EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
681. The brick laid with its length parallel to the face of the wall is called a (দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে-)
stretcher
course
closer
header
ব্যাখ্যা: তথ্য: প্রাচীরের মুখের সমান্তরাল দৈর্ঘ্যের সাথে স্থাপিত ইটটি স্ট্রেচার নামে পরিচিত।
682. Portiand Cement এর প্রধান দুটি উপাদান হচ্ছে-
আয়রন অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড
অ্যালুমিনা ও ম্যাগনেসিয়াম অক্সাইড
ক্যালসিয়াম অক্সাইড ও সিলিকা
উপরের কোনটি নয়
683. সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট কোনটি-
Tensile strength
Fineness.
Compressive strength
setting time
ব্যাখ্যা: তথ্য: সিমেন্টের যেকোন property নির্ণয় করার জন্য করা প্রথম পরীক্ষাটি consistency test যা ২৭ থেকে ২৯ এর মধ্যে থাকে। সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট হলো setting time Compressive strength। কনক্রিন্ট এবং মার্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। Tensile strength হলো রডের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট। সঠিক উত্তর: (d)
684. সিমেন্টর final setting time কত?
১ ঘন্টা
৪ ঘন্টা
৮ ঘন্টা
১০ ঘন্টা
685. যে আকারের এগ্রিগেট সবচেয়ে বেশি ভয়েড সৃষ্টি করে-
Angular
Unuqalsized.
Round
None of this
686. What should be the initial setting time of Ordinary Portland Cement [সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক সেটিং টাইম কত হওয়া উচিত?
< 30 min
< 34 min
< 40 min
< 50 min
687. হাতে তৈরি প্রথম শ্রেণির মসলা বিহীন ইটের আকার কত?
10" x 5" x 3"
9.5"x 4.5"x 2.75"
9 "x 4"x 2.5"
12"x 2"x 2.5"
688. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে-
সিলিকা ও অ্যালুমিনা
সোডিয়াম ও আয়রন
আয়রন ও সিলিকা
ম্যাগনেসিয়াম ও সোডিয়াম
690. বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে-
underpinning
shoring
scaffolding
jacking
ব্যাখ্যা: বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে শোরিং।
691. Ordinary Portland cement - এর initial setting time কত?
৩০ মিনিট
১ঘন্টা
৪ ঘণ্টা
১০ ঘণ্টা
692. Timber seasoning করা হয় কেন?
Timber এর ওজন বৃদ্ধি করার জন্য
Timber এর Strength বৃদ্ধির জন্য
ওপরের সবগুলো
উপরের কোনটি নয়
693. Wich of the following test given information about workability of concrete ? নিচের কোন পরীক্ষা কনক্রিটের সম্পর্কে তথ্য দেয়?
Compression
Hammer test
Testing test
Slump test
694. জলছাদে চুন সুরকী খোয়ার অনুপাত-
1:2:4
1:3:6
2:2:6
2:2:7
695. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক
Iron oxide
Alumia
silica
Lime
696. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক-
Iron oxide
silika
Alumina
Lime
697. লাইম কনক্রিট ও সিমেন্ট কনক্রিট এর কিউরিং সময় যথাক্রমে-
১ সপ্তাহ / ২ সপ্তাহ
২ সপ্তাহ / ৪ সপ্তাহ
৩ সপ্তাহ / ৩ সপ্তাহ
৪ সপ্তাহ / ৪ সপ্তাহ
698. fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ যে চালুনী ব্যবহৃত হয় তা হলো-
No 50
No 100
No 150
No 200
ব্যাখ্যা: তথ্য: এটিই সর্বশেষ চালুনী। এর পাশে প্যান থাকে।
699. Slump test - এ কনক্রিট এর প্রতিটি স্তরকে কীভাবে Compact করা হয়-
5/8 inch dia রড দিয়ে ২০ বার
3/4 inch dia রড দিয়ে ২০ বার
5/8 inch dia রড দিয়ে ২৫ বার
5/8 inch dia রড দিয়ে ৩০ বার
ব্যাখ্যা: তথ্য: Slump test এ স্টিলের স্ল্যাম্প কোন একটি শক্ত, অভেদ্য, স্তরের ভিত্তির উপর স্থাপন করা হয় এবং তিনটি সমান স্তওে সদ্য তৈরি ফ্রেস কংক্রিট দিয়ে ভরা হয়। কম্প্যাকশন নিশ্চিত করার জন্য প্রতিটি স্তর ২৫ বার রড দ্বারা কম্প্যাক্ট করা হয়। সঠিক উত্তর: (c)
700. Paint এর Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়-
অ্যালকোহল
পেট্রোল
তারপিন
পানি