সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
101. ফন্টুর মানচিত্রের ক্ষেত্রে ফোনটি সত্য?
মানচিত্র যাওখানে শেষ হবে না
এটি মিলে যাবে
মানচিত্রের বাইর দিকে চলে যাবে
উপরের সব কয়টি
102. কোনটি পরোক্ষ লেভেলিং--
বিনিময়তম
পার্থক্যায়ন
প্রোফাইল
ত্রিকোণমিতিক
103. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?
360°
90°
270°
180°
104. প্রতিসরণজনিত শুদ্ধি, বক্রতার শুদ্ধির কত?
1/6
1/7
4.1/5
1/8
105. ধারাবাহিক বন্ধ কটুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-
উচু-নিচু
সমতল
জলাশয় বা পুকুর
পাহাড় বা টিলা
106. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থিতি নির্দেশ করে-
পাহাড়
সমঢাল
উঁচুনিচু
অসমঢাল
107. কোনটি যান্ত্রিক ত্রুটি--
লেভেল যন্ত্রের ত্রুটিপূর্ণ স্থায়ী সমন্বয়ন
যন্ত্রের ত্রুটিপূর্ণ অস্থায়ী সমন্বয়ন
ভূ-পৃষ্ঠের বক্রতাজনিত ত্রুটি
পেরালাক্স অবস্থায় পাঠ গ্রহণ
108. ভূ-পৃষ্ঠের বন্ধুরতা বা উচু নিচুতা জানার জন্য যে লম্বালম্বি ছেদন করা হয়, তাকে বলে-
লম্বালম্বি প্রোফাইল
আড়াআড়ি প্রোফাইল
কোনাকুনি প্রোফাইল
কোনটিই নয়
109. পূর্ববর্তী দুই বিন্দুর (নদী) মাঝে যদি যন্ত্র যোজনা করা। কোন ধরনের লেভেলিং করা হয়?
পার্থক্যায়ন
বিনিময়ক্রম
প্রোফাইল
ত্রিকোণমিতিক
110. দূরবর্তী বিন্দুতে আরএল, বহন করে নেয়ার জন্য কোন ধরনের লেভেলি করা হয়?
পার্থক্যায়ন
বিনিময়ক্রম
প্রোফাইল
ত্রিকোণমিতিক
111. থিওডোলাইটের লেন্সের ভিতর দিয়ে সাদা আলোর বিচ্ছুরণকে বলে-
পেরলাক্স
বর্ণপ্রেরণ
ফ্লাক্স
112. কত দূরত্বের জন্য বক্রতা ও প্রতিসরণ শুদ্ধির প্রয়োজন হয় না?
250 মিটারের কম
300 মিটারের কম
350 মিটারের কম
200 মিটারের কম
113. থিওডোলাইট দিয়ে পরিমাপ করা যায়-
অনুভূমিক কোণ
উলম্ব কোণ
অনুভূমিক ও উলম্ব কোণ
কোনটি নয়
114. পাশাপাশি দুটি কন্টুরের উলম্ব দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উলম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
(ক+ খ)
115. কোনটি বিনিময়ক্রম লেভেলিং এর উদ্দেশ্য?
এলিভেশনের প্রকৃত পার্থক্য নির্ণয়
বক্রতা ও প্রতিসরণ প্রাপ্তি মুক্ত করা
কলিমেশন ভ্রান্তি দূর করা
দুই বিন্দুর মাঝামাঝি যন্ত্র স্থাপনার অসুবিধা দূর করা
116. পৃথিবীর বক্রতা ও প্রতিসরণের জন্য সংযুক্ত শুদ্ধি-
4.0.0785 d^2 (m)
0.0762 d ^2(m)
0729 d^2 (m)
0.072 d^2 (m)
117. থিওডোলাইট প্রধানত কত প্রকার?
2
4
3
5
118. থিওডোলাইটের উলম্ব বৃত্ত যদি দর্শকের ডানে অবস্থান করে, তবে তা-
বামমুখী অবস্থান
ডানমুখী অবস্থান
সম্মুখ অবস্থান
কোনটি নয়
119. লেভেলিং এর মিলন প্রস্রাপ্তির নির্ণয়ে ব্যবৃহত সূত্র-
E= k√C
E=kc
E=c√M
E=c√k^2
120. পাশাপাশি দুটি কন্টুরের আনুভূমিক দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উলম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
কোনটি নয়