MCQ
41. 'একাত্তরের দিনগুলি' বইটির রচয়িতা কে?
বেগম সুফিয়া কামাল
সেলিম হোসেন
বেগম রোকেয়া
জাহানারা ইমাম
42. সোপান শব্দের অর্থ কী?
মৃদু
সিড়ি
অতল
আকাশ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য:
মই, সিড়ি, অধিরোহণী, সোপান, ক্রমোন্নতি। উত্তর: (খ)
43. 'এ গোল্ডেন এজ' উপন্যাসটির রচয়িতা-
তাহমিমা আনাম
মনিকা আলী
সৈয়দ মনজুরুল ইসলাম
এদের কেউ নন
44. কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক স্মৃতিকথা?
চিলেকোঠার সেপাই
একাত্তরের দিনগুলি
আগুনের পরশমণি
পায়ের আওয়াজ পাওয়া যায়
45. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
পরশুরাম
ভানুসিংহ
নীললোহিত
গাজী মিয়াঁ
46. নিচের কোন বানানটি শুদ্ধ?
শ্মশ্বান
শ্বশান
শ্মশান
শশ্মান
Job Preparation
Civil Department
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: শ্মশান: শবদেহ সৎকারের স্থান।
47. নিচের কোন বানানটি শুদ্ধ?
গোধূলী
গোধুলি
গোধূলি
গোধুলী
Job Preparation
Civil Department
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: "গোধুলি" বলতে, সূর্যাস্তের পর ও রাত শুরু হওয়ার মাঝের
সময়টিকে বুঝানো হয়। "সন্ধ্যাকাল" ও বলা যায়। "গোধুলি"
শব্দের ব্যাখ্যায় বলা হয়, দিনের শেষে, রাতের আগে যখন মাঠ
থেকে রাখাল গরুর পাল নিয়ে গোয়ালে ফেরে, তখন গরুর পায়ের
খুরের আঘাতে ধুলি উড়তে থাকে তাই এই সমযটাকে গোধুলি বলা হয়
।
উত্তর: গ
48. অয়োময়' শব্দের অর্থ কী?
লৌহময়
পেঁচানো
দুর্বোধ্য
বাজে
Job Preparation
Civil Engineering
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: অয়োময় লৌহময়; লৌহকঠিন। উত্তর: (ক)
49. উন্নাসিক শব্দের অর্থ কি?
লম্বা নাক
উদ্ধত
উন্নত
অপরিকল্পিত
Job Preparation
Civil MCQ
Civil Engineering classroom
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: উন্নাসিক/বিশেষণ পদ/অবঙ্গায় নাক উচু করে বা বাঁকায় এমন; সব কিছুকেই তুচ্ছ বা অবঙ্গা কওে এমন। উত্তর: (খ)
50. রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন?
শেষের কবিতা
তাসের দেশ
কালের যাত্রা
বসন্ত
51. অহর্নিশ শব্দের অর্থ কী?
অনবরত
কুর্নিশ
অহষ্কার
দিন রাত্রি
Civil Engineering
Civil Department
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: অহর্নিশ শব্দের বাংলা অর্থ দিনরাত; সতত, প্রতিনিয়ত।