনিট এর কম হবে না এবং ফাইনাল সেটিং টাইম ১০ ঘণ্টার বেশি হবে না।
উত্তর: ক